থিয়ান চিনে সমুদ্র এবং নিংসিয়া-এ বালিসমুদ্র দর্শনীয় দুটো জায়গার প্রাকৃতিকসম্পদের পার্থক্যের কারণে থিয়ান চিন উপকূলীয় শহরগুলোতে নিংসিয়া'র পর্যটকের উত্স বাজারে পরিণত হয়েছে। সম্প্রতি থিয়ান চিনে চীনের প্রথম পর্যটন শিল্প উত্সব চলাকালে নিংসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর মহাপরিচালক লি ছুন ইয়াং নিংসিয়া পর্যটন পরিচিতিমূলক সেমিনারে থিয়ান চিনের স্থানীয় ৫০টি পর্যটন সংস্থা এবং ২০টি তথ্য মাধ্যমকে নিংসিয়া'র পর্যটন সম্পদের বিষয় তুলে ধরেন।
জানা গেছে, চীনের এবারের পর্যটন শিল্প উত্সব-২০০৯ এ ব্যবসা সম্পর্কে আলোচনা এবং পরামর্শ অভ্যর্থনা জানানোর জন্য নিংসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরো মোট ১০টি মানসম্মত স্টল কিনেছে।
খোং চিয়া চিয়া