|
দশ বছর আগে ওয়াং হাই থাও পরিবারের সঙ্গে হংকং থেকে ম্যাকাওয়ে চলে আসেন। তিনি স্বচক্ষে ম্যাকাওয়ের পরিবর্তন দেখেছেন। তিনি বলেন, (রেকর্ডিং)
'দশ বছর আগে যারা ম্যাকাওয়ে এসেছিলেন, তারা সবাই মনে করেন, এটা এক ক্ষুদ্র শহর। কেবল কয়েক জুয়া খেলার কেন্দ্র আছে। অন্য কোন বিশেষ ব্যবসা নেই। শহরের আয়তন খুব ছোট। জনসংখ্যাও খুব কম। কিন্তু গত দশ বছরে, বিশেষ করে মূলভূভাগের ব্যক্তিগত ভ্রমণের নীতি উন্মুক্ত হওয়ার পর ম্যাকাওয়ের অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনসহ নানা ক্ষেত্রে চাঙ্গা করে তুলেছে। এটা সত্যি লক্ষণীয়।'
স্বদেশের কোলে প্রত্যাবর্তনের পর ম্যাকাও দ্রুত উন্নয়নের পথে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে ম্যাকাওয়ের মাথাপিছু জি.ডি.পি ৩০ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে এবং এশিয়ার প্রথম সারিতে দাঁড়িয়েছে। অর্থনীতির পুনরুত্থান আর জনগণকে দেয়া নানা সুবিধাজনক নীতি বাস্তবায়নের কারণে ম্যাকাওবাসীদের জীবন দিন দিন ভালো হচ্ছে।
উ চি পিং হচ্ছেন ম্যাকাওয়ে আমেরিকান বীমা কোম্পানির একজন কর্মী। তিনি বলেন,
'অতীতে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়া আর ইউরোপে ভ্রমণ করতে চাইলে মনে হয় নিম্ন পর্যায়ের মানুষের মতো। কিন্তু এখন উল্টো হয়েছে। সেখানে গেলে তাঁরা আমাদের দেখাশোনা করেন এবং শ্রদ্ধা করেন। ম্যাকাওবাসীরা শক্তিশালী স্বদেশের সাহায্য অনুভব করেছেন।' (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |