Web bengali.cri.cn   
এ বছর চীনে পর্যটকদের সংখ্যা ২০০ কোটি হবে
  2009-10-27 16:25:40  cri

১০ অক্টোবর চীনের পর্যটন গবেষণাগার পেইচিংয়ে এ বছরের প্রথম ৯ মাসে চীনের পর্যটন অর্থনীতির অবস্থার বিশ্লেষণ ও সারা বছরে পর্যটনের প্রবণতার ভবিষ্যদ্বাণী সংক্রান্ত গবেষণামূলক সাফল্য প্রকাশ করেছে । এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী মোটের ওপর এ বছর চীনের পর্যটন অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নতি বজায় থাকবে । চীনে পর্যটকদের মোট সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে এবং দেশীয় পর্যটন থেকে পাওয়া আয় ১ ট্রিলিয়ন ইউয়ানের কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে ।

চীনের পর্যটন গবেষণাগারের উপপরিচালক তাই পিন বলেন , এ বছরের প্রথম ৯ মাসে চীনের পর্যটন শিল্প আন্তর্জাতিক আর্থিক সংকট ও এ/ এইচ-১ এন-১ ফ্লুর প্রবল আঘাতের মুখে পড়েও পর্যায়ক্রমিক সাফল্য অর্জন করেছে । চীনে পর্যটন অর্থনীতিতে ইতিবাচক উপাদান লক্ষ্যণীয়ভাবে বেড়েছে এবং সাধারণভাবে এ খাতের বৃদ্ধির প্রবণতা সুষ্ঠু রয়েছে । এ বছরের শেষ তিন মাসে চীনের পর্যটন শিল্পের উন্নয়ন ভালোর দিকে যাওয়ার পরিস্থিতি আরো স্পষ্ট হয়ে উঠেছে ।

এ বছরের প্রথম ৯ মাসে চীনের অনুসৃত সংকট মোকাবিলা , অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং বৃদ্ধি ত্বরান্বিতকরণের কৌললে পর্যটন শিল্পের উন্নয়নের বিরাট সম্ভাবনাময় শক্তি ও প্রবল ভূমিকা অভ্যূতপূর্বভাবে গুরুত্ব পেয়েছে । পর্যটন শিল্পের সম্প্রসারণ চীনে আর্থিক সংকট মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ অবলম্বনে পরিণত হয়েছে । চীনের বিভিন্ন স্তরের সরকারের নিরন্তর বলিষ্ঠ পরিচালনায় চীনের পর্যটন শিল্প উন্নয়নের পরিবেশ অনেক উন্নত হয়েছে ।

চীনের পর্যটন বাজারের মৌরিক দিকের বিশ্লেষণ করে দেখা গেছে , পর্যটনের তিনটি বাজারের মধ্যে দেশের বিভিন্ন স্থানের মধ্যে পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া চীনা পর্যটকদের সংখ্যাও বেড়েছে । চীনে আসা বিদেশী পর্যটকদের সংখ্যা অনুরূপ সময়ের চেয়ে কিছু কমলেও এখন এ সংখ্যা বাড়তে শুরু করেছে । আগস্ট মাসে চীনে আসা বিদেশী পর্যটকদের সংখ্যা ও পর্যটন শিল্প থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার আয় উভয়ই বৃদ্ধি পেতে শুরু করেছে ।

তাই পিন বলেন , মোটের ওপর বর্তমানে চীনের পর্যটন শিল্প উন্নয়নের ক্ষেত্রে ভেতর ও বাইরের নেতিচাক উপাদানের চেয়ে ইতিবাচক উপাদান বেশি । পর্যটন ভোগের আশা আকাংক্ষা ও ব্যবসায়ীদের আস্থা বিপুল মাত্রায় বেড়েই চলেছে । এ বছরের শেষ তিন মাসে সাধারণভাবে চীনের পর্যটন অর্থনীতির দ্রুত উন্নতির মৌলিক পরিস্থিতি আরো সুসংবদ্ধ হবে বলে সারা বছর চীনের পর্যটন অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নতি নিশ্চিত হবে ।

তাই পিন বিশ্লেষণ করে বলেন , বছরের শেষ তিন মাস সাধারণত পর্যটন বাজারের এক ব্যস্ততম মৌসুম । সুতরাং আগামী তিন মাসে চীনের পর্যটন শিল্পের উন্নতি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ।

এ অবস্থার প্রেক্ষাপটে চীনের পর্যটন গবেষণাগার এ বছরের মাঝামাঝি সময় সারা বছর চীনের পর্যটন অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নতি হওয়ার যে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করেছিল , তা বজায় রাখার মনোভাব পোষণ করে ।

চীনের পর্যটন গবেষণাগারের অনুমাণ অনুসারে সারা বছর চীনে দেশের বিভিন্ন স্থানের মধ্যে পর্যটকদের সংখ্যা ১৯০ কোটি ইউয়ান হবে । এটি গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি । দেশীয় পর্যটন শিল্প থেকে পাওয়া আয়ের পরিমাণ ১ ট্রিলিয়ন ইউয়ানের কাছাকাছি হবে । এটি গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি । চীনে আসা বিদেশী পর্যটকদের সংখ্যা ১২ কোটি ৪০ লাখ হবে , যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম এবং পর্যটন শিল্প থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা মূল্য ৩৫ বিলিয়ন ইউয়ান হবে , যা গত বছরের চেয়ে ১৫ শাতংশ কম । বিদেশে যাওয়া চীনা পর্যটকদের সংখ্যা ৪ কোটি ৭০ লাখে দাঁড়াবে , যা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৩ শতাংশ বেশি । সারা বছর চীনে পর্যটকদের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে , যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি এবং পর্যটন শিল্প থেকে পাওয়া আয়ের পরিমাণ ১.২ টিলিয়ন ইউয়ান হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040