Web bengali.cri.cn   
স্বাগতম বৈশাখ, স্বাগতম বাংলা নববর্ষ ১৪১৯
  2012-04-20 20:46:50  cri

বৈশাখ মানেই নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম মাস। এর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে আরেকটি নতুন বছর। এই মাস দিয়ে সূচিত হবে আগামী একটি বছরের যাত্রা। অতীত হয়ে যাবে পিছনের সব কিছু। চৈত্রের শেষ সূর্য ডোবার সাথে সাথে শেষ হয়ে যাবে আরেকটি বছর। নতুন একটি বছরের দিকে চেয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আর চাওয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে দিন চলা শুরু হবে নতুন করে। আরেকটি সূর্যের উদয়ের মধ্যে দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটবে। আমরা সেই বছরটির শুভ প্রত্যাশা কামনা করি। এই বছরের মধ্যে প্রকৃতির সব রূপ বৈচিত্র্যই থাকবে। থাকবে ভাঙ্গা গড়ার খেলা। থাকবে আনন্দ হাসি আর সুখ-দুখের স্বপ্ন। প্রত্যেকেই নিজের মতো করে বরণ করে নেবে এই মাসকে। এই জন্যই বৈশাখের এতো কদর। তার প্রতি সবার এতো আগ্রহ। আশা-প্রত্যাশার মধ্যে দিয়ে তাকে বরণ করা হয়।

নববর্ষ আসে ঘরে ঘরে। নববর্ষ আসে হৃদয়ে হৃদয়ে। আর হৃদয় আনে ভালোবাসার বারতা। পুরানো সব কিছুকে বাদ দিয়ে নতুনের জয়ে ধ্বনির মধ্যে দিয়ে আসে বৈশাখ। কর্দমাক্ত সব ধুয়ে মুছে নতুন করে শুরু হয় পরিচ্ছন্নতার। মানুষ নতুন উদ্যোমে যেন শুরু করতে চায় তার জীবনযাপন।

ঐ দিন সেজেগুজে, বৈশাখি পোশাকে স্বাগত জানানো হয় নববর্ষকে। প্রচন্ড গরম উপেক্ষা করেই মানুষের ঢল নামে উৎসবের জন্য। সবাই সুন্দর একটি ভবিষ্যত্ প্রত্যাশা করে। বৈশাখ আমাদের অনেক প্রত্যাশার। অনেক আশার বাণী শোনা যাবে তার কাছে। আমরা বৈশাখকে স্বাগত জানাই; স্বাগত জানাই নববর্ষকে। শুভ নববর্ষ ১৪১৯।

চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের জানাই ১৪১৯ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ,

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040