Web bengali.cri.cn   
চীনের প্রথম পর্যটন শিল্প উত্সব ২০ সেপ্টেম্বর থিয়ান চিনে শুরু
  2009-10-11 18:59:07  cri
'পর্যটন শিল্পের মহা সম্মেলন, সহযোগিতা ও পারস্পরিক কল্যালকর মঞ্চ' প্রতিপাদ্য হিসেবে চীনের পর্যটন শিল্প উত্সব ২০ সেপ্টেম্বর চীনের থিয়ান চিন শহরে শুরু হয়েছে। ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটন ব্যবসায়ী থিয়ান চিনের পর্যটন শিল্পের মহা সম্মেলনে অংশ নিয়েছেন।

চীনের জাতীয় পর্যটন ব্যুরো এবং থিয়ান চিন পৌর সরকারের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন সংস্থার বিশেষ সমর্থনে এবারের চীনের পর্যটন শিল্প উত্সবের ধারাবাহিক তত্পরতার মধ্যে রয়েছেঃ চীনের প্রথম পর্যটন পোশাক প্রতিযোগিতা, পর্যটন শিল্প মেলা, পর্যটনের আঞ্চলিক সহযোগিতার শীর্ষ সম্মেলন এবং পর্যটন কাঙ্ক্ষিত স্থানের প্রদর্শনী, পর্যটন ব্যবহৃত জিনিস, পর্যটনের পেশাগত মেধাশক্তির প্রশিক্ষণ এবং কর্মসংস্থানসহ বিভিন্ন তত্পরতা।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040