Web bengali.cri.cn   
সিছুয়ান মানেই এক রহস্যময়ী প্রদেশ চীন যার দেশ।
  2012-01-18 18:09:49  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম,বি,জামান,সিদ্দিকি তাঁর রচনায় লিখেছেন, স্বপ্ন আর প্রত্যাশা নিয়েইতো মানুষের জীবন। এ প্রত্যয়ের মাঝে আমি নিজেকে হারিয়েছি। সেই ৬৯ সালের কৈশরে, এক সন্ধ্যা রাতে প্রথম পরিচয় হয় রেডিও পিংকিং। এরপর রেডিও পেইচিং এবং আজকের চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই'র বাংলা অনুষ্ঠান। বিগত চার দশক পেরিয়ে গেছে এ বাংলা অনুষ্ঠানের মাঝে। একজন সাধারণ শ্রোতা মাত্র। সিআরআই প্রতিদিনের ভালবন্ধু সে টানেই আজকের এ লেখা। সিছুয়ান বলতে এক গৌরবময় গাথা, নৈস্বর্গীক সৌন্দর্য্য আর রহস্যময়ী নানা কাহিনীর উপাখ্যান। সিছুয়ান চীনের একটি প্রদেশ। বিশ্বখ্যাত্ বিরল প্রানী পান্ডার জন্মভূমি এই সিছুয়ানে। সেখানে পাঁচ হাজার প্রকারের উদ্ভিদের সমারহ, উচু পাহাড়ে তুষার চাকা, জল প্রপাত ঝরনা কি অপরুপ নৈস্বর্গীক দৃশ্যবলী যা, সবার মন ভোরে যায়। সেই সাথে চারিদিকে কালের স্বাক্ষী হিসেবে রয়েছে গুহা আর মন্দির যা প্রাচীন সভ্যতার নিদর্শন। আরও রয়েছে উচু উচু পাহাড়ের পাদদেশে বয়ে চলেছে স্বচ্ছ ফটিকজল নীল সবুজ পানি কি অপরুপ দৃশ্য বলী মুহুর্তে যে কোন পর্যটক থমকে দাড়াবে। সাম্প্রতিক সময়ে সিছুয়ানে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়। এই সিছুয়ানের উন্নয়নে চীন সরকার ১ বিলিয়ন ডলার খরচ করেছে। এখানেই শেষ নয় জাতিসংঘ ইউনেস্কো সিছুয়ান রাজধানীকে সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে মর্যাদা দিয়েছে। বিশ্ব অপরুপ সিছুয়ান আজ সবার ছবি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। যা চীনের গৌরব। প্রাচীন সভ্যতা সংস্কৃতি ও সৃজনশীল নগরী সিছুয়ান। আর হ্যাঁ, এসবই জানার সুযোগ করেছে সিআরআই বাংলা অনুষ্ঠান। সিআরআই বাংলা বিভাগের ঐকান্তিক মনোমুগ্ধকর পরিবেশনা সত্যিই অপূর্ব। আমি সিআরআই'র কাছে থাকি। তাঁদের সকল কুনলী ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিআরআই বাংলা অনুষ্ঠান মৈত্রী ও বন্ধুত্বের সেতু। যা বিশ্ব শান্তি প্রাজনীয়। বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। এম,বি,জামান,সিদ্দিকি, আপনাকে আমাদেরকে প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনি বিশেষ রচনা লিখেছেন। যদিও বেশি লম্বা না, তবুও রচনায় নিজের মনোভাব রয়েছে। আপনাকে আমাদের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। তিনি আরেকটি কবিতা লিখেছেন। কবিতার নাম হল আমি সিছুয়ানে যেতে চাই। তিনি এমন লিখেছেন,

সিছুয়ান মানেই এক রহস্যময়ী প্রদেশ চীন যার দেশ।

নৈস্বর্গীক সৌন্ধর্য্য আর গৌরব গাঁথা

ইতিহাস হরে যরে সাজানো রয়েছে,

বন্ধু সিআরআই শ্রোতাদের সেখানে ডাক দিয়েছে।

সিছুয়ানে কি নেই-

যা শুধু কল্পনায় পাখাতে নয়

ভ্রমন পিয়াসী বন্ধুকে তাক লাগিয়ে দেয়।

উচু উচু পাহাড় বরফের চাদরে ঢাকা,

জল-প্রপাত, ঝরনা ধারা চারিদিকে।

চোখ ফিরাতেই দিকে দিকে রয়েছে-

মন্দির আর গুহার সমারহ,

আরও রয়েছে পাঁচ হাজার রকমের উদ্ভিদ

যা চোখ পড়লেই মন জুড়িয়ে যায়

প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপরুপ লীল বিকেতন।

এবং সেই সাথে মনের পর্দায় ভেবে উঠে

প্রাচীন সভ্যতার ইতিকথা।

শুধু কি তাই পাহাড়ের পাদদেশে বইছে

স্বচ্ছ ফটিকজল-নীল সবুজ রং

কি অপরুপ দৃশ্য-

মূহুর্তে থমকে দেয় পর্যটককে। এই কি শেষ-তা নয়-

বিশ্ব জোড়া খ্যাতি আর গৌরব গাঁথা

মিষ্টি প্রাণী পান্ডা

তার জন্মস্থান এই সিছুয়ানে।

আজ তাই ভালবাসার টানে

সবাই চলেছে সিছুয়ানের দিকে।

জাতিসংঘ ইউনোস্কো ঘোষিত হয়েছে

সৃজনশীল নগরী সিছুয়ানের রাজধানী

এসবই জানা সম্ভব হয়েছে

সিআরআই বাংলা অনুষ্ঠানের সৌজন্যে,

জানাই সিআরআই তোমাকে শুভেচ্ছা

আর অভিনন্দন, মিষ্টি অনুষ্ঠানের জন্য

বাংলাদেশের ঝিনাইদহ থেকে

তোমারই পাশে রয়েছি চার দশক ধরে

তোমারই বন্ধু এম বি জামান সিদ্দিকী

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040