Web bengali.cri.cn   
খুনমিংয়ের তিয়ানছি পর্বত ও হ্রদের তীর পর্যটন ও অবসর বিনোদনের ছোট্ট নগর হিসেবে উন্নয়ন করা হবে
  2009-11-17 16:34:53  cri
খুনমিং শহরের তিয়ানছি জাতীয় পর্যটন ও অবসর বিনোদন অঞ্চল জাতীয় বৈশিষ্ট্যময় পার্বত্য অঞ্চল ও হ্রদের তীর পর্যটন ও অবসর বিনোদনের ছোট্ট নগর হিসেবে উন্নয়ন করবে।

খুনমিংয়ের তিয়ানছি জাতীয় পর্যটন অবসর বিনোদন অঞ্চল হচ্ছে ১৯৯২ সালে রাষ্ট্রীয় পরিষদের অনুমোদিত ১২টি জাতীয় পর্যায়ের পর্যটন ও অবসর বিনোদন অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং একমাত্র স্থল বেষ্টিত জাতীয় পর্যায়ের পর্যটন ও অবসর বিনোদন অঞ্চল। পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ থেকে ৮ বছরে খুনমিংয়ের তিয়ানছি জাতীয় পর্যটন ও অবসর বিনোদন অঞ্চলটি ২৫ বর্গকিলোমিটারের তাইয়ু নতুন অঞ্চলকে একটি গভীর জাতীয় ও নদীমাতৃক পার্বত্য গ্রামের বৈশিষ্ট্যময় পার্বত্য অঞ্চলের হ্রদের তীর পর্যটন ও অবসর বিনোদন ছোট্ট নগর নির্মাণ করবে। এছাড়া তিয়ানছি'র আশপাশের প্রাকৃতিক জলাভূমি এবং গিঙ্কগো সড়কসহ অবকাশ বিনোদন ও দৃশ্য উপভোগের সুন্দর জায়গা হিসেবে নির্মাণ করা হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040