২৩ সেপ্টেম্বর থাই শান পাহাড় বিশ্ব ভূতাত্ত্বিক পার্কে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ভূতাত্ত্বিক পার্ক উন্নয়ন সেমিনার সূত্রে জানা গেছে, শান সি প্রদেশের ছিন লিং ভূতাত্ত্বিক পার্ক এবং অন্তর্মঙ্গোলিয়ার আ লা শান মরুভূমি ভূতাত্ত্বিক পার্ক নতুন করে বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এ পর্যন্ত চীনে ২২টি বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক রয়েছে এবং চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ভূতাত্ত্বিক পার্ক থাকা দেশ। ২৩ সেপ্টেম্বর সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বাছাই করা ৫টি বিশ্ব ভূতাত্ত্বিক পার্কসহ বর্তমানে ইউনেস্কো সমর্থন করা বিশ্ব ভূতাত্ত্বিক পার্ক নেটওয়ার্ক জিজিএন'-এ মোট ৬৩টি সদস্য রয়েছে এবং তা বিশ্বের ১৯টি দেশে রয়েছে।
খোং চিয়া চিয়া