Web bengali.cri.cn   
রাতে 'ছোট্ট সাংহাই' ভ্রমণ
  2009-11-03 16:52:52  cri

 

    সাংহাই বিশ্ব মেলা দিন দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাংহাই নিকটবর্তী শহরও ক্রমে ক্রমে দেশী-বিদেশী পর্যটকদের বাছাই করা পর্যটনের কাঙ্ক্ষিত স্থানে পরিণত হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে পশ্চিম সাংহাই থেকে ১২৮ কিলোমিটার দূরে সুন্দর প্রাচীন নগর—চিয়াংসু প্রদেশের উ সি শহরে নিয়ে যাবো।


    উ সি শহর চিয়াংসু প্রদেশের দক্ষিণাঞ্চল, ইয়াংসি নদীর বদ্বীপের সমভূমিতে অবস্থিত। এর উত্তর দিকে ইয়াংসি নদী এবং দক্ষিণ দিকে থাইহু হ্রদের সংলগ্ন। উ সি চীনের চাল ও মাছের বিখ্যাত স্থানের পাশাপাশি একটি আধুনিক শিল্প শহরও। এর আরেকটি নাম 'ছোট্ট সাংহাই'। উ সি থেকে সাংহাই মাত্র ১২৮ কিলোমিটার দূরে। দৃশ্য সুন্দর এবং ইতিহাস সুদীর্ঘকালের। এটি একটি দেশী-বিদেশী বিখ্যাত পর্যটন শহর। যদি আপনি সাংহাই বিশ্ব মেলা দেখতে আসেন, তাহলে আপনাকে উ সি বেড়াতে যেতে হবে।

    উ সি'র ইতিহাস ৩ হাজারেরও বেশি বছরের। এটি দক্ষিণ চীনের একটি বিখ্যাত শহর। দেশী-বিদেশী নামকরা চীনের দশটি পর্যটন শহরগুলোর অন্যতম হিসেবে প্রতি বছর উ সি কয়েক কোটি দেশী-বিদেশী পর্যটকদের অভ্যর্থনা জানায়। দিনে পর্যটকরা উ সি'র দৃশ্যাবলী উপভোগ করার পাশাপাশি উ সি'র রাতের জীবনযাপনকেও অনুভব করতে চান। তাহলে আমি ভ্রমণ, খাবার, কেনাকাটা ও অবকাশ কাটানোসহ কয়েক দিক থেকে আপনাদের জন্য উ সি'র রাতের সাংস্কৃতিক ভ্রমণের ভালো জায়গায় নিয়ে যাবো।


    লি হ্রদ অথবা উলি হ্রদের বরাবর বোকুং দ্বীপ ও ইয়ুফু দ্বীপসহ অনেক বৈশিষ্ট্যময় দৃশ্য রয়েছে এখানে। এটা উ সি'র বৃহত্তম এবং সারা দিন বিনা খরচে খোলা থাকা বিরাট পার্ক ও আধুনিক প্রাকৃতিক অবকাশ কাটানো দর্শনীয় স্থান।

    উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পদ্ধতি এবং বহু উজ্জ্বল আলোক ব্যবস্থা ব্যবহার করার কারণে লি হ্রদ উ সি শহরবাসী এবং অন্য জায়গার পর্যটকদের রাতের ভ্রমণের আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে।


    সবুজ গাছ ঘেরা আরেকটি দর্শনীয় স্থান—ইয়ুফু দ্বীপকে লালচে-কমলা ও বর্নিল রঙের আলোয় আরো সুন্দর দেখায়। লি হ্রদের দু'তীরে ধীরে ধীরে ঠাণ্ডা বাতাস বয়ে যায়। খুব আরাম লাগে। এখানে আসলে পর্যটকরা আর ফিরে যেতে চান না। পর্যটকদের মধ্যে অধিকাংশই হচ্ছেন অবকাশ কাটানো স্থানীয় শহরবাসী। কাছাকাছি থাকা মেয়ে চাও বলেছেন, রাতের লি হ্রদ সবচেয়ে মনোহর। তিনি বলেন,

    লি হ্রদ খুবই সুন্দর। দৃশ্যও খুব মনোরম। বিদ্যুতের আলো খুব উজ্জ্বল ও সুন্দর। রাতের মস্ত বড়ো নাগরদোলাও খুব সুন্দর।


    স্থানীয় অধিবাসী চৌ এখানকার নিয়মিত অতিথি। তিনি বলেন,

    এখানকার আবহাওয়া ভালো। পরিবেশও ভালো। সুতরাং প্রতি সপ্তাহে দুই বা তিন বার এখানে আসি। সাধারণত আমি রাতেই বেশি আসি। দিনে চাকরি করতে হয়। এখানে এ জায়গাটি থাকার জন্য আমার খুব গর্ব হয়।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040