Web bengali.cri.cn   
ইয়াং চিয়েচির জীবনী
  2012-03-28 10:39:21  cri

ইয়াং চিয়েচি, ১৯৫০ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। শাংহাই শহরের অধিবাসী। তিনি ইতিহাস ডক্টরের ডিগ্রী পান। ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাস থেকে চাকরি শুরু করেন।

তিনি ১৯৬৮সালের সেপ্টেম্বর থেকে ১৯৭২ সালের আগষ্ট মাস পর্যন্ত শাংহাই শহরের ফুচিয়াং ইলেস্ট্রিক মেটার (electric meter) কারখানার শ্রমিক ছিলেন। ১৯৭২ সালের আগষ্ট থেকে ১৯৭৩ সালের জানুয়ারী পর্যন্ত তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রশিক্ষণ ক্লাসে লেখাপড়া করেন। ১৯৭৩ সালের জানুয়ারী থেকে ১৯৭৫ সালের জুন মাস পর্যন্ত তিনি লন্টন স্কুল অব ইকোনোমিকস এন্ড পোলিটিকাল সাইনসের(London School of Economics and Political Science)আন্তর্জাতিক সর্ম্পক বিভাগে লেখাপড়া করেন। ১৯৭৫ সালের জুন মাস তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুবাদ কার্যলয়ে কাজ শুরু করেন। ১৯৮৩ সালের ফেব্রুয়ারী মাস থেকে তিনি পৃথক পৃথকভাবে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের দ্বিতীয় সচিব, প্রথম সচিব ও কাউন্সেলারের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালের জুন মাস থেকে তিনি পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুবাদ কার্যলয়ের কাউন্সেলার ও প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের জানুয়ারী মাসে তিনি পৃথক পৃথকভাবে আমেরিকা মহাদেশ আর আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের কাউন্সেলার ও উপ প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের জুন মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মিইনস্টার ছিলেন। ১৯৯৫ সালের ফেব্রুয়ারী মাস থেকে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কমিউনিস্ট পার্টির কমিশনের সদস্য ছিলেন। ১৯৯৮ সালের ফেব্রুয়ারী মাস থেকে তিনি উপ পররাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রণালয়ের কমিউনিস্ট পার্টির কমিশনের সদস্য ছিলেন। ২০০০ সালের ডিসেম্বর মাস থেকে তিনি যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের রাষ্ট্রীয় দূতের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ডিসেম্বর মাস থেকে তিনি উপ পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কমিউনিস্ট পার্টির কমিশনের সদস্য ছিলেন। ২০০৫ সালের মে মাস থেকে তিনি উপ পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের কমিউনিস্ট পার্টির কমিশনের উপ সম্পাদক ছিলেন। ২০০৭ সালের ২৭ এপ্রিল চীনের জাতীয় গণ কংগ্রেসের দশম স্ট্যাটিং কমিশনের ২৭তম সম্মেলনে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়। ২০০৮ সালের মার্চ মাস থেকে ১১তম জাতীয় গণ কংগ্রেসের প্রথম সম্মেলনে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040