|
দু'দেশের নেতৃবৃন্দ পর্যটন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ইতিবাচক মূল্যায়ন করেছেন। দু'পক্ষ বলেছে, বর্তমান আর্থিক সংকটের প্রেক্ষাপটে দু'দেশের পর্যটন যোগাযোগ ও সহযোগিতার স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার জন্য দু'দেশ অধিকতরভাবে পর্যটনের প্রচার ও তুলে ধরা, পর্যটন মেধাশক্তির প্রশিক্ষণ, পর্যটন সেবার মান উন্নয়ন এবং পর্যটকের নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করবে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওয়েই অধিবেশনে অংশ নিয়েছেন। তিনি এবং রাশিয়ার পর্যটন ব্যুরোর মহাপরিচালক চীন-রুশ ২০০৯-২০১০ সালের পর্যটন সহযোগিতামূলক পরিকল্পনা কার্যকর দলিলে স্বাক্ষর করেছেন। লিউ ইয়ান তোং ও জুকভ দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খোং চিয়া চিয়া
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |