|
চীনের রাষ্ট্রীয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় পর্যটন ব্যুরোর নির্দেশে চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে আয়োজিত চীনের শহরের তালিকা ২০১২ বা চীনের সবচেয়ে উদ্ভাবনশীল শহর নেট নির্বাচন ১০ মে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর সারা বিশ্বের নানা স্থানের নেট ব্যবহারকারীদের দৃষ্টি আকষর্ণ করে। তাঁরা সিআরআই অনলাইনের বিবিএসে নিজের অভিনন্দন বা মতামত লিখে দিয়েছেন।
জাপানের একজন নেট ব্যবহারকারী লিখেছেন, সিআনের দীর্ঘ ইতিহাস রয়েছে, সেজন্য আমার মনে হয় সিআন হল এক নম্বর। আলবেনিয়ার সাফেট শাংহাইকে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, গত শতাব্দী থেকে শাংহাই পাশ্চাত্য দেশগুলোর মত উদ্ভাবন শিল্পের ধারণা উত্থাপন করছে। স্পেনের জুয়ান-রোবার্টো ডিয়েজ এচেভারিয়া (Juan-Roberto Diez Echevarria) শাংহাইকে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, শাংহাই হল বিশ্বের সবচেয়ে আধুনিক শহর। শাংহাই চীনের বৈশিষ্ট্যময় ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখা সত্বেও শহরটি আধুনিক উপাদানে ভরপুর। শাংহাই একটি অবিশ্বাস্য সুন্দর শহর। উত্তর কোরিয়ার সিবিআই নামের একজন নেট ব্যবহারকারী চীনের রাজধানী পেইচিংয়ের পক্ষে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, আমার মনে হয় চীনের অনেক উদ্ভাবনী শহরের মধ্যে পেইচিংয়ে বিশ্বের উন্নত উদ্ভাবন শিল্প রয়েছে। সেজন্য আমি পেইচিংয়ের পক্ষে ভোট দিয়েছি। আরব ভাষী একজন নেট ব্যবহারকারী লিখেছেন, আমি মনে করি, আগে, এখন বা ভবিষ্যতে সুচৌ হল একটি ভীষণ সুন্দর শহর। ভিয়েতনামের নিগো নিগো তান ছেংতুকে ভোটদান করেছেন। তিনি লিখেছেন, ছেংতু হল খুবই আকর্ষণীয় একটি শহর। ছেংতু শহরের নাগরিকরা খুবই বন্ধুত্বপূর্ণ ও অতিথি পরায়ন। চীনের একজন নেট ব্যবহারকারী লিখেছেন, সিয়াংইয়ান একটি খুব সুন্দর শহর। এ শহরের প্রাচীন প্রাচীর এখনো সংরক্ষিত অবস্থায় আছে, বিনষ্ট হয় নি। রাজধানীর কঠোরতা এখানে নেই। শহরে সুন্দর নদী রয়েছে, ভীষণ সুন্দর দৃশ্য দেখা যায়।
হাজার হাজার নেট ব্যবহারকারী চীনের শহরের তালিকা ২০১২ এর প্রশংসা করেছেন। এর মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। স্পেনের রিকার্ডো বালতাজার হুয়ের্তা লিখেছেন, এটি হল একটি খুবই তাত্পর্যবাহী কর্মসূচি। এবারের কর্মসূচির মাধ্যমে আমরা চীনের বেশি সংখ্যক শহরের বর্তমান অবস্থা ও জীবনধারা সম্পর্কে জানতে পারি। চীন একটি বড় দেশ। চীনের প্রতিটি শহরের নিজের বৈশিষ্ট্য রয়েছে। ইংরেজি ভাষী নেট ব্যবহারকারী বি.শর্মা (B Sharma) লিখেছেন, এবারের কর্মসূচির মাধ্যমে আমরা চীনের শহরগুলো সম্পর্কে জানতে পারবো। পাশপাশি শহরগুলোর মধ্যে প্রতিযোগিতাও বৃদ্ধি করা যায়। রুশ ভাষার একজন নেট ব্যবহারকারী লিখেছেন, এ কর্মসূচি আসলে একটি ভাল চিন্তা। এর মাধ্যমে আমি চীনের অনেক শহর ও চীনা সংস্কৃতিকে জানতে পেরেছি। ভিয়েতনামের হাই ইয়েন (Hai Yen) লিখেছেন, এটি অনেক ভাল কর্মসূচি, কিন্তু আপনাদের ওয়েবসাইটে শহরের ভিডিও নেই। স্পেনের জে. জে. লোপেজ (J.J.Lopez) লিখেছেন, এটি খুবই ভাল একটি উদ্যোগ, কিন্তু আপনাদের উচিত শহরের ধারণা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা।
বিশেষজ্ঞরা ২০টি চীনা শহরের নাম সুপারিশ করেছেন। এ ২০টি শহর হল: পেইচিং, শাংহাই, ছেংতু, কুয়াংচৌ, শেনচেন, সিআন, কুমিং, চেংচৌ, সিনিং, ইয়ংচৌ, সুচৌ, ছিনচৌ, ইনছুয়ান, চিউচিয়াং, পুআর, চিয়াসিং, কেলামাই, উসি, ওয়েইফাং, এরদৌস। এসব শহর পরের দুই মাসের মধ্যে সিআরআই অনলাইনের বহু ভাষী ওয়েবসাইটে প্রদর্শন করা হবে এবং সারা বিশ্বের ওয়েবসাইট ব্যবহারকারীর দ্বারা নির্বাচিত হবে।
এছাড়াও আমাদের বাংলা ভাষী নেট ব্যবহারকারীরা অনেক মতামত দিয়েছেন। সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের একজন শ্রোতা আমাদের ওয়েবপেজে লিখেছেন, "চীনের শহরের তালিকা ২০১২" উপলক্ষে সিআরআই অনলাইন জরিপের আয়োজন করায় আমি অত্যন্ত আনন্দিত। এই জরিপে অংশ গ্রহণের জন্য আমি সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রচার-প্রচারনা চালিয়ে যাব। আমাদের এক ওয়েবসাইট ব্যবহারকারী সাখাওয়াত হুসাইন বিদ্যুত্ লিখেছেন, ধন্যবাদ সি আর আই কে কারণ আপনাদের মাধ্যমে চীন সম্পর্কে আনেক কিছু জানতে পারছি। আর আপনাদেরকে মিষ্টি আম খাওয়ার আমন্ত্রন জানাচ্ছি। বাংলাদেশের রূপনগর জেলার আলী হোসেন লিখেছেন, ছবিগুলো দেখে মনে হয় একবার চীনে ঘুরে আসি। আরেকজন বাংলা ভাষী নেট ব্যবহারকারী লিখেছেন, এর মাধ্যমে অনেক চীনা শহরের দৃশ্য দেখা যায়। আরো অনেক বন্ধু আমাদের এবারের জরীপে অংশ নিয়েছেন। তবে দুঃখের বিষয় যে সবার মতামত বলার মতো সময় আমাদের হাতে নেই। যে সব শ্রোতা আমাদের এবারের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ । আশা করি, আরো বেশি বন্ধু এবারের জরীপে অংশ নেবেন।
দেশী বিদেশী নেট ব্যবহারকারীরা আমাদের ওয়েবসাইটে শর্ট ম্যাসেজ বা নেট নির্বাচনের পদ্ধতিতে "চীনের সবচেয়ে উদ্ভাবনশীল শহর" নির্বাচন করতে পারেন। আমাদের ওয়েবপেজ ঠিকানা হল https://bengali.cri.cn/other/2012city/ ৩১ জুলাই আমরা সারা বিশ্বের নেট ব্যবহারকারীদের ভোট অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পাওয়া ১০টি শহরের নাম প্রকাশ করবো। এ ১০টি শহরকে "চীনের সবচেয়ে উদ্ভাবনশীল শহর" হিসেবে সনদ প্রদান করা হবে।
চীনের শহরের তালিকা প্রকাশ কর্মসূচি সফলভাবে আরো দু'বার আয়োজিত হয়েছে। সারা বিশ্বের প্রায় এক শ' দেশের প্রায় এক কোটি নেট ব্যবহারকারী এ দু'বারের আয়োজনে ভোটদান করেছেন। ৪৩টি বিদেশী গণ মাধ্যম, কোনো কোনো দেশের সরকারি কর্মকর্তা, চীনে বিদেশের রাষ্ট্রদূত ও বিখ্যাত্ শিল্পীরা এ আয়োজনের উচ্চ মূল্যায়ন করেছেন। তাঁরা মনে করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদেশের মানুষ চীনকে আরো ভালোভাবে জানতে পারেন ।
আচ্ছা, বন্ধুরা এখন আপনাদের চিঠির পালা।
১. বাংলাদেশের রাজশাহি জেলার ফ্রেন্ডস অনলাইন ডিএক্স এসোশিয়েশনের পরিচালক এ.কে.এম.নুরুজ্জামান, (A. K. M. Nuruzzaman) তাঁর ইমেলে লিখেছেন, ই-পত্রের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা সিআরআই-এর বাংলা অনুষ্ঠান শর্টওয়েভে শোনার পাশাপাশি নিয়মিত ওয়েব সাইট দেখি। সম্প্রতি ইন্টারনেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা নিয়ে ইয়াং ওয়েই মিং স্বর্ণা, বাংলা বিভাগের বিশেষজ্ঞ শান্তা মারিয়া ও বাংলা বিভাগের প্রবীণবন্ধু জনাব পাই খাই ইয়ুয়ান-এর খোলামেলা সাক্ষাত্কার ও আলোচনাটি শুনলাম।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান অনুবাদ করার কঠিনতম কাজটি সম্পন্ন করার জন্য আমরা জনাব পাই খাই ইয়ুয়ানকে আমাদের হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তাঁর অকৃত্রিম শ্রদ্ধাকে আমরা প্রাণভরে অনুভব করি। আমাদের চোখে জনাব পাই খাই ইয়ুয়ান যথার্থই শ্রোতাদের মৈত্রীর দূত। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিমকে আমাদের খুবই চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
বন্ধু নুরুজ্জামান, আমিসহ সিআরআইয়ের বাংলা বিভাগের সব সহকর্মী বাংলা ভাষাকে ভালবাসেন। আমাদের প্রবীণ সহকর্মী অথবা বাংলা ভাষার চীনা বিশেষজ্ঞরা আজীবন বাংলা ভাষা গবেষণার ক্ষেত্রে অবদান রাখেন। আমরা এখন তাঁদের মত এক সাথে বাংলা অনুষ্ঠান তৈরি করা, বাংলা সাহিত্য অনুবাদ ইত্যাদি কাজের চেষ্টা করছি। আমরা আশা করি, এর মাধ্যমে বাংলা ভাষাভাষী অঞ্চলের সঙ্গে চীনের মৈত্রী প্রচার ও গভীর করা সম্ভব হবে । আপনাদের জন্য আরো সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করছি আমরা।
২. ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ তাঁর ইমেলে লিখেছেন, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই। আবাম ভাইয়া সিআরআই ছেড়ে চলে যাচ্ছে শুনে মনটা খারাপ লাগছে। আজকের হাল শৈলী আসরে তাঁর ৬ বছর চীনে থাকার অভিজ্ঞতা ও সিআরআইয়ে তাঁর অবদানের কথা ও সকাল ৫ টায় বাজার বসার কথা বললেন তা আমার কাছে বেদনাময় লেগেছে। সত্যি এটা চীন বলেই হয়ত সম্ভব। হাল শৈলী নামে নতুন এই অনুষ্ঠানটি আমার ভাল লাগছে।
বন্ধু দেবাশীষ গোপ, প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আবাম ছালাউদ্দিন সত্যি একজন দায়িত্ববান বিদেশী বিশেষজ্ঞ। তিনি ৬ বছর ধরে আমাদের সহকর্মী ।তাঁর চীনে বসবাসের অভিজ্ঞতা চীনাদের চেয়েও বেশি। তিনি আমাদের সহকর্মী ছাড়াও আমাদের শিক্ষক ও বন্ধুতে পরিণত হয়েছেন। তিনি চীন থেকে চলে যাচ্ছেন বলে আমাদেরও অনেক দুঃখ লাগছে। আশা করি, ভবিষ্যতে আমরা বাংলাদেশ থেকে তাঁর সাক্ষাত্কার নিতে পারবো ।
তিনি ছালাউদ্দিনের জন্য একটি কবিতা লিখে দিয়েছেন, কবিতার নাম হল সেই তুমি। কবিতাটি আমি এখন পড়ে শোনাবো।
সেই তুমি আবাম ভাই
ছেড়ে গেলে সিআরআই
তোমার কন্ঠে মধুর বানী
আর শুনতে পাব না, জানি।
যেখানেই থাকো
ভাল ও সুস্থ থাকো
এই প্রার্থনা করি
তুমি আমাদের হৃদয়ে থাকবে চিরদিনই
ওগো আবাম ভাই
তোমাকে সালাম জানাই
তোমার শূন্যতা
কোনোদিনও হয়ত পাবে না পূর্ণতা
আশা নিয়ে আছি
আবার তুমি আসবে সঙ্গে নিয়ে মধুরবানী
৩. হুগলী জেলার নিউ হরাইজ রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক রবিশংকর বসু তাঁর চিঠিতেও আবাম ছালাউদ্দিনকে বিদায়ী অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, চিঠির শুরুতেই আপনাদেরকে জানাই আমার নমস্কার ও শুভেচ্ছা। গত ৩১ মে ,২০১২ বৃহস্পতিবার ওয়াং তাংহো রুবীর সঙ্গে বাংলা বিভাগের বিশেষজ্ঞ মাননীয় আবাম সালাউদ্দিন সাহেবের চীনে তাঁর আনন্দময় জীবনের অনুভূতির অন্তরঙ্গ আলাপন আমাকে স্মৃতি মেদুর ও বেদনা ভারাক্রান্ত করে তুলেছে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় আবাম সালাউদ্দিন সাহেবের প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য আমি একটি বিদায়ী অভিনন্দনবার্তা এটাচমেন্ট ফাইলের মাধ্যমে আপনাদের কাছে পাঠালাম। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে আমার এই বিদায়ী শুভেচ্ছাপত্রটি " মুক্তার কথা " অনুষ্ঠানে পড়ে শোনাবেন এবং এই বিদায়ী শুভেচ্ছাপত্রটি শ্রদ্ধেয় মাননীয় আবাম সালাউদ্দিন সাহেবের হাতে দয়া করে তুলে দেবেন। আমি খুব খুশি হব যদি মাননীয় আবাম সালাউদ্দিন সাহেবের কাছ থেকে একটি ইমেল ও চিঠি পাই। যদি আমার এই বিদায়ী অভিনন্দনবার্তাটির ফটো কোলাজটি আপনাদের ওয়েব সাইটে এবং "পূবের জানালা" ম্যাগাজিনে প্রকাশ করেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব।
আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন।
এখান আমি তাঁর এ সুন্দর চিঠি আপনাদেরকে শোনাবো।
------
বন্ধু বসু, আমি আপনার এ সুন্দর চিঠি ছালাউদ্দিন সাহেবকে দিয়েছি। চিঠিটি পেয়ে তিনি অনেক আনন্দিত হয়েছেন। তিনি বলেছেন, যদিও বাংলাদেশে ফিরে যাবেন, তবুও তিনি শ্রোতার সঙ্গে কাজ শেষ করবেন না। আমরা সুযোগ পেলে তাঁকে আমাদের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানাবো। আচ্ছা, আমরা আপনার চিঠি ওয়েবসাইটে দিয়ে দিবো। আশা করি, সবাই আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন।
আচ্ছা, বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আর আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের তথ্য পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলে দিচ্ছি b e n @ c r I . c o m . c n। আশা করি, আগামী সপ্তাহের একই সময় আবার আপনাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই চিয়ান। --মুক্তা/শান্তা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |