|
আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।
বাংলাদেশের ঢাকার ডি এম. ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের ডাবুল আনোযার লিখেছেন,
আমি সি আর আই কেন ভালবাসি।
জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে রেডিও সি আর আই, এশিয়াসহ গোটা বিশ্বে বাংলা ও অন্যান্য অনুষ্ঠান প্রচারে নিরপেক্ষ তারপ্রমান রেখেছে, এবং রাখছে, যা রেডিও অনুষ্ঠান শুনলে বুঝা যায়। সি আর আইর সাথে এশিয়া বা গোটা বিশ্বের বেতারের যথেষ্ট পার্যক্য লক্ষ্য করি।
প্রথমতঃ এশিয়ার নিজস্ব ধারার বাস্তবধর্মী বার্তাকে হাজার হাজার, লক্ষ, লক্ষ, কোটি কোটি শ্রোতার কাছে প্রতিদিন পৌছে দেওয়া সি আর আইর একমাত্র উদ্দেশ্য। সি আর আই কথার অর্থ হলো সুন্দর অর্থবহ পৃথিবী গড়ার অঙ্গীকার।
সি আর আই সত্যকে ও উন্নয়নকে চলার পাথেয় হিসেবে যে ভাবে দ্রুত গতিতে ও নব উদ্দমে এগিয়ে চলে শ্রোতাদের মন জয় করে নিয়েছে তা তুলনাহীন।
সি আর আই, এখন একটি বৃহত্ প্রতিষ্ঠান, এবং অনুষ্ঠান প্রচারের ব্যাপকতা অর্জন করেছে। যা অন্য বেতার করতে পারে নাই। শ্রোতাদের মতামত, ভাষা শিক্ষা, পরমর্শকে শুরুত্ব সহকারে দেখা হয়।
আর এই জন্যেই সি আর আইকে আমি আপনি সবাই ভালবেসে থাকি। সবার মঙ্গল কামনা করি।
তিনি একটি প্রশ্ন করেছেন,
১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত মোট কতজন শ্রোতা চিঠি লিখেছেন? তার সংখ্যা কত? নিশ্চয়ই জানাবেন?
প্রিয় আনোযার, এ সংখ্যা এত বেশি যে তা আমরা জানি না, আমরা শুধু জানি যে এখন পর্যন্ত, ৪৫৬টি ক্লাবের শ্রোতা সদস্যরা এবং অন্য ২হাজারেরও বেশি শ্রোতা বন্ধু আমাদের কাছে চিঠি লিখছেন।
বাংলাদেশের বগুড়া জেলার পল্লীবালা রেডিও শ্রোতা ক্লাবের সভানেত্রী রাজিয়া সুলতানা লিখেছেন, শুরুতে সি আর আই বাংলা বিভাগের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের বাংলা বিভাগের একজন নতুন শ্রোতা বা সদস্য। আমার সকল সদস্যবৃন্দসহ আমি নিয়মিতভাবে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি।
সি আর আই থেকে যে সব অনুষ্ঠান প্রচার হয় সব তরতাজা এবং বস্তুনিষ্ঠ। সারা জীবন এমন অনুষ্ঠান কামনা করি। পৃথিবীতে অনেক স্বনামধন্য ব্যাক্তি রয়েছে, তাদের জীবনী নিয়ে 'মহত্ জীবন' নামক একটি পর্ব চালু করার পরামর্শ রইলো। আশা করি এ পত্রটির জবাব পাব।
বোন রাজিয়া সুলতানা, আপনার পত্রের জবাব দিলাম, কি খুশিতো? আশা করি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের রবিশংকর বসু লিখেছেন, মাননীয় আবাম সালাউদ্দিন মহাশয়, আমার নমস্কার নেবেন। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন বহু পুরাতন মুগ্ধ শ্রোতা। প্রতি সন্ধ্যায় আমি আপনাদের বাংলা অনুষ্ঠান রেডিওতে শুনে থাকি। আর সময় পেলেই শহরে গিয়ে আপনাদের ওয়েবসাইট দেখে চীন ভ্রমণের সখ মেটাই। আপনি এবং জিনিয়ার পরিবেশনায় দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ অনুষ্ঠানে একটি চিত্তাকর্ষক প্রতিবেদন শুনে আপনাকে এই চিঠির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। ওই দিন আপনি বাংলাদেশের নওগাঁ জেলার একটি ধানকলে তুঁষ থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করেন। এই তথ্যনির্ভর প্রতিবেদনটি আমার খুবই ভালো লেগেছে। আপনার কাছে আমার অনুরোধ আপনি এই প্রতিবেদনটি বাংলা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু শ্রোতাই উপকৃত হবে।
হ্যাঁ ভাই রবি শংকর, আপনার প্রশংসার জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনার পত্র ও ইমেল আমরা নিয়মিত পাই। আপনি সত্যিই খুব সুন্দর লেখেন। আমরা আপনার জীবন ধারায় উত্তোরোত্তর উন্নতি কামনা করি। ভালো থাকবেন।
এবার একটু বিশ্রাম নেয়া যাক। আর সেই অবসরে শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী সাজেদ আকাবরের কন্ঠে "ভালবাসিলে যদি" গানটি।
বাংলাদেশের হবিগঞ্জ জেলার
মোঃ আলী হোসেন, সি আই আর এর মনিটর হতে চেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি আপনি আমাদের কাছে সব দলিলপত্রসহ আবেদন করতে পারেন। যোগ্য হলে অবশ্যই নির্বাচিত হবেন।
বাংলাদেশের ভোলা জেলার জি.এস.রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম. এইচ. রনি লিখেছেন,
সবসময় সিআরআই আমাদের মজার মজার অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছে, গত ১১ এপ্রিল তেমনি এক হৃদয় ছোঁয়া অনুষ্ঠান শুনলাম প্রিয় সিআরআইয়ে। অনুষ্ঠানটির নাম সংস্কৃতির সম্ভার, এ অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব পর্বে তাইওয়ানের বিখ্যাত নাট্য পরিচালকের কিছু বিখ্যাত নাটকের কথা শুনলাম, সাংস্কৃতির বিনিময় পর্বের প্রতিবেদনটিও চমত্কার লাগল, এছাড়া ঐ অনুষ্ঠানের চীনের গানগুলো দারুণ উপভোগ্য ছিল। সেই সাথে ভাষা শিক্ষার আশরটি ভালো লেগেছে, ভাষা শিক্ষার বই পাঠালে খুশি হবো।
ভাই রনি, ধন্যবাদ আপনাকে। আপনার অনুরোধ আমাদের কর্তৃপক্ষকে জানাবো।
ভারতের বর্ধমান জেলার অজয় কুমার সরকার লিখেছেন হালখাতা,মিষ্টিমুখ,পহেলা বৈশাখ,১৪১৯ বঙ্গাব্দের সূচনা। এই শুভদিনে সিআরআই বাংলা বিভাগের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা, ভাল থাকবেন সকলে।
ভারতের কোলকাতার খোকন নস্কর লিখেছেন, Dear CRI,
Aapnader Sobaike janai 1419 saler anek anek subhechcha.Agami din gulo apnader jibone aro anondomoy hoye uthuk ei parthana kori. Dhonyobad
ভাই খোকন, আপনি আপনার মাতৃভাষা বাংলায় চিঠি লিখলে আমরা খুশি হবো।
বাংলাদেশের যশোর জেলার মো: আমির হোসেন শাহিন লিখেছেন, শুভ সকাল। দিন ১৫ আগে আপনাদের কাছ থেকে পত্র পেয়েছি। রাগ করে উত্তর দেইনি। কারণ গত এক বছর ধরে পত্রে এবং কিছুদিন ধরে ইমেইলএ বার বার অনুরোধ করেছি যে আমি আগের ঠিকানায় নেই। এখন আমাকে বুঝতে হবে নিশ্চয় আমার পত্র এবং ইমেইল আপ্নারা দেখেননা। ধন্যবাদ।
প্রিয় শাহিন, আমরা দুঃখিত। আশা করি যোগাযোগ রাখবেন।
ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয় লিখেছেন,
আমার ভালবাসা এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন।, আজকের পুরো অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনলাম। সংবাদসহ প্রতিটি পর্বের পরিবেশনা ভাল লাগলো।
বিশেষ করে চীনা বিমান বাহিনীর -"নীল আকাশ সালামী প্যারেড" অনুষ্ঠানটি খুব ভাল লেগেছে।
রবির উপস্থাপনায়- "সংগীতানুষ্ঠান" এ মজার মজার গানগুলো সবার মতো আমারও মন কেড়েছে। তবে আমার একটা অনুরোধ আছে-সংগীতানুষ্ঠানে চীনা শিল্পীর পাশাপাশি বিভিন্ন দেশের উদীয়মান শিল্পীদের নিয়ে এ পর্বটি আয়োজন করলে আমার মতো সকল শ্রোতার কাছেই সেটি দারুন মজার হবে বলে মনে করি।
এখন পি পি এস-এর কথা:
তুষার রায় রণি লিখেছেন: ১৪ মার্চের বিশ্ব খবর খুব ভাল লাগলো।
এ. কে. এম. নূরুজ্জামান লিখেছেন, শ্রদ্ধাভাজন, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আমরা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত ওয়েব সাইট ভিজিট করি। কালের স্মৃতি চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী জ্ঞান যাচাই প্রতিযোগিতার পুরস্কার লাভকারী শ্রোতাদের নামের তালিকা দেখে আনন্দিত হলাম। তবে ওয়েব সাইটে নামের তালিকাটি প্রকাশ করলে ভাল লাগত।
বিধান চন্দ্র ঠিকাদার লিখেছেন, আমি এখন সি আর আই-র বাংলা বিভাগের ওয়েবসাইট দেখছি। সব ওয়েবসাইট খুবই ভাল।
এখন আবার ফিরে যাচ্ছি গানের জগতে। বন্ধুরা, শিল্পী মিতা হকের গাওয়া 'পাগলা হাওয়ার বাদল দিনে' গানটি এখন শুনবেন। আমি আশা করি আপনাদের এ গানটি ভালো লাগবে।
শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং/আবাম
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |