রঙিন পাতার আয়তন ৬৬৭ একরেরও বেশি, রঙিন পাতার রকম ২০টিরও বেশি। চলতি বছরের শরত্কালে পশ্চিম পেইচিংয়ের পেইকোং জাতীয় বন পার্কে পেইচিং শহরের বৃহত্তম রঙিন পাতার উপভোগ এলাকা গড়ে তোলা হবে। পেইকোং জাতীয় বন পার্ক পশ্চিম পেইচিংয়ের ফেংথাই-এ অবস্থিত। এর আয়তন ৯ বর্গকিলোমিটার এবং তা হচ্ছে জাতীয় পর্যায়ের চারটি এ শ্রেণীর দর্শনীয় স্থান। পার্কে দৃশ্য দর্শন, পর্বতারোহন ও শরীর চর্চা, বন গোসল, অবকাশ কাটানো এবং বিনোদনসহ বহু কিছু রয়েছে। পেইকোং জাতীয় বন পার্ক প্রতিনিধিস্থানীয় পাহাড়ী টপোগ্র্যাফি। এর সবচেয়ে উঁচু চূড়া লাংপোতিং সমুদ্র সমতল থেকে ৩৪৯.৮ মিটার। পর্যটকদের আরোহণের জন্য তা যথাযথ।
খোং চিয়া চিয়া