Web bengali.cri.cn   
২০০৯ সালের চীন আন্তর্জাতিক পর্যটন পণ্য মেলা ই উতে শুরু হয়েছে
  2009-12-09 18:07:40  cri
১২ নভেম্বর ২০০৯ সালের চীন আন্তর্জাতিক পর্যটন পণ্য মেলা চীনের চে চিয়াং প্রদেশের ই উতে শুরু হয়েছে । চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন । চীনা কমিউনিস্ট পার্টির চে চিয়াং প্রদেশিক কমিটির উপসম্পাদক ও চে চিয়াং প্রদেশের গভর্নর লুই চু শান এ পণ্য মেলার উদ্বোধন করেন । জাতীয় পর্যটন ব্যুরোর উপমহাপরিচালক ওয়াং চি ফা , নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপপরিচালক মা সিউ ফেন , চে চিয়াং প্রদেশের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপপরিচালক সুই হুং চুন এবং চে চিয়াং প্রাদেশিক গণ সরকারের মহাসচিব চাং হুং মিং এ পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই তার ভাষণে বলেন , পর্যটনের ৬টি প্রধান উপাদানের মধ্যে রয়েছে খাওয়া-দাওয়া , বাসস্থান , যোগাযোগ ব্যবস্থা , ভ্রমণ , কেনাকাটা ও বিনোদন । এগুলোর মধ্যে পর্যটন পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । একটি দেশ বা একটি অঞ্চল তার পর্যটন শিল্পের প্রসার করতে চাইলে পর্যটন পণ্য উন্নয়নের ওপর সবিশেষ গুরুত্ব দেয়া উচিত । প্রকৃতপক্ষে পর্যটন পণ্যের মধ্যে রয়েছে পর্যটনের সংগে সম্পর্কিত সাজসজ্জা , পর্যটন পণ্যদ্রব্য ও পর্যটন সংক্রান্ত স্মারকবস্তু । এ দিক থেকে বিবেচনা করে বলা যায় , পর্যটন পণ্য উন্নয়নের বিরাট ভবিষ্যত সম্ভাবনা রয়েছে । কেন না , পর্যটন পণ্য উন্নয়নের মধ্য দিয়ে একদিকে পর্যটকদের ভোক্তার চাহিদা মেটানো যাবে , অপরদিকে পর্যটন শিল্পের অভ্যন্তরীণ কাঠামো উন্নত করা যাবে । ২০০৯ সালের চীন আন্তর্জাতিক পর্যটন পণ্য মেলা আয়োজনের লক্ষ্য হচ্ছে পর্যটন পণ্য প্রদর্শন ও বিনিময়ের বিরাট প্ল্যাটফর্ম গড়ে তোলার মধ্য দিয়ে চীনের পর্যটন পণ্যের সৃজনশীল বিকাশ এবং চীনের পর্যটন শিল্পের বিবর্তন ও উন্নতি ত্বরান্বিত করা ।

সাও ছি ওই বলেন , চে চিয়াং প্রদেশ হচ্ছে চীনের অর্থনৈতিক উন্নয়নের একটি সম্মুখফ্রন্ট । চে চিয়াং প্রদেশের ই উ শহর সারা দেশের বৃহত্তম ছোটখাটো পণ্যের সংগ্রহ ও খালাসের কেন্দ্র ও বিখ্যাত বাণিজ্যিক নগর হিসেবে পর্যটন পণ্য নিয়ে গবেষনা ও উন্নয়ন এবং পর্যটন পণ্যের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় দেশের পুরোভাগে রয়েছে । ই উ শহরের পর্যটন পণ্য উন্নয়নের সুষ্ঠু ভিত্তি ও বাজারে এর স্পষ্ট প্রাধান্য রয়েছে ।

২০০৯ সালের চীন আন্তর্জাতিক পর্যটন পণ্য মেলা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চে চিয়াং প্রদেশের ই উতে অনুষ্ঠিত হযেছে । এ মেলার পাঁচটি প্রধান প্রদর্শনী কক্ষ হচ্ছে : প্রধান প্রতিপাদ্য কক্ষ , চে চিয়াং প্রাদেশিক কক্ষ , অন্য দুটি প্রাদেশিক কক্ষ ও ই উ কক্ষ । এ মেলায় মোট দু হাজারেরও বেশি স্টল রয়েছে । বিভিন্ন প্রদর্শনী কক্ষে পর্যটনের সংগে সম্পর্কিত সাজসজ্জা , পর্যটন সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থা , খেলাধূলার ব্যবস্থা , উদ্যান সংক্রান্ত ব্যবস্থা , পর্যটন পণ্য ও পর্যটন সংক্রান্ত স্মারকবস্তুসহ দশটি ধরণের পণ্যদ্রব্য দেখানো হয় এবং এগুলোর লেনদেন হয় । সারা দেশের ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চল এবং জাপান , দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশ ও অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো এ মেলায় যোগ দিয়েছে । ব্যবসায়ীদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে । ২০০৯ সালের চীন আন্তর্জাতিক পর্যটন পণ্য মেলা ইতোমধ্যে চীনের সবচেয়ে বিরাট , ব্যাপক ও আকর্ষণীয় পর্যটন মেলায় পরিণত হয়েছে । এ মেলা এখন চীনে পর্যটন পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ও ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর কাছে একটি অপরিহার্য্য প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে । মেলাটি চলাকালে পর্যটন পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আলোচনা সভা , পর্যটন পণ্য উন্নয়ন ফোরাম , পর্যটন পণ্য ডিজাইন সংক্রান্ত প্রতিযোগিতা ও ব্যবসায়িক পরিচিতিমূলক সভারও আয়োজন করা হয়েছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040