Web bengali.cri.cn   
পৃথিবীর স্বর্গ 'সুচৌ'
  2009-10-23 23:19:59  cri

    পেইচিং-এ ভ্রমণ করার সময় যদি আপনি চীনের জাতীয় স্টেডিয়াম—উদ্দীপনাময় ও বৃহত্তম বার্ড নেস্টে যান, তাহলে সুচৌ-এর ছোট 'বার্ড নেষ্ট'—সুচৌ বিজ্ঞান ও সংস্কৃতি শিল্প কেন্দ্রও কিন্তু দেখতে ভুলবেন না। আকাশ থেকে নিচের দিকে দেখলে শিল্প কেন্দ্রের স্থাপত্য ছোট্ট একটি খোলা ঝিনুকের কোলে একটি মুক্তার মত মনে হবে।

    পেইচিং-এর বার্ড নেষ্টের ফরাসী ডিজাইনার এ শিল্প কেন্দ্রের স্থাপত্যের ডিজাইন করেছেন। ইস্পাত হচ্ছে এর মৌলিক কাঠামো। তবে খুঁটিনাটিতে শিল্প কেন্দ্রে সুচৌ বাগানের ডিজাইনের সংমিশ্রণ রয়েছে। ফলে ছোট এ বার্ড নেষ্টটিতে একই সঙ্গে আধুনিক ও প্রাচীন দু'ধরনের আমেজ রয়েছে। সুচৌ বিজ্ঞান ও সংস্কৃতি শিল্প কেন্দ্রের পথপ্রদর্শক শেন চিং চিং বলেন,

    সুচৌ বাগানের কয়েকটি মৌলিক উপাদান আমাদের ভেতরের প্রাঙ্গণে ব্যবহৃত হয়েছে। বাইরের ধাতুর দেয়াল দেখতে ঠিক ঝলমাল সিল্কের মতো। দূর থেকে দেখলে মনে হবে সিল্ক স্থাপত্যের বাইরের দিকটাকে ঢেকে রেখেছে। এর অর্থ হচ্ছে সুচৌ একটি 'সিল্ক নগর'।

    অবশ্যই সুচৌ বিজ্ঞান ও সংস্কৃতি শিল্প কেন্দ্রের নির্দিষ্ট কর্ম এর বাইরের সৌন্দর্য্যের চেয়ে কম নয়। কেন্দ্রটিতে রয়েছে সবচেয়ে উন্নততর সাজ-সরঞ্জাম সম্পন্ন ১ হাজার ২শ'টি বড় থিয়াটার, ৫শ' লোক ধারণ ক্ষমতার পরিবেশনা রেস্তোঁরা, একটি ইম্যাক্স সিনেমা হল ও ৭টি সাধারণ সিনেমা হল থাকা সিনেমা নগর, একটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী এবং একটি ২৩ হাজার বর্গমিটারের ব্যবসায় কেন্দ্র। এটা হচ্ছে একটি পর্যটন, সংস্কৃতি ও ব্যবসায় নির্দিষ্ট কর্মের অধিকারী একীকরণ স্থাপত্য।

    প্রাচীন সুচৌ নগরে বিজ্ঞান ও সংস্কৃতি শিল্প কেন্দ্রের মতোই তবে সুচৌ-এ বৈশিষ্ট্যময় নতুন ক্লাসিক্যাল স্থাপত্য আছে। সেটা হচ্ছে সুচৌ-এর নতুন যাদুঘর। সুচৌ যাদুঘরের নতুন স্থাপত্য হচ্ছে বিশ্ববিখ্যাত স্থপতি, সুচৌ অধিবাসী বেই ল্যুই মিং-এর সর্বশেষ শিল্পকর্ম। এবং বেই ল্যুই মিং তাকে 'সবচেয়ে প্রিয় ছোট মেয়ে' বলে অভিহিত করেন। যাদুঘরের নতুন স্থাপত্যের মৌলিক নীতি হচ্ছে উঁচু নয়, বড় নয় বরং তা বিশেষ বৈশিষ্ট সম্পন্ন। তা সুচৌ ক্লাসিক্যাল বাগানের নিজস্ব স্টাইলের অভিজ্ঞতার কথা বলছে। বাগানের বাঁশ ও গাছের সারি খুব সুন্দর, স্থাপত্যটির তুলনায় এর সম্প্রীতিময় সৌন্দর্য্যও সৃষ্টি হয়েছে।

    সুচৌ-এর সৌন্দর্য্য অনুভব করার জন্য আপনাদের নিজের অনুভূতি দরকার। গাড়িতে সাংহাই থেকে সুচৌ পর্যন্ত যেতে মাত্র এক ঘন্টা লাগবে। বসন্তকালের উজ্জ্বল সুর্যের আলোতে কয়েকজন বন্ধুর সঙ্গে সাংহাই থেকে সবচেয়ে কাছের শহরে না গেলে আপনার ভ্রমণ সার্থক হবে না।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040