Web bengali.cri.cn   
একাদশ পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সব অলিম্পিক পার্কে শুরু
  2009-11-03 09:47:21  cri

 

২৩ অক্টোবর ঢাকের উত্তাল আওয়াজের মধ্য দিয়ে একাদশ পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সব চীনের রাজধানী পেইচিংয়ের অলিম্পিক পার্কের দর্শনীয় রাজপথে শুরু হয়েছে । চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা কমিউনিস্ট পার্টির পেইচিং পৌর কমিটির সম্পাদক লিউ ছি এবারের আন্তর্জাতিক পর্যটন উত্সবের উদ্বোধনের কথা ঘোষণা করেন । চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপমহাপরিচালক ওয়াং চি ফা এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন । বিশ্বের ৭১টি দেশ ও অঞ্চলের ৪১টি শিল্পী দলের প্রায় তিন হাজার শিল্পী উদ্বোধনী অনুষ্ঠনে অংশ নিয়েছেন ।

এবারের পর্যটন উত্সবের প্রধান প্রতিপাদ্য হচ্ছে উত্সাহ-উদ্দীপনা এবং পেইচিংয়ে সবার মিলন । উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন স্থানের দশ বারো ধরণের ঢাক এবং ডজন খানেক দেশ ও অঞ্চলের ঢাক বাদকরা সম্মিলিতভাবে ঢাক বাজিয়ে দর্শকদের জন্যে এক সুন্দর পরিবেশনা উপস্থাপন করেন । উত্সব চলার সময় ২৫টি রংবেরংয়ের গাড়ি এবং পর্যটন , সংস্কৃতি , শিল্পকলা ও ফ্যাশনের সমন্বয়ে গঠিত আমার চোখে নয়া পেইচিংয়ের ১৬টি দর্শনীয় স্থানকে ভিত্তি করে পোশাকের প্রদর্শনের আয়োজন করা হবে । রাশিয়ার পুশকিন নৃত্য দল , ফ্রান্সের সড়ক নৃত্য ও লোক নৃত্য দল ও অস্ট্রিলিয়ার শিল্পী দলসহ বিভিন্ন দেশের শিল্পী দল এ পর্যটন উত্সবে তাদের বণার্ঢ্য অনুষ্ঠান পরিবেশন করবে । তাদের পরিবেশনার মধ্য দিয়ে পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সবের আন্তর্জাতিক বৈশিষ্ট্য ও সম্প্রীতিময় বিশ্বের প্রতিপাদ্য ফুটে উঠবে । আন্তর্জাতিক মৈত্রী মিস প্রতিযোগিতায় অংশ নেয়া ৬৭টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীরাও এবারের পর্যটন উত্সবের ভ্রমণ পরিবেশনায় যোগ দেবেন । তাদের পরিবেশনায় সুন্দর রূপ দিয়ে আন্তর্জাতিক মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া এবং শুভেচ্ছার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ত্বরান্বিত হওয়ার সুর প্রতিফলিত হবে ।

এ উত্সবের সংগঠকরা বলেছেন , একাদশ পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সব তিন দিন চলবে । উদ্বোধনী অনুষ্ঠানে নানা ধরণের পরিবেশনা ছাড়াও উত্সব চলার সময় পেইচিংয়ের ৬০ বছরের উজ্জ্বল সাফল্য সংক্রান্ত বিরাট আকারের বিনিময় প্রদর্শনী , ফ্যাশন শো , রাজধানী পেইচিংয়ের ১৮টি জেলা ও অঞ্চলের বিশেষ বিশেষ ধরণের পর্যটন সম্পদের প্রদর্শনী এবং পেইচিং ও থিয়ান চিনের পর্যটন ভিত্তিক সংগীত অনুষ্ঠানেরও আয়োজন করা হবে ।

পেইচিং পর্যটন ব্যুরোর মহাপরিচালক চাং হুই কুয়াং বলেছেন , বিশ্বের সাফল্যজনক বড় বড় উত্সবে ব্যতিক্রমহীনভাবে সাংস্কৃতিক ও অংশীদারী উপাদান পাওয়া যায় । যেমন স্পেনের গরুর দৌড় উত্সব , জার্মানীর মিউনিক বিয়ার উত্সব ও ব্রাজিলের উল্লাশ উত্সব । পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সব ঠিক সাংস্কৃতিক ও অংশীদারী উপাদানের কথা বিবেচনা করে ঢাককে এ উত্সবের প্রধান প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে । চীন একটি বহুজাতিক দেশ । চীনের ৫৬টি জাতি ঢাক সংস্কৃতিতে সমৃদ্ধ । ঢাককে এবারের পর্যটন উত্সবের প্রধান প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করলে , সমাজের বিভিন্ন স্তরের লোকজন উত্সবে শামীল হতে পারবে । ইচ্ছা থাকলে সবাই এ উত্সবে অংশ নিয়ে ঢাক বাজিয়ে নিজেদের মনের আনন্দ প্রকাশ করতে পারবে ।

জানা গেছে , এ উত্সবের আগে দশটি পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সবের আয়োজন করা হয়েছে । ২০০৫ সালে আন্তর্জাতিক উত্সব সংস্থা পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সবকে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের সবচেয়ে প্রভাবশালী দশটি বড় উত্সবের প্রথম স্থান হিসেবে নির্বাচন করেছে । এখন পেইচিং আন্তর্জাতিক পর্যটন উত্সব চীনের রাজধানী পেইচিংয়ের পর্যটনের নিদর্শন হিসেবে এক আন্তর্জাতিক পর্যায়ের পর্যটন মহাসম্মীলনীতে পরিণত হয়েছে । এ বছরের প্রথম নয় মাসে ১২ কোটি ৬০ লাখ পর্যটক পেইচিং ভ্রমণ করেছেন । তাদের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৯.৯৬ শতাংশ বেড়েছে । এ বছরের প্রথম ৯ মাসে পেইচিংয়ের পর্যটন শিল্প থাত থেকে ১৮৬.২ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে । যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬.৫ শতাংশ বেশি ।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040