Web bengali.cri.cn   
ছ'টি দেশের ক্যালিগ্রাফি শিল্পীরা প্রাচীন সিথাং নগরে মিলিত হয়েছেন
  2009-11-03 16:56:50  cri
২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত '২০০৯ সালের নবম ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার ক্যালিগ্রাফি শিল্পের ইতিহাসের দলিলপত্র' জেচিয়াং প্রদেশের চিয়াসিং শহরের প্রাচীন সিথাং নগরে অনুষ্ঠিত হয়েছে। চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ ৬টি দেশের শিল্পীর ৩০টিরও বেশি ক্যালিগ্রাফি শিল্প-কর্ম প্রদর্শিত হয়েছে। এবারের প্রদর্শনী ছিল তিনদিনব্যাপী। ১০জনেরও বেশী বিশিষ্ট শিল্পী ঘটনাস্থলে ক্যালিগ্রাফির অনুরাগীদেরকে পরামর্শ দিয়েছেন।

এ ক্যালিগ্রাফি প্রদর্শনী হচ্ছে একটি আধুনিক ক্যালিগ্রাফি শিল্পের গবেষণা, অনুসন্ধান ও বিনিময়ের তত্পরতা। ২ বছর অন্তর একবার বিভিন্ন দেশ ও অঞ্চলে এটি অনুষ্ঠিত হয়। প্রাচীন সিথাং নগর চীনের চিত্রকলা ও ছবি আঁকার কেন্দ্র হিসেবে এই তত্পরতা আয়োজনের সামর্থ্য রয়েছে। প্রদর্শনীটি বিভিন্ন শিল্প অনুরাগীদের দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্প উপলব্ধির এক সুযোগ দেয়ার পাশাপাশি নদীমাতৃক সিথাং এলাকার মূল্যবান সংস্কৃতিকে তুলে ধরেছে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040