Web bengali.cri.cn   
সারা বছর বসন্তকালের মত ইয়ুননান প্রদেশের তা লি
  2009-10-23 23:11:36  cri

    পশ্চিম ইয়ুননান প্রদেশে অবস্থিত, 'পাঁচটি সোনালী ফুলের' জন্মস্থান তা লি হচ্ছে বিশ্ববিখ্যাত পর্যটন স্থান। এখানকার ৪টি ঋতুই বসন্তকালের মত। পাশাপাশি গ্রীষ্মকাল কাটানোর একটি উপযুক্ত স্থান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের নিয়ে তা লি'র সুদীর্ঘ ইতিহাস, গৌরবোজ্জ্বল সংস্কৃতি, গভীর লোক রীতিনীতি এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করবো।  

    এ সুপরিচিত সঙ্গীত আমাদেরকে তা লি'র সুন্দর প্রজাপতি ঝরণার কাছে এনে দিয়েছে। তা লি হচ্ছে চীনের একমাত্র বাই জাতি স্বয়ত্তশাসিত বিভাগ। বাই জাতি ছাড়া, সেখানে হান, ই, হুই, লিসু, মিয়াও, নাসি, চুয়াং, তিব্বতী, বুলাং, লাকু, আছাং ও তাইসহ ১৩টি জাতি বসবাস করছে।

    সুদীর্ঘ ইতিহাসে তা লি'র গৌরবজনক অবস্থান ও ভুমিকা ছিল এবং 'এশিয়ার সংস্কৃতির চৌরাস্তার প্রাচীন নগর', 'বহুমুখী সংস্কৃতি ও প্রকৃতি সম্প্রীতি ও সমৃদ্ধির স্বর্গ' এবং 'বিশ্বের মানবজাতির সবচেয়ে বসবাসযোগ্য অঞ্চলগুলোর মধ্যে অন্যতম' বলে পরিচিত। তা লি'র পথপ্রদর্শক চৌ ওয়েন থিং নিজের জন্মস্থান সম্পর্কে বলেন,

    তা লি-এ সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছাড়াও রয়েছে গভীর ইতিহাস ও সংস্কৃতি। এখানকার লোক রীতিনীতিও আকর্ষণীয়। তা লি'র অধিবাসীরা খুব দয়ালু ও অতিথিবত্সল। আমার মনে হয়, এখানকার সুন্দর দৃশ্য এতো ভালো যে, তা তা লি'র অধিবাসীদের মাতৃস্নেহেই লালন-পালন করেছে।

    বিখ্যাত চলচ্চিত্র ও টিভি তারকা ওয়াং চি প্রথমবারের মত তা লি-এ আসলে এখানকার সুন্দর দৃশ্য তাকে আকর্ষণ করেছে। ওয়াং চি বলেন,

    আমি প্রথমবারের মত তা লি-এ এসেছি। তা লি আমাকে যেভাবে মুগ্ধ করেছে তা ঠিক ইয়ুননানের আমাকে মুগ্ধ করার মত। এটি হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনের একটি বর্ণোজ্জ্বল মুক্তা। আমার মনে হয়, সত্যিই এ অঞ্চল খুবই মনোরম। এর রঙ ময়ুরের মত। এতো রহস্যময়, উজ্জ্বল ও সুন্দর। অবাক হয়ে যেতে হয়। এখানে আসলে এখান থেকে আর যেতে চায় না। আমার এবারের ভ্রমণের লক্ষ্য হলো এখানকার প্রাকৃতিক দৃশ্য ও লোক রীতিনীতি সম্পর্কে আরো বেশি জানা।

    সুন্দর তা লি-এ সমৃদ্ধ পর্যটন সম্পদ রয়েছে। সারা বিভাগে বড় ও ছোট আকারের দর্শনীয় স্থান রয়েছে ১শ' ৩০টিরও বেশি। এর মধ্যে ছাং শান পাহাড় ও আর হাই হ্রদ, চি জু পাহাড়, ওয়েই পাও পাহাড়, শি পাও পাহাড় এবং সি বি হ্রদ এই ৫টি দর্শনীয় স্থান সবচেয়ে বিখ্যাত।

    তা লি-এর ছাং শান পাহাড় এবং আর হাই হ্রদ প্রাচীনকাল এবং এখনকার পর্যটকদের বহুল প্রত্যাশিত জায়গা। সুন্দর ও সবুজ পার্বত্য হ্রদ আর হাই সংকীর্ণ আকারের। দক্ষিণ দিক থেকে উত্তর দিকের দৈর্ঘ ৪০ কিলোমিটার এবং আয়তন প্রায় ২৪০ বর্গকিলোমিটার। আর হাই হ্রদে রয়েছে নান চাও ফেং ছিং দ্বীপ যা ইয়ুননান প্রদেশের ২৫টি শ্রেষ্ঠ পর্যটন প্রকল্পের মধ্যে অন্যতম। দ্বীপটির দৃশ্য সুন্দর। দ্বীপে হাজার বছরের প্রাচীন বটগাছ ও আকাঁবাঁকা প্রাচীন গুহা রয়েছে। দ্বীপের পাশের পানি পরিষ্কার এবং বালি সাদা।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040