Web bengali.cri.cn   
এ বছরের প্রথম আট মাসে তিব্বতে পর্যটকদের সংখ্যা ২০০৭ সালের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে
  2009-10-05 23:42:04  cri

পিপলস্ ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, এ বছরের প্রথম আট মাসে তিব্বতে ৪০ লাখ ৯০ হাজার পর্যটক ভ্রমণ করেছে। যা ইতিহাসের সর্বোচ্চ --২০০৭ সালের সারা বছরের পর্যটকদের মোট সংখ্যা--৪০ লাখ ২০ হাজারের তুলনায় ২০ লাখ বেশি।

তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, এক স্তম্ভ শিল্প হিসেবে পর্যটন শিল্পের উন্নয়নে সহায়তা দেয়ার জন্য ২০০৭ সালে তিব্বত পর্যটন ক্ষেত্রে ধারাবাহিক নীতি ও ব্যবস্থা তুলে ধরেছে। ২০০৮ সালের " ১৪ মার্চ" লাসায় সংঘটিত ঘটনার পর, তিব্বতে পর্যটকদের সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। এ ঘটনার অর্ধ বছরেরও বেশি সময়ে তিব্বতের পর্যটন শিল্প দর্শনীয় স্থানের সেবা প্রদানের গুণগত মান ও প্রশাসনিক মান ব্যাপকভাবে উন্নয়নের পাশাপাশি ধারাবাহিক জাতীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। ---ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040