Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৯ জুলাই
  2012-08-01 20:16:37  cri
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের পুরানো বন্ধু মুক্তা। আশা করি, একসাথে আগামী বিশ মিনিট সুন্দর সময় কাটবে আমাদের।

১. বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট সোহেল রানা হৃদয় তাঁর ইমেলে লিখেছেন, প্রিয়, সি আর আই, নতুন মনিটরদের অভিন্দনবার্তা, আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন। আমরাও ভাল আছি। গতকালের (১০ জুন ২০১২-রোববার)"মুক্তার কথা" অনুষ্ঠানে সি আর আই এর দু'জন নতুন মনিটরকে পরিচয় করিয়ে দেওয়ায় সি আর আই কে ধন্যবাদ জানাই। নতুন মনিটরদের মাধ্যমে সকল শ্রোতার কথা সি আর আই এখন আরো মূল্যায়ন করবে বলে আমি মনে করি। সকল বাংলা ভাষা-ভাষী শ্রোতার কাছে পৌঁছে যাবে চীনের ইতিহাস, ঐতিহ্য, আর সংস্কৃতির নানা খবর। আরো কাছে পাবো সি আর আই কে। সি আর আই এর বাংলা বিভাগের সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাব ও সকল শ্রোতার পক্ষ থেকে।

বন্ধু হৃদয়, আপনি ঠিক বলেছেন, আমরা এ দু'জন মনিটরের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে আরো ঘনিষ্ঠ যোগাযোগ করতে চাই। আমরা শ্রোতার মতামতের মূল্যায়ন করি।

২. ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখোয়াত হোসেন বিদ্যুত তাঁর ইমেলে লিখেছেন, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড তাপে যখন সকলের প্রাণ অতিষ্ঠ ঠিক তখন একটু শান্তির পরশ পেতে আপনাদের সাথে মেইলের মাধ্যমে আলাপচারিতার চেষ্টা করছি। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আর আমরা ৩৮ ডিগ্রী তাপমাত্রায়ও ভালো থাকার দুর্বার চেষ্টা করছি। অনুষ্ঠান শুনছি আর নিয়মিত লেখার চেষ্টা করছি। অনুষ্ঠান শুনতে অল্প অসুবিধা হলেও পরিস্কার শোনা যাচ্ছে। আপনারা অবগত আছেন শিক্ষাই জাতির মেরুদন্ড আর যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতি, শিক্ষণ কৌশল, শিক্ষার ধাপ, পরীক্ষা পদ্ধতি, প্রশিক্ষণ ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী। তাছাড়া ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এটি সহজভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করে ভাষা শিক্ষা কোর্স চালু করা আজ সময়ের দাবি। এবং আমি জোর দাবি জানাচ্ছি যে অতি সত্তর শিক্ষার উপর একটি ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করবেন। দেখতে দেখতে বছরের অর্ধেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আগামি ডিসেম্বর মাসে বিভাগীয় শহর খুলনাতে একটা শ্রোতা সমাবেশ করার প্রস্তাব রাখছি। আর ঢাকাতে করলে টিয়ে ডিয়ের ব্যবস্থা করা প্রয়োজন। আমার বিশ্বাস আমার প্রস্তাব দু'টি অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করবেন। আবারো বলছি ভালো থাকবেন সুন্দর থাকবেন।

বন্ধু সাখোয়াত হোসেন বিদ্যুত, আমাদের বেতার হল চীনের এবং আমাদের অনুষ্ঠান বাংলা ভাষী শ্রোতাদের জন্য সম্প্রচারিত। সেজন্য ইংরেজি কোর্স চালু হবে না। কিন্তু আপনার অন্যান্য প্রস্তাব অনেক ভাল সেগুলো আমরা ভালভাবে বিবেচনা করবো। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি গঠনমূলক মতামত দিতে পারবেন।

৩. দিনাজপুর জেলার কমল কুমার পোদ্দার তাঁর চিঠিতে লিখেছেন, আমি রেডিও পিকিংয়ের সাথে অব্যাহতভাবে বেড়ে ওঠা সিআরআইয়ের একজন শ্রোতা। যতদূর মনে পড়ে, ১৯৮০ সালের কথা। আমি তখন খুব ছোট। আমার বাবার ওয়ান ব্যান্ড রেডিওতে শুনতাম ঠাকুরমার ঝুলির রূপকথার গল্প। আরো শুনেছি চীনাদের কন্ঠে বাংলা উচ্চারণে মজার মজার পরিবেশনা ও বাংলা গান। সেদিনের সেই রেডিও পিকিং পরে রেডিও পেইচিং এবং সবশেষে সিআরআই অর্থাত্ চায়না রেডিও ইন্টারন্যাশনাল হয়েছে। যেন মানব শিশুর মতোই। জন্ম শৈশব-কৈশোর পেরিয়ে ভরা পূর্ণিমার চাঁদের মতো সেও অনন্ত যৌবনা হয়েছে। মনে বেজে ওঠে ভারতীয় জনপ্রিয় সেই গান "যারে আমি চোখে দেখিনি-তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি।" বাস্তবে অল্প নয়, আমি কিন্তু বেশিই ভালবেসেছি। আজ আমার বাবা নেই, কিন্তু তার অনুঃসৃত পথে আজও আমি রয়েছি। যার ফলশ্রুতিতে ১৯৮৯ সালেই গড়ে তুলেছি ডাকযোগে সিআরআইর সঙ্গে পত্রমিতালি। এরই এক পর্যায়ে স্বপ্নলোকের অদৃশ্য বন্ধুদের সাথে মিলিত হবার প্রয়াস বাস্তবে পরিণত হয়। সিআরআই বাংলা বিভাগ ও ঢাকার সিআরআই লিসনার্স ক্লাবের উদ্যোগ আয়োজনে এবং ঢাকাস্থ্ চীনা দূতাবাসে জমে উঠেছিল স্বপ্ন সত্যির এক পরিপূর্ন মিলনমেলা। সবার মাঝে আমিও সেদিন উপস্থিত ছিলাম। অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, অনেক মজা করেছি, পরে বিষন্ন মনে বাড়ি ফিরেছি। সিআরআইও তেমনি শানিত হয়েছে। আমি চাই সিআরআই অনন্ত যৌবনা হয়ে থাকুক। এর কলেবর বৃদ্ধি পাক ও দৈনন্দিন সংবাদ তাত্ক্ষনিকভাবে প্রচার হোক। এবং এর সাথে আবিষ্ট হোক বিশ্বের সকল বাংলা ভাষাভাষী শ্রোতা বন্ধুরা। কল্যাণ হোক সিআরআইর কল্যাণ হোক সিআরআইর সকল বিভাগীয় ভাষাভাষী শ্রোতা বন্ধুদের।

বন্ধু কমল কুমার পোদ্দার, আপনার চিঠি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। এত বেশি বছর ধরে আমাদের অনুষ্ঠানের গুরুত্ব দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনাদের আরো বেশি মনোযোগ এবং মতামত পাবো।

৪. রাজশাহী জেলার অন লাইন ডিএক্স ক্লাবের সভাপতি আবু সাঈদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। আমি ও আমার ক্লাবের সকলেই সিআরআইর অনুষ্ঠান খুবই পছন্দ করি। কোন দিনই অনুষ্ঠান শুনা থেকে বিরত হই না। আপনাদের অনুষ্ঠান থেকে আমরা অনেক অজানা তথ্য পাই এবং তা আমাদের দারুণ কাজে লাগে। সিআরআইর বিশ্ব সংবাদ শুনে আমি সারা বিশ্ব সম্পর্কে এক পলকে জানতে পারি। তাছাড়া আপনাদের প্রচারিত প্রতিবেদন, জীবন গানের দক্ষিণ এশিয়া, মুখোমুখী, রকমারি, স্বাস্থ্য পর্ব, অর্থনীতির খবর, সংস্কৃতি সম্ভার আমাদের কাছে খুবই আকর্ষনীয়। চীন আন্তর্জাতিক বেতারের প্রতিটি ম্যাগাজিন অনুষ্ঠান খুবই বৈচিত্রময় ও প্রাণবন্ত। যা শুনে আমি অভিভূত হয়ে যাই। তাছাড়া আপনাদের কন্ঠস্বর আমার কাছে মধুর কন্ঠস্বরের মত। যা আমি দারুণ উপভোগ করি। আর এ জন্য আমি চীন আন্তর্জাতিক বেতারকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। আমি যতদিন জীবিত থাকবো সিআরআইর সাথে থাকবো। তবে আমি মাঝে মাঝে আমার প্রিয় বেতার থেকে কন্ঠ পাই এই জন্য যে আমি বিগত তিন বছর থেকে সিআরআইর সাথে যোগাযোগ করে আসছি। আমি আমাদের ক্লাবকে সিআরআই'র রেজিষ্ট্রেশন ভুক্ত করার জন্য কিছুদিন আগে আবেদন পত্র পাঠিয়েছি। আশা করি তা পেয়েছেন। আমাদের ক্লাবকে আপনাদের রেজিস্ট্রেশন ভুক্ত করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী দিনগুলোতে আপনারা মনের মাধুরী মিশিয়ে আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করবেন এই প্রত্যাশা করছি।

বন্ধু আবু সাঈদ, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদেরকে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘের তালিকায় অন্তর্ভূক্ত করে নিয়েছি। ভবিষ্যতে আপনারা নিয়মিত আমাদের ম্যাগাজিনসহ বিভিন্ন উপহার পাবেন।

৫. সাতক্ষীরা জেলার পরিমল কুমার বাছাড় তাঁর চিঠিতে লিখেছেন, -----

বন্ধু পরিমল কুমার বাছাড়, আপনি অনেক ভাল চিঠি লিখেছেন, আমি এখানে আপনাকে নিয়মিত আমাদেরকে মতামত দেয়ার জন্য উত্সাহ দেই। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি গঠনমূলক মতামত পাবো।

৬. নওগাঁ জেলার শাপলা স্বদেশ বেতার শ্রোতা সংঘের শামিম রেজা তাঁর চিঠিতে লিখেছেন, সুপ্রিয় ভাইয়া ও আপু আপনাদেরকে জানাই হৃদয় নিংড়ানো ভালবাসা। আশা নয় দৃঢ় বিশ্বাস আপনারা ভাল আছেন। চীন আন্তর্জাতিক বেতার আমার খুব প্রিয়। আমি নিয়মিত শুনি কিন্তু কোন দিন চিঠি লিখিনি। চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত চলুন বেড়িয়ে আসি, সাংস্কৃতিক সম্ভার, অর্থনীতির অগ্রযাত্রা, মুক্ত মন মুক্ত চিন্তা, রকমারি জীবন গানের দক্ষিণ এশিয়া এবং ইতিহাস ও ঐতিহ্য অনুষ্ঠানগুলি আমার খুব ভাল লাগে। আমি আশা করছি আমাকে আপনাদের অনুষ্ঠানের মাঝে ঠাই দিবেন। এবং চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানের সময় সূচী আমাকে দিবেন। আমি আবারো অনুরোধ করছি আমাকে চীন আন্তর্জাতিক বেতারের সদস্য হিসাবে গ্রহণ করে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনার ও চিঠি লেখার সুযোগ করে দিবেন।

বন্ধু শামিম রেজা, আপনাকে আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করে নিয়েছি। আশা করি, সুবিধা হলে আপনি আমাদেরকে নিয়মিত মতামত দিতে পারবেন।

৭. যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের শার্মিন হক তাঁর ইমেলে লিখেছেন, সুর -সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেকদিন যাবত অনুষ্ঠান শুনলেও এটা আমার পাঠানো দ্বিতীয় ই-মেল। চীনের বাংলা বিভাগ থেকে প্রচারিত সবগুলো আয়োজনই আমার খুব ভালো লাগে। তবে এই ভালো লাগার কথা আমি সবসময় জানাতে চাই৷ চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে সম্প্রচারিত অনুষ্ঠান খুব ভালো শুনতে পারছি ৷ আমি আমার বন্ধুদের নিয়ে চীনের বাংলা অনুষ্ঠান উপভোগ করছি৷ তবে এই মুহূর্তে বেশি উপভোগ করছি সিআরআই বাংলা ওয়েবসাইটে দেওয়া সুন্দর সুন্দর ছবিসহ নানা তথ্য। শুভেচ্ছা আপনাদের সকলকে।

বন্ধু শার্মিন হক, আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সব মতামতের ওপর আমরা গুরুত্ব দেই। আশা করি, আপনি ভবিষ্যতে আমাদেরকে। আরো বেশি গঠনমূলক মতামত দিতে পারবেন

৮. পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা. এস এম এ হান্নান তাঁর ইমেলে লিখেছেন, আষাঢ়ের রিমঝিম বরিষনের শুভেচ্ছা নিবেন। সবাই ভাল আছেন তো বন্ধুরা? আমরা খুব ভাল আছি। প্রতিদিন সিআরআইর অনুষ্ঠান শুনছি ওয়েবসাইট ভিজিট করছি হাজারো শ্রোতাকে নিয়ে অনুষ্ঠান নিয়ে মত বিনিময় করছি। আমার ভাল লাগা সিরিজ গুলো হচ্ছে মুক্তার কথা আজবকথা স্বাস্থ্যকথা ইত্যাদি। আমি জানতে চাই চীনে কিকি ধরনের আম পাওয়া যায়।

বন্ধু হান্নান, আপনার প্রশ্নের জবাব হচ্ছে, এখন সারা বিশ্বে ১ হাজারেরও বেশি ধরনের আম আবিষ্কার করা হয়েছে এবং চীনে ১ বা ২শ ধরনের আম আছে। আচ্ছা, আপনাকে আমার অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের জন্য আরো বেশি সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করতে থাকবো। আশা করি, শ্রোতাদের সঙ্গে আজীবনের মতো বন্ধু হবো।

৯.

. ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সংঘের তপতী সরকার তাঁর ইমেলে লিখেছেন, সি আর আই-এর অনুষ্ঠান এখন এতো রকমারি আর আকর্ষনীয় হয়েছে যে একদিন না শুনলে আফসোস করতে হয়।

বন্ধুরা, আপনাদের প্রশংসা পাওয়া হল আমাদের লক্ষ্য। আমরা সবার মতামতের গুরুত্ব দেই এবং আপনাদের জন্য আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করছি।

১০. দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশীষ গোপ তাঁর চিঠিতে লিখেছেন, আজকে সাহিত্যের প্রাঙ্গনের আসরে চীনা কবি সি মা ছিয়েন সম্পর্কে শুনলাম। দর্শনিক সত্য আসরে ছুতারের অবসরের সময় ছুতার শেষ বাড়িটি খারাপভাবে তৈরি করে তার সারা জীবনের পুরস্কারটি খোয়াল। সাহিত্য ব্যক্তিত্ব পর্বে সাযযাদ কাদিরের সাক্ষাত্কার ভাল লাগল। আজকের আসরের শেষে সাহিত্য প্রতিযোগিতার কথা শুনলাম। এজন্য কর্তৃপক্ষকে অজস্র ধন্যবাদ। আমি এই প্রতিযোগিতায় অংশ নেব।

বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে আমাদের অনুষ্ঠানে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার চিঠি সাহিত্যের প্রাঙ্গনে অনুষ্ঠানের উপস্থাপক উপস্থাপিকাকে দিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনার কন্ঠ এ অনুষ্ঠানে শুনতে পারবো।

১১. আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একটি নতুন শ্রোতা ক্লাবের পরিচয় দিতে চাই। এ ক্লাব হল বাংলাদেশের মাদারীপুর জেলার জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব। ক্লাবটির সভাপতি রাসেল সিকদার তাঁর চিঠিতে লিখেছেন, ---

বন্ধু রাসেল সিকদার, আমি আপনার ক্লাব আমাদের শ্রোতা সংঘের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, ভবিষ্যতে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদেরকে মতামত দিবেন এবং অন্যান্য শ্রোতা সংঘের মত বিশেষ অনুষ্ঠান আয়োজন করবেন। আপনারা নিয়মিত আমাদের ম্যাগাজিন বা অনুষ্ঠান সূচী পাবেন ।

আচ্ছা, বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আর আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের তথ্য পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn আবারো বলে দিচ্ছি ben@cri.com.cn আশা করি, আগামী সপ্তাহের একই সময় আবার আপনাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই চিয়ান। --মুক্তা/

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040