Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-03-21 17:09:40  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের একজন শ্রোতা লিখেছেন, আমি আমার শ্রোতা সংঘের পক্ষ থেকে সি আর আই পরিবারকে বসন্তের শুভেচ্ছা জানাই। আমি সি আর আই এর নিয়মিত ও পুরানো পএ লেখক। সি আর আই আমার প্রাণ । আমার অজ পাড়া গাঁয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় বেজে উঠে সি আর আইয়ের প্রতিধ্বনি। সি আর আই যেমন করে মানুষকে সত্য ও সঠিক তথ্য দেয় তেমনি করে আমকেও সঠিক তথ্য দেয়, আমি সমাধান খুঁজে পাই। আমার শ্রোতা সংঘকে সি আর আইতে তালিকাভূক্ত করার জন্য অনুরোধ জানাই। হৃদয়ের দরজা খুলে অপেক্ষায় রইলাম।

ভারতের পশ্চিম বঙ্গের শিক্ষক রতন কুমার পাল লিখেছেন,

আমি আশা করি সি আর আই বাংলা বিভাগের সব বন্ধুরা ভালো আছেন। আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান উপভোগ করছি।

বর্তমানে আমার মাধ্যমিক পরিক্ষা সামনে।

আজকের মুখোমুখি অনুষ্ঠানের সবগুলো গান খুবই সুন্দর। আমরা খুব পছন্দ করেছি। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

প্রিয় বন্ধু, আমরা অব্যশই শ্রোতাদের নাম পড়ে শোনাই, তবে অনেক সময় অনেকেই তাদের নাম চিঠিতে লিখেন না। আপনার কাছ থেকে আরো সুন্দর চিঠি আশা করছি।

তিনি আরো লিখেছেন,

চীনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা কখন শুরু হয়?

বন্ধু মোঃনুরুজ্জামান ইসলাম মাদু লিখেছেন,

পত্রের শুরুতে বসন্তের শুভেচ্ছা জানাই। সি আর আই-এর বাংলা বিভাগের সকল বন্ধুদের। আমি অনেক ছোট বেলা হতে সি আর আই-র বাংলা অনুষ্ঠান শুনে আসছি। এটিই আমার প্রথম চিঠি।

আটমূল আউড়া পাড়ার এম শামসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই খাম নিয়ে চিঠি লিখলাম। আশা নয় বিশ্বাস আমি সি আর আই-এ শ্রোতা হিসেবে ঠাঁই পাব

হ্যাঁ ভাই আপনাকে সাদরে গ্রহণ করলাম।

ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান লিখেছেন,

চীন আন্তর্জাতিক বেতার

সুপ্রিয় বন্ধুরা,

আশা করি ভালো আছেন। চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান নিয়মিত শুনছি। গত ৪ মার্চ খবর, আজকের প্রতিবেদন, রকমারি এবং প্রতিদিন চীনা ভাষা নিয়ে পুরো পরিবেশনা দারুন উপভোগ্য ছিল। প্রথমেই লিলি আপার পরিবেশিত খবর শুনলাম। চীন আন্তর্জাতিক বেতারের খবর খুবই বস্তুনিষ্ঠ ও তরতাজা। আজকের প্রতিবেদনে ''চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একাদশ জাতীয় কমিটির পঞ্চম অধিবেশন শুরু'' শিরোনামে ইয়ু'র উপস্থাপনা থেকে বিষয়টি সমন্ধে অবগত হলাম। আমি মনে করি জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির কার্যবিবরণী অনুযায়ী, আর্থ-সামাজিক উন্নয়নের ওপর মনোযোগ দেয়ার পাশাপাশি নতুন বছরে এ সংস্থা চীনের সাংস্কৃতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেবে, প্রবাসী চীনাদের সঙ্গে বিনিময় জোরদার করবে, সক্রিয়ভাবে অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান ও সহযোগিতা করবে এবং বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মৈত্রী গভীর করার জন্য প্রচেষ্টা চালাবে। আজকের রকমারি অনুষ্ঠানটিও দারুণ আকর্ষণীয় ছিল। পেইচিং কে দেখুন কাছ থেকে, স্বাস্থ্যরক্ষা, আজব কথা ও হাসির গল্প এবং বিশ্বের কয়েকটি জনপ্রিয় ও সুন্দর গান উপভোগ করলাম। পেইচিং কে দেখুন কাছ থেকে বিভাগে স্ট্রবেরি মেলার বর্ণনা খুব ভালো ছিল। আজব কথায় সবচেয়ে বড় মহিলার কথা ও লারার অপারেশনের পর লম্বা হওয়ার কথা জানতে পারলাম। দুটি ঘটনায় ছিল খুবই আকর্ষনীয়। স্বাস্থ্যরক্ষা অনুষ্ঠানে ''নারী বন্ধুদের স্বাস্থ্যরক্ষা সম্পর্কে'' আলোচনা খুবই উপযোগী মনে হল। ভিন্ন ভিন্ন বয়সে শরীর চর্চা ও খাদ্য প্রণালী সমন্ধে খুবই ভালো ধারণা পেলাম। হাসির গল্প ও খুবই আকর্ষণীয় ছিল। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেবার জন্য চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই।

বন্ধু হাফিজুর রহমান, আপনার সাবলীল ভাষায় লেখা সুন্দর চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতাইতো আমাদের ভালো অনুষ্ঠান করার অনুপ্রেরণা। আপনার কাছ থেকে আরো বেশি সুন্দর চিঠি আশা করি।

পি পি এস-এর কথা:

মোঃ লুত্ফর রহমান লিখেছেন, প্রিয় মাদাম ইউ, সালাম এবং শুভেচ্ছা জানবেন। আমার জানামতে এই প্রথমবার আপনি ওয়েবসাইটে কোন মতামতের জবাব দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মন্তব্যের পাতায় অনেক শ্রোতাই কমেন্ট করে থাকে কিন্তু কিছু কমেন্ট আছে যেগুলো আসলেই অর্থপূর্ণ নয়। যদি নিরর্থক মতামতে মন্তব্যের পাতাটি পূর্ণ থাকে, তাহলে এখানে মন্তব্য করতে সবাই হয়তো উত্সাহিত হবে না। গঠনমূলক আলোচনায় অংশগ্রহণই আমরা প্রত্যাশা করি। এক্ষেত্রে শ্রোতাদের মন্তব্য প্রকাশ করার আগে যৌক্তিকতা দেখে নিলে ভালো হয়। একজন শ্রোতা, যে সিআরআইয়ের অনুষ্ঠান শুনবে কিংবা সিআরআই ওয়েবসাইট দেখবে; সে সবখানেই সিআরআইয়ের ঠিকানা পাবে। যা হোক, শ্রোতাদের মন্তব্যের খাতায়, প্রয়োজন অনুসারে মাঝে মাঝে উত্তর দেয়া কিংবা শুধুমাত্র শুভেচ্ছা জানানোর জন্য হলেও আপনার উপস্থিতি কামনা করছি। ভালো থাকবেন।

শুভাকাঙ্খী লুত্ফর রহমান, আপনার চিঠি আমরা মাদাম ইউ'র কাছে পৌঁছে দিচ্ছি। আপনার সারগর্ভ মতামতের জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক ডাঃ এস এম এ হান্নান আমাদের লিখেছেন,

শ্রদ্ধাভাজন উপস্থাপক, অন্তরঙ্গ ভালবাসা ও শুভেচ্ছা রইল। দীর্ঘ গৌরবোজ্জল ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী সি আর আইকে করেছে মহিমান্বিত। সি আর আই শুধু বেতারই নয়। শ্রোতাদের ব্যাক্তি ও সমাজ জীবনের উজ্জল বাতিঘরও বটে। আমাদের প্রেম, বিরহ, দ্রোহ ও শান্তিতে সি আর আই থাকেন হৃদয়ের কাছের মানুষ হয়ে, সি আর আই-র নবীন প্রবীণ সকাল কর্মকর্তার অক্লান্ত চেষ্টা অসামান্য দুরর্শিতার ফলে সি আর আই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সি আর আই শ্রোতা জরিপে জানপ্রিয়তা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের শ্লোগানে সামনের দিকে এগিয়ে চলেছে। ভবিষ্যতে সি আর আই-র আরো উত্কর্ষ লাভ করুক এ প্রত্যাশায়।

ভাই হান্নান, আমাদের সম্পর্কে আপনার সুন্দর ধারণার জন্য ধন্যবাদ। আপনাদের নিয়েইতো আমরা আমাদের অনুষ্ঠান তৈরি করতে ব্যস্ত থাকি।

মোঃ সুমন হোসেন লিখেছেন, জিনিয়া, আমার অনেক ভালবাসা নিবে। তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হয়। সি আর আই-র বাংলা বিভাগের একজন শ্রোতা হয়ে আমি নিজে খুব গর্ববোধ করি। আমি যদিও বাংলাদেশী তারপরও চীনকে খুব ভালবাসি। চীন দেশ সম্পর্কে জানতে পেরে খুবই ভাল লাগে। আমি চাই যে, আমাদের জন্য এমন কোন অনুষ্ঠানের আয়োজন করা হউক যাতে করে আমরা কুইজের মাধ্যমে বিজয়ী হয়ে চীনে যেতে পারি। সেখানে গিয়ে যাতে সরাসরি চীন দেশ দেখতে পারি এবং আপনারা যারা আছেন সবার সাথে সামনা সামনি পরিচিত হতে পারি। সবার শেষে সি আর আই বাংলা বিভাগের জন্য ধন্যবাদ।

সুমন তোমাকে ধন্যবাদ চীনকে ভালোলাগা ও জানার আগ্রহের জন্য। আমরা তোমার প্রস্তাবিত অনুষ্ঠান আগে থেকেই করে আসছি। একটু লক্ষ্য রাখলেই হবে।

বাংলাদেশের বগুড়া জেলার মোঃ আবু মহসিন প্রাং লিখেছেন, প্রিয় সি আর আই, পত্রের শুরুতে রইল আমার অন্তরের অস্তস্থল থেকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি আশা করি আপনারা সকলে মহান সৃষ্টি কর্তার অসীম রহমতে বেশ ভাল আছেন। আমি মে মাসের ৩ তারিখে পুলিশ বাহিনীতে চাকুরী পেয়েছি। আমি পুলিশের চাকুরী পেয়ে নিজেকে ধন্য মনে করি কারণ দেশের জন্য ভাল কিছু করতে সুযোগ পাবো। দেশ মাতৃকার সেসার নিজেকে নিয়োমিত রাখব সর্বদা।

বন্ধু মহসিন, এটা খুব ভালো খবর যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত একটি বাহইনীতে যোগ দিতে পারা। আমরা আপনার সাফল্য কামনা করি। আশা করি আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ চিঠি লেখার জন্য।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040