জাতিসংঘের তৃতীয় বিশ্ব পর্যটন সংস্থা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন সমিতির পর্যটন প্রবণতা ও বিশ্লেষণ সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম শুরু
১৬ নভেম্বর জাতিসংঘের তৃতীয় বিশ্ব পর্যটন সংস্থা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন সমিতি পিএটিএ'র পর্যটন প্রবণতা ও বিশ্লেষণ সংক্রান্ত আন্তর্জাতিক ফোরাম কুইলিন শহরে অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রিফাই, পিএটিএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ডাফেল এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটন ব্যুরো, পর্যটন সমিতি, পর্যটন বিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রায় দুইশ' প্রতিনিধি ফোরামে অংশ নিয়েছেন। তারা বর্তমান পরিস্থিতিতে পর্যটন শিল্পের গতিবিধি ও উন্নয়ন প্রবণতা নিয়ে আলোচনা করবেন। চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক জু শানচৌং ফোরামে ভাষণ দিয়েছেন।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে 'আন্তর্জাতিক ফোরাম চিরস্থায়ীভাবে কুইলিনে স্থাপন' সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফোরাম চলাকালে জু শানচৌং পিএটিএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ডাফেলের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'নেতা অধিকতরভাবে সহযোগিতা জোরদার নিয়ে মত বিনিময় করেছেন।
খোং চিয়া চিয়া