|
||||||||||||||||||||||||||||
বো আও আন্তর্জাতিক পর্যটন ফোরাম প্রধানত আন্তর্জাতিক পর্যটন মহলের সেরা লোকদের জন্য একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম সরবরাহ করে ও প্ল্যাটফর্মের মধ্য দিয়ে পর্যটনের অপরিসীম আকর্ষণশক্তি এবং পর্যটন মহলের সেরা মানুষদের মেধাশক্তিকে তুলে ধরে।
২০০৭ সালের ৮ ডিসেম্বর প্রথম বো আও আন্তর্জাতিক পর্যটন ফোরাম বো আও-এ অনুষ্ঠিত হয়। ১৪টি দেশের অতিথিরা 'চীনের সুযোগ, সারা বিশ্বের উপভোগঃ অলিম্পিকের ব্যবসায়িক সুযোগ লাভ করা'কে প্রতিপাদ্য হিসেবে এবারের ফোরামে অংশ নেয়। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর দ্বিতীয় বো আও আন্তর্জাতিক পর্যটন ফোরাম অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য হলো 'পর্যটন চীনকে পরিবর্তন করে'। ১৮টি দেশের বিশিষ্ট অতিথিরা এ ফোরামে অংশ নিয়েছেন।
খোং চিয়া চিয়া


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |