Web bengali.cri.cn   
চীনের ছেংতু আন্তর্জাতিক নেটওয়ার্ক সুস্বাদু খাবার ও পর্যটন মেলা শুরু
  2009-10-13 15:54:52  cri
চীনের ষষ্ঠ আন্তর্জাতিক সুস্বাদু খাবার উত্সব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ২০০৯ সালের চীনের ছেংতু আন্তর্জাতিক নেটওয়ার্ক সুস্বাদু খাবার ও পর্যটন মেলাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০০৩ সালে অনুষ্ঠিত চীনের প্রথম আন্তর্জাতিক সুস্বাদু খাবার পর্যটন উত্সবের পর ছেংতু-এ প্রথম নেটওয়ার্ক সুস্বাদু খাবার উত্সবের আয়োজন করা হয়।

জানা গেছে, ইলেকট্রনিক ব্যবসা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা হচ্ছে এবারের সুস্বাদু খাবার উত্সবের একটি সৃজনশীলতা। অনুমান করা হচ্ছে এক কোটিরও বেশি দেশী-বিদেশী নেট দর্শক 'চীনের ষষ্ঠ আন্তর্জাতিক সুস্বাদু খাবার উত্সব' দেখবেন।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040