Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-03-07 09:29:50  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমাদের আমাদের অনেক দিনের পুরানো বন্ধু বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সদস্যরা আমাদের কাছে অনেক অনেক ভাল প্রশ্ন করেছেন,

. আফসানা জুয়েল জানতে চেয়েছেন, চীনে বর্তমানে ব্যাংক রেট কত?

. বন্ধু, এ প্রশ্নের অনেকগুলো উত্তর পাবেন আপনি

বর্তমানে, চলতি আমানত রেট হচ্ছে ০.৫%, তিন মাস মেয়াদি আমানত রেট ৩.১%, ছয় মাস মেয়াদি আমানত রেট ৩.৩%, এক বছর মেয়াদি আমানত রেট ৩.৫% এবং দু'বছর মেয়াদি আমানত রেট ৪.৪% ইত্যাদি। ব্যাংকের ঋণ রেট হচ্ছে, ছয় মাসের মধ্যে মেয়াদি ঋণ রেট ৬.১%, এক বছর মেয়াদি ঋণ রেট ৬.৫৬%, এক বছর থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি ঋণ রেট ৬.৬৫%, তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ রেট ৬.৯% এবং পাঁচ বছরের বেশি মেয়াদি ঋণ রেট ৭.০৫%। আমাদের উত্তরে আপনি কি সন্তুষ্ট? যদি আপনার আরো বেশি প্রশ্ন থাকে তা লিখে জানাবেন। ধন্যবাদ।

মিমি জানতে চেয়েছেন,

. চীনের পুরুষ-মহিলা অনুপাত কত?

চীনের সরকারি জরীপ অনুযায়ী, চীনের পুরুষ-মহিলাদের অনুপাত হলো ১২০:১০০।

তানজীল হাসান জানতে চেয়েছেন,

তিয়েন আনমেন স্কয়ার চীনের কোন শহরে অবস্থিত?

হ্যাঁ ভাই, অব্যশই পেইচিং শহরে।

মিসেস সেলিনা বেগম জানতে চেয়েছেন,

চীনে বিবাহ ব্যবস্থায় পুরুষ-মহিলাদের গড় বয়স কত?

মিসেস, আপনার প্রশ্ন কোন নির্দিষ্ট উত্তর নেই, তবে আমি আপনার প্রশ্নের সংশ্লিষ্ট কয়েকটি উত্তর দেবো।

চীনের বিবাহকালীন পুরুষ-মহিলাদের গড় বয়স ২৫ বছর। যদিও নির্ধারিত বয়সের আগেই বিবাহিত হয়ে যান। যদি আপনি আগ্রহী হন, তাহলে চীনে, মিং রাজবংশীয় আমলে, চীনা মানুষের বিবাহের বয়স ছিল ১৫ থেকে ১৯ বছর।

বাংলাদেশের নাচোল উপজেলার রবেন্দ্র বেতার শ্রোতা সংঘের মোহাঃ আব্দুল মান্নান লিখেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে অনেক দিন পর আপনাদের বাংলা অনুষ্ঠানে চিঠি লিখছি। খুব ব্যস্ততার কারণে চিঠি লিখা সম্ভব হয়নি। যাই হোক, আগের মত নতুন করে চিঠি লিখা শুরু করবো। আমাদের বিশ্বাস আপনারা আমাদের পাঠানো প্রত্যেকটি চিঠি পড়বেন। যাই হোক পর সপ্তাহ মুখোমুখি অনুষ্ঠানে আমাদের পাঠানো চিঠি পড়ে শোনানো হল তা আমাদের খুব ভাল লাগলো। আমরা অবশ্যই স্কীকার করি আপনারা শ্রোতাদের প্রতি অত্যন্ত আন্তরিক যা অন্য কোন বেতার থেকে পাইনা।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার মিস রুনা লিখেছেন, গত বছরের সি আর আই বাংলা বিভাগের বিশেষ অনুষ্ঠান আমি খুব পছন্দ করেছি। তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আশা করি নতুন বছরে আরো বেশি বিশেষ অনুষ্ঠান পরিবেশন করবেন।

বোন রুনা, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার একজন সদস্য লিখেছেন, আকাশ ভাইয়া ও লাবন্য আপু, আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভাল আছেন। পাঠ ৫-এ da jia guo nian hao বাক্যের চীনা উচ্চারণ কি হবে তা বাংলায় উচ্চারণ করলে।

সালাউদ্দিন সাহেব, আপনি কি জানাবেন?

হ্যাঁ, অবশ্যই জানাব। তবে আপনার নামটি কিন্তু লিখতে আপনি ভুলে গেছেন। আশা করি আগামীতে আপনি প্রশ্নের সাথে আপনার নাম ও ঠিকানা লিখবেন।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সোহাগ ব্যাপারি লিখেছেন,

আমি সি আর আই এর পুরানো শ্রোতা ও পত্র লেখক. বিশ্বে যত গুলি বেতার আছে আমার মতে সবচেয়ে সেরা বেতার সি আর আই. সি আর আই বস্তু নিস্ঠ সত্য ও সঠিক খবর প্রচার করে. যা অন্য কোন বেতারে কম শোনা যায়. সি আর আইয়ের শ্রবণ মান সবচেয়ে ভাল. অনুস্ঠান শুনতে কোন সমস্যা হয়না। প্রতিদিন সি আর আই শোনার জন্য আমার অজ পাড়া গাঁয়ে শ্রোতা মিলন মেলা বসে। চোখে না দেখলে বিশ্বাস হবেনা সকল শ্রেণীর মানুষের একসাথে সি আর আই শোনার দৃশ্য। গত ২৬ তারিখ আপনাদের মধুর কন্ঠে আমার চিঠির জবাব ও শিল্পী আসিফের কন্ঠে গানটি সত্যি আমার মন ছুঁয়ে গেছে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

বাংলাদেশের মোহাম্মদ আমির হোসেন শাহিন লিখেছেন,

আমাকে মাফ করবেন একটু দেরিতে লেখার জন্য। পরশুদিন মানে একুশ ফেব্রুয়ারি (২০১২)আপনারা যে অনুস্ঠান করেছেন এককথায় তা সুন্দর। আপনাদের ওয়েবে অবশ্য আমি সাথে সাথে ধন্যবাদ জানিয়েছি। আপনারা অতীতেও ভাল করেছেন বর্তমানেও করছেন আর ভবিস্যতে এ উদ্যোগ সুনিপণভাবে এগিয়ে যাবে আমি আশা করছি। নিরবিধায় আমি স্বীকার করছি যে কম বেশী অনান্য বেতারেও আমি যাই। কিন্তু আপনারাই আমার প্রথম বেতারের বন্ধু সেই ১৯৮০ সাল থেকে। যে কারণে আপনাদের সেই সময়কার বেতারের ততকালীন কর্মকর্তা আমাকে "রেডিও পিকিং'এর মেম্বরশিপ দিয়েছিলেন। আমার সদস্য নাম্বার ১৪৩৪৯। সেই সময়ের কাগজপত্র দেখলে দেখবেন আমার নাম এবং বরতমান স্থায়ী ঠিকানা।

আমার ভাই চীনের একটি মটর সাইকেল কোম্পানিতে চাকুরী করে।

গত ২০১০ সালে বাংলাদেশ অফিসের কর্মকর্তাদের সাথে দশ দিনের জন্য চায়না ভ্রমনে গিয়েছিল। আমি ভাইকে বলেছিলাম গ্রেট ওয়ালের এক চিমটি ধুলি আনতে। যা এখন আমার সংগ্রহে আছে। চীনকে অনেক ধন্যবাদ।

চীনের মাটির প্রতি এত আগ্রহের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

বাংলাদেশের মাদারিপুর জেলার বিকাশ কেন্দ্র রেডিও ক্লাবের মোহাম্মদ রাসেল সিকদার লিখেছেন, প্রিয় প্রকাশ ভাইয়া। আপনার মেইল পেয়ে আমি যে কতো খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। আমি দীর্ঘ দিন যাবত আপনাদের অনুষ্ঠান শুনে আসছি এবং লিখে আসছি। কিন্তু দুংখের বিষয় হলে ও সত্য যে আজ পর্যন্ত আমার কাছে CRI কিছু পাঠালো না।প্রকাশ ভাইয়া এ বিষয়ে ব্যবস্থা নিলে খুশি হবো। হ্যাঁ ভাই আমরা আপনার কথা প্রকাশকে জানিয়ে দেব।

পি পি এস-এর কথা:

মনি লিখেছে প্রিয়,সিআরআই আশা করি তুমি ভালো আছো। আমিও ভালো আছি। তোমার প্রতিটি অনুষ্ঠান আমার ভাল লাগে। চীনের মানুষের জীবন যাত্রার যে টিপস তুমি দাও তা আমি অত্যধিক উপভোগ করি। এক কথায় চীনের সংস্কৃতি কম কথায় জানতে পারি। সিআরআই তুমি ভাল থেকো । হ্যাঁ মনি তুমিও ভালো থেকে এবং আমাদের অনুষ্ঠান শুনো।

তুষার রায় রণিকে ধন্যবাদ জানাই আমাদের মুখোমুখি অনুষ্ঠান ভালো লাগার জন্য।

লালপুর নাটোরের মোঃ জহুরুল ইসলাম আপনার অনুরোধ অনুযায়ী আপনাকে আমাদের সদস্য করে নেব এবং আপনার সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040