|
সম্প্রতি চীনের চিয়াং সি , হেইলুংচিয়াং , চিলিন ও কান সু প্রদেশ এবং ছুং ছিং শহরের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , কেবল এ পাঁচটি স্থানে লাল পর্যটনের জন্য আসা পর্যটকদের সংখ্যা ২৩ কোটিতে দাঁড়িয়েছে এবং লাল পর্যটন থেকে আয় দাঁড়িয়েছে ৯৭ বিলিয়ন ইউয়ানে ।
চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রীয় পরিষদ বিভিন্ন স্থানের লাল পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে । ২০০৪ সালের ডিসেম্বর মাসে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যালয় ও রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় যৌথভাবে " ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সারা দেশের লাল পর্যটন শিল্পের বিকাশ সংক্রান্ত পরিকল্পনা" প্রকাশের মধ্য দিয়ে চীনের লাল পর্যটনের প্রসারের অধ্যায়ের সূচনা করেছে ।
বিভিন্ন স্থানের সংশ্লিষ্ট বিভাগগুলো বিপুল প্রয়াসের সংগে স্থানীয় লাল পর্যটন শিল্পকে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্থানে লাল পর্যটন খাতে কয়েক হাজার কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে । যার কল্যাণে সারা দেশের ৩০টি সেরা লাল পর্যটন লাইন ও কয়েক শ' লাল দর্শনীয় স্থানের অনেক উন্নতি হয়েছে । এগুলো অধিক থেকে অধিকতর সংখ্যক পর্যটকদের আকর্ষণ করেছে ।
দক্ষিণ চীনের ছুং হাই শহরের লাল নারী বাহিনীর স্মৃতি পার্ক থেকে শুরু করে উত্তর চীনের সীমান্ত বরাবর চেন পাও তাও বিপ্লবী শহীদ মিনার পর্যন্ত , পূর্ব চীন সাগরের তীরবর্তী চীনের কমিউনিস্ট পার্টির প্রথম জাতীয় কংগ্রেসের সভাস্থলের স্মৃতি ভবন থেকে শুরু করে থান শান পাহাড়ের তলদেশে অবস্থিত উরুমুচি শহীদ মিনার পর্যন্ত চীনের লাল পর্যটনের প্রাণবন্ত বিকাশ ঘটেছে । এক হিসাব থেকে জানা গেছে , এ বছরের জাতীয় দিবস ও মধ্য শারদীয় উত্সবের দীর্ঘকালীন ছুটির দিনে পেইচিং , ইয়ান আন ও সিয়াং থানসহ ১১টি গুরুত্বপূর্ণ লাল পর্যটন শহরে যাওয়া পর্যটকদের সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে । পেইচিং , ইয়ান আন , সিয়াং থান , চুন ই ও লিন ইসহ প্রতিটি স্থানের পর্যটকদর সংখ্যা দশ লাখেরও বেশি ছিল ।
চীনের লাল পর্যটনের শিক্ষণীয় ভূমিকা রয়েছে । সম্প্রতি চীনের সংশ্লিস্ট বিভাগ ৮টি প্রধান প্রধান লাল পর্যটন এলাকার ওপর এক জরীপ চালিয়েছে । জরীপ থেকে দেখা গেছে , ৯৩ শতাংশ পর্যটক এ সব লাল পর্যটন এলাকা পরিদর্শন করে গভীরভাবে শিক্ষা লাভ করেছেন এবং বিপ্লবী পূর্বসুরীদের প্রতি তাদের শ্রদ্ধা বেড়েছে ।
চীনের লাল পর্যটন এলাকা ইতোমধ্যে কিশোর-কিশোরীদের দ্বিতীয় ক্লাসরুমে পরিণত হয়েছে । লাখ লাখ ছাত্র ছাত্রী এসব লাল পর্যটন এলাকা পরিদর্শনের পর তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেছে , আমাদের সুখী জীবন বিপ্লবী পূর্বসুরীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে । আমাদের অবশ্যই তাদের অন্তিম ইচ্ছার কথা মনে রেখে ভালোভাবে লেখাপড়া করে ভবিষ্যতে মাতৃভূমির উপকার করবো ।
চীনে লাল পর্যটন শিল্পের নিরন্তর বিকাশ নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল গড়ে তোলার কাজকে অনুপ্রাণিত করেছে । বহু স্থান , বিশেষ করে বেশ কয়েকটি প্রাক্তন বিপ্লবী ঘাঁটি এলাকা লাল পর্যটন শিল্পকে জনসাধারণের কল্যাণমুখী মেরুদন্ড স্থানীয় শিল্প হিসেবে গ্রহণ করেছে । কেবল ইয়ান আন শহরে এ বছরের জাতীয় দিবসের দীর্ঘকালীন ছুটির দিনে লাল পর্যটন শিল্প খাতে আয়ের পরিমাণ ৫৫ কোটি ইউয়ানে পৌঁছেছে ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |