|
১. প্রথমেই পড়ছি ঢাকার বন্ধু সোহেল রানার চিঠি। বাংলাদেশের ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয় তাঁর চিঠিতে অনেক মতামত দিয়েছেন। তিনি লিখেছেন, গত ২৯ মে ২০১২ তারিখ মঙ্গলবারের পুরো অনুষ্ঠান শুনে ভাল লাগলো।
আবাম সালাউদ্দীন ও ইয়াং ওয়েই মিং স্বর্ণার উপস্থাপনায় সাক্ষাতকার অনুষ্ঠানটি ভাল লাগলো। ভারতীয় শিল্পী অমিতাভ ভট্টাচার্য এর এক্লুসিভ সাক্ষাতকার দারুন লাগলো। নানা বিষয়ে তাঁর সাবলীল কথাবার্তা মন ছুয়ে গিয়েছে।
* "খোলামেলা" অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার কথোপকথনে বাঘের উপর জরীপ সংক্রান্ত রিপোর্ট, একজন ভারতীয়র সবচেয়ে কম ভোট পেয়ে গিনেজ বুকে সাতবারের রেকর্ড
সংক্রান্ত রিপোর্ট, ভারতের সর্বাধিক ৭৮ জনের গিনেজ রেকর্ডের জন্য আবেদন, ভারতে সবচেয়ে কম ওজনের শিশু সংক্রান্ত রিপোর্টগুলো খুব ভাল লাগলো।
* কিরণ চন্দ্র রায়ের গাওয়া- আমার গায়ে যত দু:খ সয়, শিরোনামের গানটি হৃদয় ছুঁয়ে গেলো। ভারতের শতবর্ষের মনোহর আইচের কথা, এশিয়ান গেমসে তিন তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কথা, ঢাকায় পড়াশোনার কথা, প্রতিদিন কোন যন্ত্র ছাড়া ১২ ঘন্টা ব্যায়াম ইত্যাদি খবরগুলোও দারুন লাগলো।
** বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতকার ভাল লাগলো। তবে পূর্ববর্তী রাষ্ট্রদূত মহাশয় দারুন বাংলা বলতেন সেটা কিন্তু আমাদের জন্য দারুন গৌরবের বিষয় ছিল।
** ৩১ মে ২০১২ আবাম সালাউদ্দীন ভাইয়ের বিদায় সাক্ষাতকার শুনে মনটা খারাপ হয়ে গেল। বিগত ৬ বছর যাঁকে এতকাছে থেকে পেয়েছি তাঁকে আর রেডিওতে শুনতে পাবোনা এটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল।
বন্ধু সোহেল রানা হৃদয়, আপনাকে এত বেশি মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি গঠনমূলক মতামত পাবো।
২. বাংলাদেশের ঢাকার চায়না রেডিও ফ্যান ক্লাবের পরিচালক মোঃ লুত্ফর রহমান তাঁর ইমেলে লিখেছেন, CRI বাংলা বিভাগে আমার প্রিয় বন্ধুরা, আশা করি সুদূর পেইচিংয়ে সবাই ভালো আছেন। এইমাত্র সাহিত্যের প্রাঙ্গনে অনুষ্ঠানটি শুনলাম। চিয়াং সাহেবের উপস্থাপনায় প্রাচীন চীনের ভাগ্যবিড়ম্বিত কবি ছুই এন সম্পর্কে জানলাম। বিশাল চীন দেশে অসংখ্য নন্দিত কবি সাহিত্যক রয়েছেন। তাঁদের জীবন ও কর্ম সম্পর্কে নিয়মিত আলোচনা করলে আশা করি শ্রোতাদের তা ভালোই লাগবে।
আমার মনে হয় সাহিত্যের প্রাঙ্গনে অনুষ্ঠানে দার্শনিক ছোটগল্প অংশটি সবচেয়ে আকর্ষণীয়। আজ একজন ছুতার এর গল্প শুনলাম। সারা জীবন দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করলেও শেষ বাড়িটি তিনি ভালোভাবে বানান নি। পরবর্তীতে তার অনুশোচনা আমাদের শিক্ষা দেয়, সব কাজ সঠিক এবং আন্তরিকতার সাথে করতে হবে। এরকম শিক্ষণীয় গল্প নিশ্চয়ই শ্রোতারা পছন্দ করবেন। বিশেষ করে নবীণ এবং শিশু শ্রোতারা এই গল্পের বিষয়বস্তু অনুধাবন করলে বাস্তব জীবনে বিশেষ করে দৃঢ় ব্যক্তিত্বে পরিণত এবং কাজের প্রতি মনোযোগী হতে পারবেন।
প্রিয় চিয়াং চিন ছেং সাহেবকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেয়ার জন্য।
তাহলে আজ আর নয়। পরে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।
বন্ধু লুত্ফর, আপনার চিঠি আমি চিয়াং সাহেবকে দিয়েছি। নতুন অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর থেকে আমি শ্রোতাদের যে কোনো অনুষ্ঠানের মতামত সম্পর্কিত চিঠি, তার উপস্থাপক উপস্থাপিকাকে দেই। এর মাধ্যমে তাঁরা নিজের অনুষ্ঠানে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ বা মতামত নিয়ে আলোচনা করতে পারবেন। আশা করি, শ্রোতারা আরো বেশি অনুষ্ঠান সম্পর্কিত মতামত দেবেন। এর ফলে আমিসহ আমাদের সব সহকর্মী আপনাদের জন্য আরো ভাল অনুষ্ঠান তৈরি করতে উত্সাহী হবো।
৩. বাংলাদেশের নাটোর জেলার ইন্টারন্যাশনাল রেডিও এন্ড টিভি চিত্র ক্লাবের সুলাইমাল মল্লিক তাঁর চিঠিতে লিখেছেন, পত্রে আমার এক গুচ্ছ রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা রইল। আশা করি আপনারা বাংলা বিভাগের সবাই ভাল আছেন। আমরা আপনাদের অনুষ্ঠান নিয়মিত মনোযোগ সহকারে শুনি। আপনাদের অনুষ্ঠান শুনতে এত ভাল লাগে যে তা ভাষায় প্রকাশ করিতে পারব না। সবচাইতে আমার ভাল লাগে চীনা ভাষা তাহাড়া খবর, প্রতিবেদন, নতুন আলোয় চীন, অর্থনীতির অগ্রযাত্রা, জীবন গানের দক্ষিণ এশিয়া, রকমারি, মুক্ত মন মুক্ত চিন্তা, সাংস্কৃতিক সম্ভার ইত্যাদি। সাংস্কৃতিক সম্ভারে আমরা নতুন নতুন তথ্য অনেক জানতে পারি। আপনাদের কাছে প্রত্যেক মাসে ৬টি করে পত্র পাঠাই। কিন্তু দুঃখের বিষয় ১টি পত্রেরও উত্তর পাই না। আশা করি, উত্তর পাঠাবেন।
বন্ধু মল্লিক, আমাদের প্রত্যেক শ্রোতার প্রতি চিঠির উত্তর দেয়ার সময় বা সামর্থ্য নেই। কিন্তু আপনার চিঠি আমাদের অনুষ্ঠানে সবসময় পড়া হয়। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনলে অবশ্যই নিজের চিঠি শুনতে পারবেন। আশা করি, ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি গঠনমূলক মতামত দিতে পারবেন।
৪. পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক ডা, এস,এম,এ,হান্নান আমাদেরকে একটি খুবই সুন্দর চিঠি লিখেছেন। এখান আমি এ চিঠিটি শ্রোতাদেরকে পড়ে শোনাবো।
প্রীতিময় ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। কৈশোর ও ছাত্র জীবন পোরিয়ে কর্মজীবনেও সিআরআইয়ের সাথে বিনা সুতার বন্ধনে জড়িয়ে আছি। আমরা ৭০টি বছর কাটিয়েছি। আপনারা শ্রোতাদের দিকে নিবিড় দৃষ্টি রাখবেন যাতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং আমাদের মৈত্রী আরও গভীর হয়। কালের কণ্ঠ স্বর সিআরআই আমাদের চেতনা ও কর্মে প্রভাব ফেলেছে। কেউ যদি আমাকে প্রশ্ন করেন আমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস কোনটি। নিঃসন্দেহে উত্তর হবে চীন আন্তর্জাতিক নেটওয়ার্ক। কারণ সিআরআই আমাকে ডি এক্সার হতে উত্সাহিত করেছে। তাই সিআরআই আমার হৃদয়ে অনন্ত কাল জেগে থাক, বাকী দিনগুলিতে সিআরআইয়ের সাথেই থাকতে চাই এ প্রত্যাশায়।
বন্ধু হান্নান, আপনার চিঠি আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আমরা আশা করি, সব শ্রোতা আমাদের আজীবন বন্ধু হবেন। আসলে অনেক শ্রোতা আমাদেরকে বেশি উত্সাহ দেন। তাঁদের উত্সাহে আমরা আরো ভাল অনুষ্ঠান তৈরির চেষ্টা করবো।
৫. বাগেরহাট জেলার সিআরআই লিসনার্স ক্লাবের তুষার রায় রনি তাঁর চিঠিতে লিখেছেন, আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি। সেই সঙ্গে আপনাদের ওয়েবসাইট নিয়মিত দেখে মুগ্ধ হচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে মন্তব্য লিখে পাঠাচ্ছি। কিন্তু কোন উত্তর পাছি না। অথচ যে কর্তব্যটি না করলেই নয় সেটি করে যাচ্ছি নিয়মিত। যেমন মাসিক আলোচনা সভা। বিভিন্ন উল্লেখযোগ্য দিবস পালন, নিয়মিত সকলে মিলে অনুষ্ঠান মালা ও নিয়মিত মাসিক চিঠি লেখা। কিন্তু এত কিছু কর্তব্য পালন করেও আপনাদের কাছ থেকে তেমন সহানুভূতি ও সাড়া পাই না। তাই মনটা খারাপ হয়ে যায়। সিআরআই আমার স্বপ্নের বেতার কেন্দ্র। এ থেকে চীন সম্পর্কে অনেক অজানা কাহিনী, তথ্যমূলক পরিবেশনা উপভোগ করার সুযোগ পাই। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
বন্ধু তুষার রায় রনি, আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদেরকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা সব সময় শ্রোতার চিঠির সাড়া না দিলেও তাদের মতামতের প্রতি গুরুত্ব দেই। আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, যে শ্রোতা সংঘ আমাদেরকে তাদের অনুষ্ঠান সম্পর্কিত প্রবন্ধ, ছবি, ভিডিও বা রেডিও পাঠায়, আমরা তাদের উপহার পাঠাবো। আশা করি, আপনারা ভবিষ্যতে আমাদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি এ সম্পর্কিত প্রবন্ধ ইত্যাদি পাঠাবেন।
৬. নাওগাঁ জেলার সিআরআই ডিএক্স রেডিও ক্লাবের ফিরোজ আহমেদ তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআইর বাংলা ওয়েবসাইট দেখে নানা অজানা তথ্য জানতে পারছি। বিশেষ করে সংবাদ, প্রতিবেদন, সংস্কৃতি সম্ভার, চলুন বেরিয়ে আসি এবং প্রত্যেক রোবিবারে মুখোমুখি অনুষ্ঠান শুনতে আমার খুব ভাল লাগে। প্রত্যেক রোববারে মুখোমুখি অনুষ্ঠানে শ্রোতাদের শুধু চিঠি পত্রের উত্তরদিলে খুশি হবো। গান না বাজিয়ে বেশি বেশি শ্রোতার চিঠির উত্তর দিতে পারেন? বিনোদনের পালা গানের জন্য নতুন সঙ্গীত জগত নামক একটি অনুষ্ঠান চালু করতে পারেন?
বন্ধু ফিরোজ আহমেদ, আপনি ভাল মতামত দিয়েছেন। আসলে আমাদের নতুন অনুষ্ঠান মুক্তার কথায় আগের মুখোমুখির চেয়ে শ্রোতাদের সঙ্গে আরো বেশি কথা হয়। পরের অনুষ্ঠান সুরের ধারায়তেে আমার সহকর্মী লিয়াং লিলিন লতা আপনাদেরকে সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দেন। কিন্তু যদি শ্রোতা বাংলা গান শুনতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদের অনুরোধ অনুযায়ী মুক্তার কথায় তা শোনাবো। আশা করি, আপনারা আমাকে আরো সুন্দর অনুষ্ঠান তৈরি করার জন্য পরামর্শ দিতে পারেন।
৭. ফরিদপুর জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের এম,এম, গোলাম সায়োয়ার তাঁর চিঠিতে লিখেছেন, তোমাকে অসংখ্য প্রীতি আর শুভেচ্ছার সাথে অফুরন্ত ভালবাসা। তোমাকে নতুন প্রজন্ম ও জন সাধারণের কাছে আরো অধিক থেকে অধিকতর পরিচিত করার জন্য আমরা আমাদের শ্রোতা ক্লাবের সদস্যরা মাঝে মধ্যেই বিভিন্ন প্রচারনামূলক কর্মকান্ড করে থাকি। তাতে অনেক অনেক সাড়া পেয়ে থাকি এবং উত্সাহিত হয়ে থাকি। তাছাড়াও আমরা আমাদের শ্রোতা ক্লাবের উদ্যোগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ পালন করি। এরই ধারাবাহিকতায় গত ২১শে ফেব্রুয়ারি ক্লাবের উদ্যোগে ভাষা আন্দোলনের ৬০তম দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। তাতে কবিতা আবৃত্তি, আলোচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন ছিল। সবশেষে উপস্থিতদের নিয়ে মিষ্টি ও চা নাস্তা করে বেশি বেশি সিআরআইর বাংলা অনুষ্ঠান শোনার প্রত্যয় নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাই। আশা করি আমাদের ক্লাবের তত্পরতাকে আপনারা সমর্থন করবেন। তাতে আমরা আগামী ক্লাব তত্পরতায় শতগুনে বেশি উত্সাহিত হব।
বন্ধু গোলাম সারোয়ার, আপনাদেরকে এত ভাল অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আমি অনেক দেরিতে আপনার চিঠি পেয়েছি। কিন্তু আপনি অনুষ্ঠানের ছবি পাঠালে আমরা আপনাদেরকে কিছু উপহার পাঠাবো। সুপ্রিয় শ্রোতা যদি আপনাদের চিঠি আমাদের অনুষ্ঠানে শিগগিরি শুনতে চান, তাহলে আমাদেরকে ইমেল পাঠাবেন। কারণ ডাক মারফত্ পাঠালে তা হাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় আমাদের ইমেল ঠিকানা হল ben@cri.com.cn
৮. ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের অনিসিম রিছিল তাঁর চিঠিতে লিখেছেন, পত্রের প্রথমেই আমার এবং আমার ক্লাবের পক্ষ থেকে রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভাল আছেন। যা হোক দীর্ঘদিন আপনাদের চিঠি লেখা হয় না, এ জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এটা ঠিক, প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করেছি এবং কোন অনুষ্ঠান মিস করলে ওয়েবসাইটে শুনে নিয়েছি। আপনাদের সব অনুষ্ঠান আমার ভাল লাগে। বিশেষ করে সঙ্গীতানুষ্ঠানগুলো, চীনা ভাষা শিক্ষা, খবর, প্রতিবেদন ইত্যাদি। চীনা সঙ্গীত আমার খুব ভাল লাগে। আমি অনেক চীনা ছায়াছবি ডিভিডিতে দেখি। যেমন সম্প্রতি দ্য ফাউন্ডিং অফ এ রিপাবলিক "The Founding of a Republic" ছবিটি দেখলাম। খুব ভাল লেগেছে দেখে। এখানে আমার অনেক প্রিয় চীনা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। হ্যাঁ চীনা ভাষা শিক্ষা অনুষ্ঠানে শেখানো অনেক ভাষা শিখে নিয়ে আমি এখন চীনা ছবি দেখলে বুঝতে পারি। ধন্যবাদ জনাব ছালাউদ্দিন ও মাদাম শুয়ে ফেই ফেইকে।
বন্ধু অনিসিম রিছিল, আপনি আমাদের অনুষ্ঠান থেকে চীনা ভাষা শিখেছেন এবং চীনা ছবি দেখে বুঝতে পারেন এ কথা জেনে আমরা অনেক আনন্দিত। আমি জানি না, আপনি আমাদের বর্তমানে চলমান "আমার চীনা চলচ্চিত্র ভাল লাগে" নামের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন কিনা। আশা করি, আপনি অংশ নেবেন। ভবিষ্যতে আপনার আরো বেশি গঠনমূলক মতামত পেতে চাই।
আচ্ছা, বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আর আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও আপনাদের তথ্য পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলে দিচ্ছি b e n @ c r I . c o m . c n। আশা করি, আগামী সপ্তাহের একই সময় আবার আপনাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই চিয়ান। --মুক্তা/শান্তা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |