|
মুক্তা: আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের নববর্ষের বিশেষ অনুষ্ঠানে যে সব শ্রোতা অংশগ্রহণ করেছেন এখন সেসব শ্রোতাদের নাম আমরা জানিয়ে দিতে চাই। ছালাউদ্দিন, আপনি শ্রোতাদের নামগুলো পড়ে শোনাতে পারেন কি?
ছালাউদ্দিন: অবশ্যই শোনাবো। তাঁরা হলেন, বাংলাদেশের চুয়াড়াঁঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম, ঢাকার সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি দিদারুল ইকবাল, তাসলিমা আকতার লিমা, ফারজা সুলতানা সামিয়া, নাইম হোসাইন ও রফিকুল ইসলাম, চায়না রেডিও ফ্যান ক্লাবের সভাপতি লুত্ফর রহমান ও মোঃ আশরাফুল, পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের এস,এম, আবদুল্লাহ রানা, ঝিনাইদহ জেলার ব্রাদার হুড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট সাজ্জাদ হোসাইন রিজু এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বিধান চন্দ্র স্যান্যাল ও তাঁর ক্লাবের আরো তিনজন সদস্য।
মুক্তা: বন্ধুরা, আমরা গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসব শ্রোতাদের কাছে ইতোমধ্যেই উপহার পাঠিয়েছি। এসব উপহার হল হাত ঘড়ি। এ ঘড়িতে সিআরআই'র লোগো রয়েছে। আশা করি, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আমরা আশা করি, ভবিষ্যতে আরো অনেক বেশি শ্রোতা আমাদের বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া, আমি বলতে চাই, এ মাসের মধ্যে আমরা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী প্রতিযোগিতার পুরস্কার লাভকারীদেরকে নির্বাচন করবো। আগামী মাসে তাঁদের নাম ঘোষণা করবো। অপেক্ষা করুন, দেখুন কে কে পুরস্কার পেলেন। যারা পুরষ্কার পাবেন, তাদের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি।
ছালাউদ্দিন: এখন শ্রোতাদের চিঠি পালা। বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী তাঁর চিঠিতে লিখেছেন, ভাইয়া ও আপু, সি আর আই পরিবারকে ভাষার মাস ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই। গত ১২ তারিখ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রেডিও অন করে আমার প্রিয় সি আর আই শুনছিলাম। সুদূর চীন থেকে ইথারের মাধ্যমে ভেসে আসছে আপনাদের মধুমাখা সুরেলা প্রতিধ্বনি। আর তা শুনে আমার মন থেকে সকল কষ্ট নিমিষেই উধাও হয়ে গেল। প্রিয় সি আর আই সত্যিই আমার কাছে এক অনন্য উপহার। ঐ দিন বিভিন্ন পাখির উপর প্রতিবেদন আর শিল্পী মেহেরীনের কন্ঠের গান এবং বিশ্ব সংবাদ আমার খুব ভাল লেগেছে।
মুক্তা: ভাই সোহাগ বেপারী, আপনাকে সুন্দর চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনাদের প্রিয় গান আরো বেশি শোনানোর চেষ্টা করবো। কিন্তু চীনে বর্তমান জনপ্রিয় বাংলা গান পাওয়ার সুযোগ অনেক কম। সেজন্য আশা করি, সুযোগ পেলে আপনারা আমাদেরকে বর্তমানকালের সবচেয়ে জনপ্রিয় বাংলা গানগুলো আমাদের কাছে ইমেলে পাঠাবেন। ধন্যবাদ ভাই।
মুক্তা: বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এম,এম, আবদুল্লাহ রানা তাঁর ইমেলে লিখেছেন, বাংলা বিভাগের সুপ্রিয় বন্ধুদের আন্তরিক ভালবাসা জানিয়ে শুরু করছি আজকের বার্তা। আশা করি সব্াই কুশলে আছেন। সিআরআই বাংলা আমাদের মনের কথা বলে-কথা বলে হৃদয়ের কথা বলে। তাইতো তোমার সাথে আমাদের এত সখ্যতা, এত নিবিড় বন্ধুত্ব। তোমাকে ছাড়া আমরা খোঁড়া। চলতে পারিনা তুমি বিনে। আমাদের বন্ধুত্ব অটুট থাকবে অফুরন্ত দিন অবধি- এ প্রত্যাশাই লালন করি মনে প্রাণে। চীন তথা গোটা বিশ্বের অর্থনীতির তরতাজা খবর প্রতিদিন আমরা কব্জা করছি চমত্কার ভাবে বন্ধু CRI এর সুনিপুণ পরিকল্পনায়। সার্বিকভাবে অর্থনীতির এতটা সময়োপযোগী মূল্যায়ন কোন বেতার থেকেই পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা মনে করি CRI সবার শীর্ষে। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানটির মাধ্যমে চীন দেশ তথা বন্ধু প্রতিম চীনা জনগনের ঐতিহ্যবাহি রীতিনীতি, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে সুচারু রুপে তুলে ধরায় আমরা অত্যন্ত খুশি। আমরা জানতে পারছি, শিখতে পারছি এবং বুঝতে পারছি। এজন্য আমাদের গর্বের CRIকে অজস্র ধন্যবাদ।
মুক্তা: ভাই এম,এম, আবদুল্লাহ রানা, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের কাছে চীনের একটি ব্যংক সম্পর্কে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি আমি পড়েছি তবে আপনার লেখায় তা পরিস্কার না হওয়ায় বুঝতে পারছি না আপনি কোন ব্যাংকের কথা জানতে চেয়েছেন। ভাই আপনি পরিস্কার করে শুদ্ধ উচ্চারণে সঠিকভাবে লিখে তা আবার আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ ভাই, আপনাদের চাহিদা অনুযায়ী সবসময় উপহার সামগ্রী পাঠিয়ে আসছি। অপেক্ষা করুন, পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
ছালাউদ্দিন: বাংলাদেশের মাদারীপুর জেলার ঞ্জান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাবের সভাপতি রাসেল সিকদার ইমেলে লিখেছেন, লেখার শুরুতে জানাই হালকা কুয়াশায় শিক্ত আমের মুকুলে ভ্রমরের গুনগুন করে গাওয়া গানের শুভেচ্ছা। ভালোবাসার বন্ধনে কি যাদু করেছো আমাকে বুঝতে পারছি না। আমি ঢাকা থেকে ২১০ কিঃমিঃ দক্ষিণে পদ্মা নদীর পাড়ে মাদারীপুর থাকি। SW ইদানিং অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে না। কিন্তু অনুষ্ঠান শোনা মিস হচ্ছে না একদিনও। আমাদের আঙ্গিনার সামনে ছোট একটা আম গাছ আছে। আমি আম গাছে উঠে অনুষ্ঠান শুনি। আম গাছে বসে অনুষ্ঠান শোনার জন্য সুন্দর করে একটি মাচা তৈরী করেছি।
মুক্তা: ভাই রাসেল সিকদার, খুব অবাক হলাম আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনি আম গাছে মাচা তৈরি করেছেন। খুবই মজার। খুব আনন্দ করেন তাই না। আমি আপনার আমাদের অনুষ্ঠান শোনার সুন্দর দৃশ্য কল্পনা করতে পারি। আমারও কিন্তু ভাই ইচ্ছে হচ্ছে আপনার মাচায় উঠে পরিবেশটা উপভোগ করতে। আপনার রেডিও শোনার পদ্ধতি সত্যি ব্যতিক্রমি। আপনি মাচায় বসে রেডিও শোনার কয়েকটি ছবি তুলে আমাদের কাছে পাঠাতে পারেন? আমরা তা ওয়েব সাইডে দিয়ে দেব।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |