চলতি বছর চীনের জাতীয় দিবস ও মধ্যশরত উত্সবের ছুটি মোট ৮ দিন। বর্তমানে ফুচিয়ান প্রদেশের বিভিন্ন পর্যটন সংস্থা পিক-আওয়ারে প্রবেশ করেছে। ১৯ সেপ্টেম্বর জানা গেছে, চলতি বছরের '১ অক্টোবর' বিদেশ ভ্রমণে দীর্ঘ প্রেরণ লাইনের আনন্দদায়ক ভ্রমণ বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে মধ্যশরত্ উত্সবের কারণে সব কিছুর ভাড়া ও ব্যয়ের হার নির্ধারিত না থাকায় সামগ্রিক ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।
জানা গেছে, চলতি বছর নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী হওয়ার কারণে পেইচিং ভ্রমণ জাতীয় দিবস ভ্রমণের তপ্ত জায়গা হবে। সেজন্য ব্যয় গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি হবে। বর্তমানে পেইচিং হোটেলের ভাড়া বৃদ্ধি আগের চেয়ে বেশি হতে পারে। ৪ তারা হোটেলের ভাড়া সাধারণ সময়ের চেয়ে ৫০ থেকে ১০০ শতাংশ বেশি। পাশাপাশি জাতীয় দিবস চলাকালে এয়ার টিকিটের সুযোগ সুবিধার মাত্রা কমেছে। তা পেইচিং ভ্রমণের ব্যয়ের বেশি হওয়ার একটি কারণ।
খোং চিয়া চিয়া