Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-12-14 14:24:47  cri

প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং

জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা

সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু

করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমার প্রিয় বন্ধুরা, কারণ যে ওয়েবসাইট পরিবর্তন সময় দরকার, আমি আশা করি,

নতুন ওয়েবসাইট তৈরি করার আগে, আপনারা এখন থেকে মঙ্গরবার থেকে রবিবারের

প্রতিদিনের অনুষ্ঠানের প্রতি আমাদেরকে মনের কথা, মতামত ও সমস্য লিখবেন।

আপনাদের চিঠি ও ইমেইল অপেক্ষা করছি।

আমি খুব খুশি যে, আমি অনুষ্ঠানে আমার নিজের ইমেইল ঠিকানা শুনাছি, অনেক

অনেক বন্ধু আমাকে ইমেইল পাঠিয়েছেন। আমি খুব খুশি এবং আপনাকে আন্তরিক

ধন্যবাদ জানাই।

এবার আমাদের কাছে ইমেইল পাঠানো বন্ধুদের মধ্য থেকে কয়েকজনের নাম শুনাবো।

বাংলাদেশের বগুড়া জেলার সড়ক ইন্টার ন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট এম

আবদুর রাজ্জাক, ভারতের পশ্চিম বঙ্গের বিধান চন্দ্র স্যান্যাল, অল ইন্ডিয়া

সিআরআই লিসনার্স এ্যাসোসিয়েসনের রাকেশ সুত্রধর ও ছাত্তু সুত্রধরসহ অনেক

বন্ধু আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন, এবং অনেক বন্ধু জানেন যে আমার বাংলা

গান সংগ্রহ করতে কষ্ট হয়, তাই কয়েকজন বন্ধু আমাকে কয়েকটি গান পাঠিয়েছেন।

এর জন্য আমি খুব খুশি। আজকের অনুষ্ঠানে তার থেকে দু'একটি গান আপনাদের

শুনাবো।

প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয়। আমরাও চাই আমাদের প্রতিটি প্রিয় বন্ধুকে

উপহার দিতে। কিন্তু উপহারের সংখ্যা যথেষ্ট নয়। তাই আমাদেরকে বাছাই করা

বন্ধুদের উপহার দিতে হয়। তাই আমি আশা করি যে বন্ধুরা আমাদের কাছে

সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ মতামত বা অনুষ্ঠানের পর্যালোচনা পাঠাবেন।

সেখানে যাদের মতামত সুন্দর হবে তাদেরকেই আমরা উপহার দেবো। কি, তাই না?

হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলা বিভাগের সবাই আরো ভাল বাংলা অনুষ্ঠান তৈরি

করবো। তার জন্য আপনাদের সাহায্য আমাদের দরকার। আমি আশা করি আপনারা

প্রতিটি অনুষ্ঠানের প্রতি মনোযোগ দেবেন এবং আমাদের কাছে আপনাদের মতামত ও

নিজের পরামর্শের কথা লিখবেন। আপনাদের মতামত ও পরামর্শের কথা সবচেয়ে ভাল

হয়, তাহলে আমরা বাছাই করা শ্রেষ্ঠ দশজন বন্ধুকে সুন্দর উপহার দেবো।

আমাদের প্রতিদিনের অনুষ্ঠানমালা হচ্ছে: চীনের কাহিনী, চলুন বেড়িয়ে আসি,

সংস্কৃতি সম্ভার, অর্থনীতির অগ্রযাত্রা, মুক্ত মন মুক্ত চিন্তা, দক্ষিণ

এশিয়ার ঘটনা প্রবাহ। আপনাদের চিঠি ও ইমেইলের উত্তর।

এবার বন্ধুদের চিঠি পত্রের পালা।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার ব্লূ স্কাই রেডিও লিসনার্স ক্লাবের এম এ রশিদ

চৌধুরী লিখেছেন,

আবাম ছালাউদ্দিন,

পত্রে আমার ছালাম নিবেন। আশা করি আপনারা সবাই মিলে ভাল আছেন। আমিও ভাল

আছি। আমি আপনাদের একজন অতি পুরাতন ও একনিষ্ঠ শ্রোতা। আপনাদের প্রচারিত সব

অনুষ্ঠানই আমার কাছে খুব ভাল লাগে। আগামী ১লা জানুয়ারি আমাদের ক্লাবের

১২তম প্রতিষ্ঠা বাষিকী খুব জাকজমক ভাবে পালন করতি যাচ্ছি। ১লা জানুয়ারি

বুধবার সারা দিনব্যাপি কর্মসুচী গ্রহণ করা হয়েছে। কর্মসুচী গুলো হলোঃ

সকাল ৮ টায় রালি। ৯ টায় আলোচনা সভা। ১১ টায় শুরু হবে কবিতা আবৃত্তি ও

নৃত্য প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় পুরস্কার বিতরণ। আমরা ৫০ জন বালক

বালিকাকে পুরস্কিত করবো। শুভেচ্ছান্তে,

বন্ধু রশীদ চৌধুরী, আপনারা ১ লা জানুয়ারি আপনাদের ক্লাবের ১২ তম

প্রতিষ্ঠা বাষিকী খুব জাকজমক ভাবে পালন করবেন, এতে আমরা খুব খুশি। কিন্তু

এখন বছর শেষের দিকে আমরা খুব ব্যস্ত, এবং আমরা এখন নববর্ষের বিশেষ

অনুষ্ঠান প্রস্তুত করছি। ভাই আপনার পত্রের উত্তর দিতে দেরি হওয়ায় দু:খিত।

আশা করি আপনাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। ভবিষ্যতে আমরা আপনাদের

অনুষ্ঠানের জন্য ভালো উপহার পাঠানোর ব্যবস্থা করবো। আপনাদের সবাইকে

শুভেচ্ছা।

এস,এম,আবদুল্লাহ

রানা, প্রেসিডেন্ট, সিআরআই ফ্যান ক্লাব পাবনা, বাংলাদেশ। আপনি লিখেছেন-

প্রীতিভাজনেষু, সিআরআই বাংলা বিভাগের সকল বন্ধুদের উষ্ণ শুভেচ্ছা

জানাচ্ছি। ৬ ডিসেম্বর সকালের অনুষ্ঠানে প্রচারিত অনুষ্ঠানে চীনে সেনা

সদস্য নিয়োগ বিষয়ে প্রতিবেদন শুনে অনেক অজানা তথ্য জানতে পারলাম। যা কখনো

আমরা জানতাম না। ৭ ডিসেম্বর প্রচারিত চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে উত্তর

চীনের এলেঙ্গি জাতি সম্পর্কে এবং ওখানকার জাদুঘর নিয়ে প্রতিবেদন খুবই

ভালো লাগলো। দারুণ উপভোগ্য সব অনুষ্ঠান শুনে আমরা ধন্য। কালের স্মৃতি

জ্ঞানযাচাই প্রতিযোগিতার ফলাফল কবে ঘোষিত হবে জানালে বাধিত হবো। CRI

ইংরেজি বিভাগ ইতিমধ্যেই এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে। লুনার

ক্যালেন্ডার অনুযায়ীআগামী বছর হবে ড্রাগন বর্ষ । এই

সৌভাগ্যের বছরের শুরুতেই একটা নতুন কুইজ ঘোষণা করবেন এ প্রত্যাশায় এখানেই

বিদায়। সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল। ধন্যবাদ,

প্রিয় ভাই আবদুল্লাহ, আপনার চিঠি পড়ে বোঝা যায় যে, আপনি আমাদের অনুষ্ঠান

মন দিয়ে শুনেন। এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।

বন্ধুরা, এখন আমরা একটি সুন্দর গান শুনবো। শিল্পী ফেরদৌস আরার কন্ঠে ও কূল এনে দাও গানটি।

বাংলাদেশের নওগাঁ জেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ

সরকার লিখেছেন,

বাংলা বিভাগের পরিচালক

আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের ক্লাবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা

নিবেন। আশা করি সবাই ভাল আছেন। আমরাও আল্লাহতায়ালার ইচ্ছায় ভাল আছি।

আমরা খুব জাকজমকপূর্ণ ভাবে গত পয়লা ডিসেম্বরে বিশ্ব এইডস দিবস পালন

করেছি। এই দিবস উপলক্ষে"বাঁচতে হলে জানতে হবে শীর্ষক এক বিরাট রেলি বের

করা হয়। এইডস সচেতনতায় আমাদের ক্লাবের এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে।

2. গত ৪ ডিসেম্বের মুখোমুখী অনুষ্ঠান আমার খুব ভাল লেগেছে। এখন পেইচিংয়ে

খুব শীত, তারপরও আপনারা কষ্ট করে অনুষ্ঠান প্রচার করছেন এজন্য ধন্যবাদ।

অনুষ্ঠানে ফরিদপুরের শ্রোতা বন্ধু আফজাল আলী খানের কবিতা আমার ভাল

লেগেছে।

পুবের জানালা পত্রিকা পাঠানোর অনুরোধ রইল।

ভারতে পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের Bidhan Chandra Sanyal

আমাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন, তিনি আমাদেরকে নিজের তৈরি কয়েকটি

বাংলা নাটিকা পাঠিয়েছেন। আমি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে

তা সময় ও সুযোগমত প্রচার করবো। ভাই স্যান্যাল আপনাকে এবং ভারতে

পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও

শুভেচ্ছা জানাই। গত সপ্তাহে আমরা একটি শুনিয়েছি, এখন দ্বিতীয়টি শুনাবো।

প্রিয় বন্ধুরা, এ নাটিকাটি কি ভাল লাগলো? আশা করি আপনারা সবাই এ রকমের

সংগীত ও নাটকের অনুষ্ঠান আমাদের কাছে পাঠাবেন।

এখন শুনুন তার আরেকটি নাটিকা।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘের

সভাপতি মোঃ ওয়াসিমুর রহমান মিন্টু লিখেছেন, সি আর আই থেকে প্রচারিত

অনুষ্ঠান শুনলাম। খুবই ভাল লাগলো। তার মধ্যে আমার প্রিয় গান পর্ব খুব

পছন্দ করি। শুনে মনটা ভাল হয়ে গেল। আচ্ছা, চীনের শিল্পীরা কি রবিন্দ্র

সঙ্গীত গায়। বিদেশী কি গান চীনের শিল্পীরা সবচেয়ে বেশি গেয়ে থাকে। জানালে

খুশি হবো।

প্রিয় বন্ধু, অনেক চীনা মানুষই চীনের পুরানো গান গেয়ে থাকে। যেমন শিল্পী

হং মেই হুয়া ও ওয়ান সুই ছিয়ান সানসহ প্রিয় শিল্পীদের গান। হ্যাঁ ভাই

চীনের শিল্পীরা বিদেশের সংগীত পছন্দ করে এবং গেয়ে থাকে। আপনি কি শুনেন

নি, আমাদে অনেক অনুষ্ঠানে সে সব গান আমরা শুনিয়েছি। বিশেষ করে চীনের

শিল্পীদের গাওয়া বাংলা গান। আমাদের অনুস্ঠান মনোযোগ দিয়ে শুনবেন আশা করি।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য

ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির

হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। ভালো থাকুন সবাই। যাই চিয়ান।–জিনিয়া

ওয়াং/আবাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040