Web bengali.cri.cn   
চলতি বছরের শেষ নাগাদ সানচিয়াং দর্শনীয় স্থান সবার জন্য উন্মুক্ত থাকবে
  2009-10-27 17:20:26  cri
২২ অক্টোবর, সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলা ঘোষণা করেছে যে, সানচিয়াং প্রাকৃতিক দর্শনীয় স্থান সার্বিকভাবে পুনরায় খোলা হচ্ছে। এটা হবে '১২ মে'র ওয়েনছুয়ানের ভয়াবহ ভূমিকম্পের পর ওয়েনছুয়ান জেলার প্রথম পুনরায় খুলে দেয়া দর্শনীয় স্থান।

পুনর্গঠনের প্রক্রিয়ায় ওয়েনছুয়ান উচ্চ মান বজায় রেখে পর্যটন শিল্প পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সানচিয়াং দর্শনীয় স্থান চীনের ৪টি এ পর্যায়ের দর্শনীয় স্থান সৃষ্টি করার চেষ্টা চালাবে। কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরের সহায়তায় সানচিয়াং দর্শনীয় স্থানের পুনর্গঠন কাজ সার্বিকভাবে শুরু হয়েছে। আগের পান তা আর কেন্দ্রীয় দর্শনীয় স্থান ও পর্যটন প্রকল্প পুরোপুরিভাবে পুনরায় খুলে দেয়া ছাড়াও নতুন করে নদীমাতৃক গ্রাম ও তিব্বতী গ্রামসহ বিভিন্ন বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থানও নির্মিত হয়েছে।

সমাজকে ধন্যবাদ জানানোর জন্য পুনরায় খুলে দেয়া সানচিয়াং দর্শনীয় স্থান এ বছরের শেষ নাগাদ বিনাখরচে খোলা থাকবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040