Web bengali.cri.cn   
হাংচৌয়ের পশ্চিম হ্রদ পৃথীবির স্বর্গ
  2009-10-23 23:15:35  cri
    আজ থেকে সাংহাই বিশ্ব মেলা শুরু হতে আর মাত্র ৩শ' দিনের মত বাকী আছে। যদি আপনাদের বিশ্ব মেলা চলাকালে সাংহাই-এ আসার পরিকল্পনা থাকে, তাহলে আমি বলবো আপনারা এ সময় আরেকটি সুন্দর দৃশ্য মিস করবেন না। তা হলো সাংহাইয়ের নিকটবর্তী—হাংচৌয়ের পশ্চিম হ্রদ। যা সারা বিশ্বে ওয়েস্ট লেক হিসেবে পরিচিত।

    এখন জে চিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ের পদ্ম ফুল ফোটার গ্রীষ্মকাল চলছে। পদ্ম ফুলের মত সুন্দর পশ্চিম হ্রদ দেশী-বিদেশী পর্যটকদের হৃদয়ে সুন্দর ছাপ ফেলছে।

    প্রতি দিন সাংহাই থেকে পশ্চিম হ্রদ গামী বিশেষ ট্রেন চলাচল করছে। যাতায়াত খুব সুবিধাজনক। মাত্র দু'ঘন্টার মধ্যেই যাওয়া যাবে। চীনের তিনটি শ্রেষ্ঠ পর্যটন নগরগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রতি বছর হাংচৌ পশ্চিম হ্রদ সারা পৃথিবীর পর্যটকদের আকষর্ণ করে। পর্যটকরা 'পৃথিবীর স্বর্গ' হাংচৌ-এ এসে এখানকার সৌন্দর্য্য ও নির্মল শান্তি অনুভব করেন।

    পশ্চিম হ্রদ হাংচৌ শহরের কেন্দ্রে অবস্থিত। আগের নাম ছিলো উ লিন পানি, ছিয়ান থাং হ্রদ এবং সি জি হ্রদ। হ্রদের উপরিভাগের আয়তন ৫.৬৬ বর্গকিলোমিটার এবং হ্রদের বেষ্টনী-দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। যদি আপনি পশ্চিম হ্রদের দুপাড় জুড়ে ছড়িয়ে থাকা সবুজকে হৃদয় দিয়ে অনুভব করতে চান, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো নৌবিহার করা। যদি আপনি প্রথমবারের মত পশ্চিম হ্রদে নৌবিহার করেন, তাহলে আপনি সেখানকার পশ্চিম হ্রদের ইয়াং সিউ পিং নামের একজন নারী রয়েছে যিনি নৌকার মাঝি হিসেবে খুবই পরিচিত। তার সাম্পানে ঘুরে বেড়াতে পারেন।

    এই ইয়াং সিউ পিংয়ের বয়স ৩০ বছরেরও বেশি। রোদে-হাওয়ায় পুড়ে যাওয়া মুখ দেখলে বোঝা যাবে তিনি প্রতিনিধিস্থানীয় দক্ষিণ চীনের সুন্দরী। পর্যটকরা নৌকায় বসে থাকেন, আর তিনি তার নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। সুন্দর সব দৃশ্য আস্তে আস্তে আপনার চোখের সামনে ভেসে উঠবে। স্থির পানির স্রোত এবং উইলো গাছের উচ্চিংড়ের শব্দের সঙ্গে সঙ্গে ইয়াং সিউ পিং কথা বলতে শুরু করেন। তিনি বলে যান হ্রদের কথা তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন,

    গ্রীষ্মকালে পদ্ম ফুল সবচেয়ে সুন্দর। দেখুন দেখুন, সি লিং সেতু'র পাশে কতো বেশি পদ্ম ফুল ফুটে আছে। ফুলের কাছে গিয়ে ছবি তোলা খুব মজার হবে। সারা বছরের চারটি ঋতুতে এখানে সব সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়। বসন্তকালে সু তি ছুন সিয়াও-এর পীচ ফুল, গ্রীষ্মকালে পদ্ম ফুল আর শরতকালে মোহনীয় চাঁদ দেখা। যেন পিং হু ছিউ ইউয়ে ও সান থান ইন ইউয়ে হচ্ছে চাঁদ পর্যবেক্ষণের শ্রেষ্ঠ দৃশ্য। শীতকালে তুষারের দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যায়।

    কথা বলার সঙ্গে সঙ্গে হাল্কা বাতাস বয়ে আসে। পশ্চিম হ্রদের দশটি সুন্দর দৃশ্যের মধ্যে—'ছুই ইউয়ান ফেং হে' আঁকাবাঁকা সেতু'র পাশে বহু পদ্ম ফুল ঘন বা হালকা সবুজ রঙের পাতার ভেতর যেন উঁকি দিচ্ছে। পর্যটকরা ছবি তোলার মধ্য দিয়ে এ সব সুন্দর মুহুর্তকে ধরে রাখেন।

    ইয়াং সিউ পিংয়ের কথার সঙ্গে সঙ্গে নৌকা সু তি'র তীরে পৌঁছে যায়। হাংচৌয়ে ক্ষমতাসীন সময়পর্বে সোং রাজবংশের কবি সু তোং পো পশ্চিম হ্রদের পলি দিয়ে একটি দীর্ঘ বাঁধ তৈরি করেন। পরবর্তিকাল থেকে মানুষজন তাকে 'সু বাঁধ বা সু তি' বলে ডাকে। সু তি পশ্চিম হ্রদ খালি করার পাশাপাশি হ্রদের পানিকে আরো উদাত্ত করে তুলেছে। এছাড়া অত্যন্ত সুন্দর দৃশ্য—'সু তি ছুন সিও' সংযোজন করা হয়েছে। তার স্থান পশ্চিম হ্রদের দশটি সুন্দর দৃশ্যের মধ্যে প্রথম।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040