|
||||||||||||||||||||||||||||

১৩ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ বিশ্ববিদ্যালয় নগর ক্রীড়া কেন্দ্রে আতশবাজি পোড়ানো হয়েছে এবং হাজার হাজার জনতার আনন্দ উল্লাসের ঢেউ প্রবাহিত হয়েছে । এদিন ২০০৯ সালের কুয়াং তুং প্রদেশের আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক উত্সব ও চু চিয়াং নদীর বদ্বীপ অঞ্চলের পর্যটনের পরিচিতিমূলক সম্মেলন যথাযোগ্য মর্যাদার সংগে শুরু হয়েছে । চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই , কুয়াং তুং প্রদেশের গভর্নর হুয়াং হুয়া হুয়া ও বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রেফাই এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা কমিউনিস্ট পার্টির কুয়াং তুং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং ইয়াং এ উত্সেবের উদ্বোধন করেন । কুয়াং তুং প্রদেশের ডেপুটি গভর্নর ওয়াং ছিং লিয়াং উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ।
এ পর্যন্ত চীনের জাতীয় পর্যটন ব্যুরো ও কুয়াং তুং প্রাদেশিক গণ সরকারের উদ্যোগে সাফল্যের সংগে ৫বার কুয়াং তুং আন্তর্জাতিক পর্যটন ও সাস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়েছে । গভর্নর হুয়াং হুয়া হুয়া তার ভাষণে বলেন , চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের সঠিক নেতৃত্বে কুয়াং তুং প্রদেশের জনসাধারণ সুযোগের সদ্ব্যবহার করে ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক ও সামাজিক বিকাশে বিশ্বকাপানো ও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে । ফলে কুয়াং তুং প্রদেশ আজ অর্থনীতি ও পর্যটনের দিক থেকে চীনের সবচেয়ে শক্তিশালী প্রদেশে পরিণত হয়েছে ।

চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই তার ভাষণে বলেন , এ বছরের শুরু থেকে চীনের পর্যটন শিল্পের ওপর আন্তর্জাতিক আর্থিক সংকটের নেতিবাচক প্রভাব পড়লেও চীন সরকারের বলিষ্ঠ নেতৃত্বে , বিভিন্ন মহলের বিপুল সহায়তা এবং সারা দেশের পর্যটন মহলের সম্মিলিত প্রচেষ্টায় চীনের পর্যটন শিল্পের স্থিতিশীল ও দ্রুত উন্নতি হয়েছে । বর্তমানে চীন ব্যাপক জনসাধারণের পর্যটনের দ্রুত বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে ।
সাও ছি ওই তার ভাষণশেষে কুয়াং তুং আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক উত্সবের সাফল্য কামনা প্রকাশ করেছেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব রেফাইও উত্সাহব্যঞ্জক ভাষণ দিয়েছেন ।
ক্রীড়া কেন্দ্রের উপস্থিত ৩০ হাজার দর্শকের তুমূল ও মূহুর্মুহু করতালির মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির কুয়াং তুং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং ইয়াং এ উত্সেবের উদ্বোধনের কথা ঘোষণা করেন । এরপর লিংনানের আমন্ত্রণপত্র নামক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় । এ সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্বিকভাবে কুয়াং তুং প্রদেশের প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে । এবারের আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠানের আগে ঠিক ২০১০ সালে কুয়াং চৌ এশীয় গেমস অনুষ্ঠান বার্ষিকীর আরো এক বছর বাকী ছিল । সাংস্কৃতিক অনুষ্ঠানটি এ সুযোগে কুয়াং চৌ এশীয় গেমসে অংশ নেয়ার জন্যে দেশ বিদেশের বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়েছে ।
এবারের উত্সবে কুয়াং তুং প্রদেশের ২১টি বিভাগীয় পর্যায়ের শহরে শাখা সভাস্থল রাখা হয়েছে । বিভিন্ন শহরে মোট ২০৪টি নানা ধরণের কর্মসূচী নেয়া হয়েছে । ফলে এ উত্সব উপলক্ষে কুয়াং তুং প্রদেশের সর্বত্রই আনন্দঘন পরিবেশ বিরাজমান ছিল ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ওয়াং ইয়াং ও হুয়াং হুয়া হুয়া জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছি ওই ও বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব রেফাইয়ের সংগে বিশ্ব পর্যটন শিল্পের সর্বশেষ পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় চীনের পর্যটন শিল্পের নেয়া ব্যবস্থা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন ।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |