Web bengali.cri.cn   
সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২: আনন্দময় ঈদ
  2012-08-22 15:37:42  cri

একটি বছর পেরিয়ে আবার ফিরে এলো খুশির ঈদ। ঈদুল ফিতর। সবার ঘরে খুশির ঝরনাধারা বয়ে যাচ্ছে। এমন দিনে আমরা সবকিছু ভুলে গিয়ে মেতে উঠি খুশি আর আনন্দে। সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে শামিল হই। ধনী-গরিব, সাদা-কালো সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করি।

বড়দের চেয়ে ছোটরা ঈদ আনন্দ উপভোগ করে বেশি। তারা ঈদের খুশিতে বলতে গেলে আনন্দে দিশেহারা হয়ে যায়। ছোটদের ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো নানা ধরনের রঙিন জামা-জুতো। ঈদ এলে এগুলো যেনো সবার চাই-ই চাই। বাবা-মা, মামা কিংবা চাচার কাছে বায়না ধরে যে যার ঈদের উপহার সামগ্রী আদায় করে। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য সব রকমের প্রস্তুতি শেষ। শহরে যারা বসবাস করছে তারা গ্রামের মানুষজনের থেকে বেশি রংবাহী জিনিসপত্র কেনাকাটা করতে পারছে।

ঈদ উদযাপন করতে অনেকে আবার শহর ছেড়ে গ্রামে যায়। আনন্দ খুশি যতোই ভাগাভাগি করে উদযাপন করা যায় ততোই বেশি তা উপভোগ্য হয়। আমরা ছোট-বড়, ধনী-নির্ধন, সবাই মিলে অতি উত্সাহে এবারের ঈদ উদযাপন করবো। ঈদের আনন্দের মতোই সবার আগামী দিনগুলো সাজাতে চেষ্টা করবো। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি "সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২"। আর আমাদের আজকের বিষয় 'আনন্দময় ঈদ'। আপনারা জানেন এই ধরনের মোবাইল কনফারেন্স চীন আন্তর্জাতিক বেতারে এই প্রথমবার শুরু করা হয়েছে। এখন থেকে এই ধরনের মোবাইল কনফারেন্সে নিত্য নতুন বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে শ্রোতাদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে এবং তাদের মতামত বা প্রস্তাব চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানে তুলে ধরা হবে।

তাহলে বন্ধুরা আমরা আর অপেক্ষা না করে চলে যায় আমাদের মূল আয়োজনে। আজকের কনফারেন্স সঞ্চালনের দায়িত্বে রয়েছি আমি: দিদারুল ইকবাল। আর আমাকে সহযোগিতা করছেন: কপিলমুনি, খুলনা থেকে আরশাদ আলী বিশ্বাস।

আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন: সুদুর চীন থেকে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ এবং বিশেষজ্ঞ ছাই য়ূএ মুক্তা।

এছাড়া অংশগ্রহণকারী শ্রোতাদের মধ্যে রয়েছেন:

সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল।

চুয়াডাঙ্গা থেকে সিআরআই মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম।

কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস মাস্টার।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান মাস্টার।

নওগা থেকে ফরহাদ হোসেন।

রাজশাহী থেকে এস.এম.জে হাবিব, সালাউদ্দীন ডলার, হারুন-অর-রশিদ।

কুষ্টিয়া থেকে বিপ্লব কুমার অধিকারী।

পাবনা থেকে এস.এম.আব্দুল্লাহ রানা, ডা:রফিকুল আজিজ।

বগুড়া থেকে এম.শামসুল ইসলাম।

বাগেরহাট থেকে তুষার রায় রনি।

চট্টগ্রাম থেকে সলিম উল্লাহ, এম.ফোরকান, নূর মোহাম্মদ।

জয়পুরহাট থেকে নুরুজ্জামান ইসলাম।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040