Web bengali.cri.cn   
মুক্তার কথা-২০ মে ২০১২
  2012-05-30 10:23:58  cri

 ১. বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এস,এম,আবদুল্লাহ রানা তাঁর ইমেলে লিখেছেন, আপনাদের সবাইকে ক্লাবের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি। আমাদের ক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামি ৩০ জুন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবো। এতে থাকবে শ্রোতা সমাবেশ, রেলি ও সিআরআই- এর বর্তমান আঙ্গিকের অনুষ্ঠানের উপর আলোচনা, মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও বিজয়ীদের পুরস্কার বিতরণ।

বন্ধু রানা, আপনার ক্লাবের অনুষ্ঠান সম্পর্কিত প্রবন্ধ, ছবি, রেকর্ডিং বা ভিডিও আমাদেরকে পাঠালে আমরা আপনাদেরকে উপহার পাঠাবো। আপনাদেরকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য ধন্যবাদ জানাই।

এখন আমি একটি কথা বলতে চাই। আমি এখন পর্যন্ত খুব কম শ্রোতার কাছ থেকে সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী জ্ঞান যাচাই প্রতিযোগিতার উত্তর পত্র পেয়েছি। আমি জানিনা কারণ কি? হয়ত ডাক বিভাগেরর সমস্যা বা আপনারা খুবই দেরি করে আমাদেরকে পাঠিয়েছেন। আশা করি, আপনারা ভবিষ্যতে একটু আগে আমাদেরকে জ্ঞান যাচাই প্রতিযোগিতার উত্তর পত্র পাঠাবেন। নাহলে আপনাদেরকে আমাদের পুরস্কার দেয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।

৩. বাংলাদেশের বগুড়া জেলার একজন শ্রোতা তাঁর ইমেলে লিখেছেন, আমি আপনাদের রেডিও স্টেশনের একজন নিয়মিত শ্রোতা। কারণ আপনাদের অনুষ্ঠান খুবই ভালো হয়। রেডিও অনুষ্ঠান আমার সেরা বন্ধু কারণ এ থেকে আমি যেমন বিনোদন পাই তেমনি পাই জ্ঞান। আমি জানি আপনাদের কর্মীরা আরো তথ্যসমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান তৈরির জন্য কঠোর পরিশ্রম করেন। আশাকরি আপনাদের যোগাযোগ বিভাগ নিয়মিত শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় আরো তত্পর হবে। আমি আপনাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করি। এটি যেমন শিক্ষামূলক, তথ্য সমৃদ্ধ তেমনি উপভোগ্য ও বর্ণিল।

প্রিয় বন্ধু, আমি আপনার ইমেলে আপনার নাম পাই নি। সেজন্য ভবিষ্যতে আমাদেরকে পাঠানো ইমেলে আপনার নাম লিখে দেবেন। আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা এবং মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

৪. বাংলাদেশের বগুড়া জেলার সড়ক ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি এম আবদুর রাজ্জাক তার ইমেলে লিখেছেন, আমি আপনার বেতার কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা, তার কারণ হলো, এ বেতার ভালো অনুষ্ঠান প্রচার করে এবং এ বেতার আমার জ্ঞানকে সমৃদ্ধ করেছে। আমি জানি আপনারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে সুন্দর অনুষ্ঠান তৈরি করেন। আমি আশা করি আপনারা শ্রোতাদার সাথে সম্পর্ক সৃষ্টিতে আরো উদ্যোগ নেবেন। আমি আপনাদের ওয়েব সাইট নিয়মিত পরিদর্শন করি। আপনাদের ওয়েব সাইট তথ্য সমৃদ্ধ ও শিক্ষামূলক।

বন্ধু রাজ্জাক, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের ওয়েবসাইটের বিষয় আরো সমৃদ্ধ। আশা করি, সব শ্রোতা সুযোগ পেলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।

৫. একই জেলার রেডিও লিসেনারস ক্লাবের সম্পাদক রতন কুমার পাল তাঁর ইমেলে লিখেছেন, আমি এবং আমার বন্ধুরা সবাই এখনকার নতুন অনুষ্ঠান খুব পছন্দ করছি। আর হৃদয় দিয়ে এই অনুষ্ঠান উপভোগ করছি। সবচেয় ভাল লেগেছে মুখোমুখি অনুষ্ঠানটি যার নতুন নাম হয়েছে মুক্তার কথা। অনুষ্ঠানটির উপস্থাপনা অপূর্ব সুন্দর আর বিষয়বস্তুও চমত্কার। আমরা সবাই অনুষ্ঠানটি সত্যি খুব উপভোগ করেছি। অনুষ্ঠানের নামটিও খুব সুন্দর ও উপযোগী হয়েছে। অনুগ্রহ করে আমাদের ক্লাবের নামটি আপনাদের তালিকায় অন্তর্ভূক্ত করে নিন। এবং আপনাদের ম্যাগাজিন, প্রোগ্রামসূচি ও অন্যান্য উপহার আমাদের পাঠান।

বন্ধু, রতন কুমার পাল আপনারা আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদের নতুন অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি, ভবিষ্যতে আপনারা আমাদেরকে আরো বেশি মতামত দিতে পারবেন। আমরা অবশ্যই আপনাদের ক্লাবের নাম আমাদের শ্রোতা সংঘের তালিকায় অন্তর্ভুক্ত করে নেবো।

৬. আসামের শিলচরের মেহেরপুর থেকে ক্লাব এস ডব্লিউ ডিএক্সার'স-এর হাজারিকা ডি লিখেছেন, আন্তরিক শুভেচ্ছা নিন। আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও ভক্ত। আপনাদের সুন্দর অনুস্ঠানগুলো শুনতে ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানগুলো তথ্য ও শিক্ষামূলক। খুব উপভোগ করা যায়। আমরা বন্ধুরা মিলে ১২ সদস্য বিশিস্ট শ্রোতা ক্লাব এস ডব্লিউ ডিএক্সার'স গঠন করেছি। আমি ক্লাবের সচিব হয়েছি।

বন্ধু হাজারিকা, ধন্যবাদ ক্লাব গঠন করার জন্য। আপনার ক্লাবকে আমরা আমাদের তালিকাভুক্ত করে নেব। আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং অনুষ্ঠান শোনাসহ সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করবেন। তাহলে, আপনারা অবশ্যই উপহারসহ সব কিছু পাবেন।।

বন্ধু শাহদত হোসেন, আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের এনজিও পরিবেশ সুরক্ষা এবং দরিদ্র্য বিমোচন ও উন্নয়ন দুই ক্ষেত্রে রয়েছে। দুই ক্ষেত্রেই অনেক এনজিও রয়েছে। যেমন পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বিখ্যাত্ এনজিও রয়েছে, প্রকৃতি বন্ধু, পেইচিং পৃথিবীর গ্রাম, চীনের পশু সুরক্ষা সমিতি, চীনের পরিবেশ সুরক্ষা তহবিল, পেইচিং পরিবেশ সুরক্ষা তহবিল, চীনের প্রাকৃতিক পশু সুরক্ষা সমিতি, চীনের সবুজ ঘাসগাছড়ার তহবিল, চীনের পরিবেশ সুরক্ষা শিল্প সোমিনার, চীনের উদ্ভিদ সোমিনার, চীনের প্রাকৃতিক সম্পদ সোমিনার, চীনের পরিবেশ জ্ঞান সোমিনার, সবুজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ফোরাম ইত্যাদি। আরেক ক্ষেত্র দরিদ্র্য বিমোচন ও উন্নয়ন বিখ্যাত্ এনজিও হল চীনের দরিদ্র্য বিমোচন তহবিল, চীনের আন্তর্জাতিক বেসরকারী সংস্থা সহযোগিতা ত্বরান্বিত কমিশন, চীনের লোকগণ কল্যাণ তহবিল, চীনের যুবক উন্নয়ন তহবিল, চীনের জনকল্যাণকর তহবিল, গ্রামীন নারী প্রযুক্তি প্রশিক্ষণ স্কুল ইত্যাদি। এসব এনজিও পরিবেশ সুরক্ষা এবং দরিদ্র্য বিমোচন ও উন্নয়নের ক্ষেত্রে বেশি আবদান রাখছে।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমরা ধন্য হবো। আর আপনাদের জন্য আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা আমার ইমেলেও আপনাদের তথ্য পাঠাতে পারেন। আমার ইমেল ঠিকানা হলো aljcy@hotmail.com আশা করি, আগামী সপ্তাহের একই সময় আবার আপনাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই চিয়ান। --মুক্তা/আবাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040