Web bengali.cri.cn   
তিব্বতে পর্যটক অভ্যর্থনার সংখ্যা ঐতিহাসিক ব্যূহভেদী লক্ষ্য অর্জিত হয়েছে
  2009-10-12 17:23:57  cri
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, '১ অক্টোবর' থেকে ৮ দিনের ছুটিতে তিব্বত প্রায় ৩ লাখ পর্যটককে অভ্যর্থনা করেছে। চলতি বছরের প্রথম ৩ কোয়ার্টারের ৪৭ লাখ ৫০ হাজার পর্যটকের সঙ্গে মিলে বর্তমানে তিব্বতে পর্যটক অভ্যর্থনার সংখ্যা ঐতিহাসিক ব্যূহভেদী লক্ষ্য অর্জিত হয়েছে।

তিব্বতের পর্যটন শিল্পের ধারাবাহিক ও দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে তিব্বত জাতির গভীর লোক রীতিনীতির গ্রামীণ পর্যটন ক্রমেই তিব্বত ভ্রমনের একটি তপ্ত বিষয়ে পরিণত হয়েছে। এ পর্যন্ত তিব্বতের ১০ হাজারেরও বেশি পরিবারের প্রায় ৪০ হাজার মানুষ পর্যটনের অভ্যর্থনা সেবায় অংশ নিয়েছেন। তাদের মাথা পিছু আয় বেড়েছে ৬ হাজার ইউয়ানেরও বেশি।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040