Web bengali.cri.cn   
চমত্কার, উজ্জ্বল ও সৌন্দর্যমন্ডিত চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চল সিছুয়ান প্রদেশ।
  2011-12-08 14:42:52  cri
বাংলাদেশের মাগুরা জেলার কুমার কোটা লিসনার্স ক্লাবের আশরাফুল ইসলাম তাঁর রচনায় লিখেছেন, সিছুয়ান এ শব্দটি যে আমার কাছে কত মধুর তা আমি লিখে বুঝাতে পারবোনা। চমত্কার, উজ্জ্বল ও সৌন্দর্যমন্ডিত চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চল সিছুয়ান প্রদেশ। এটি বিশ্বের স্বর্গনামে পরিচিত। চীনের বিখ্যাত্ সৌন্দর্যমন্ডিত স্থানগুলো এই অঞ্চলে রয়েছে। আমার কাছে চীনের সিছুয়ান প্রদেশটি এতো ভালোলাগে তা আমি চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে জানতে পারি। সিছুয়ান অঞ্চলের মানুষ এতো সৌন্দর্য ও জ্ঞান পিপাসু, কর্মধ তা খুবই সুন্দর। আমি যেমন আমার দেশ বাংলাদেশকে ভালবাসি ঠিক তেমনি চীনের সৌন্দর্যমন্ডিত অঞ্চল সিছুয়ান অঞ্চলকে ভালবাসি। বাংলাদেশ যেমন আমার প্রেম ভালবাসা আর চীনের সিছুয়ান প্রদেশ আমার প্রেম ভালবাসা। চীনের সিছুয়ান প্রদেশ বিশ্ব বিখ্যাত্ বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান এ্যমেই পাহাড়, বিশ্বের সবচেয়ে প্রাচীন জলসেচ প্রকল্প তুচিয়ানে, তাও ধর্মের পবিত্র স্থান ছিংছেং পাহাড় এবং দুহাজার বছর আগের উজ্জ্বল সানসিংতি সভ্যতা ইত্যাদি যেন স্বর্গের রাজ্য। আর এই জন্য পৃথিবীর সৌন্দর্য পিপাসু মানুষ তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করার জন্য প্রতিবছর হাজার হাজার মানুষ সিছুয়ানে ভ্রমণ করতে যাই। আর এতে তারা চীনের সংস্কৃতি, জাতি, ধর্ম, ইত্যাদি সম্পর্কে জানতে পারে। তাই চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে আমি বলতে চাই চীনের সিছুয়ান অঞ্চল আরো জ্ঞানের পরিসর বৃদ্ধি করুক এই কামনায়।

একই ক্লাবের শমিমা আক্তার একটি কবিতা লিখেছেন। কবিতার নাম হল নাম তার সিছুয়ান। তিনি এমন লিখেছেন,

সারা বিশ্বের স্বর্গ হল, নাম তার সিছুয়ান।

নানা রং এর পাহাড় আর, ভ্রমনের স্থান সিছুয়ান।

তাও ধর্মের পবিত্র স্থান, নাম তার সিছুয়ান।

রহস্যপূর্ণ সানসিংতুই, নাম তার সিছুয়ান।

তুচিয়াং বাধ হল, নদীর মোত বহমান।

পান্ডার জন্মস্থান, নাম তার সিছুয়ান।

চীনের স্বার্গ হল, নাম তার সিছুয়ান।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শর্ট ওয়েভ ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বসাক তাঁর রচনায় লিখেছেন, সিছুয়ান হলো চীনের সুন্দর তম জায়গা। কারণ এখানে রয়েছে অতি সুন্দর পাহাড় নদী, জল প্রপাত এছাড়াও প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এখানে আরো রয়েছে ১শটিরও বেশি রংয়ের পাহাড়ী হ্রদ। হ্রদের পানী এতো পরিস্কার হয় তার তলায় পাহাড়, ভাসমান ঘাস শ্তকনো ভালপালা সব দেখা যায়। এখানে আরো আছে বিশ্বের সবচেয়ে সুন্দর বন্য পান্ডা। বিশেষ করে সিছুয়ানের রাজধানী চেংতু অধিকার পান্ডা প্রজন্ম গবেষণা কেন্দ্রে প্রায় ৮৭টি বন্য পান্ডা আছে এবং সিছুয়ানকে চীনের রাষ্ট্রীয় সম্পদ পান্ডার জন্মস্থান হিসেবেও মনে করা হয়। এখন কেবল সিছুয়ান, শেনসি, কানসু, এই কয়েকটি প্রদেশের ঘন বনে বন্য পান্ডা দেখা যায়। এছাড়া উওলং অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানে আরো আছে তুচিয়াংইয়ান বাঁধ, এখানে রয়েছে ১৭টি জল প্রপাত, চিউচাইকৌতে রয়েছে আরো অনেক সুন্দর নোরিলাং নামে চীনের সবচেয়ে চওড়া জল প্রপাত এই এলাকা অর্থাত্ চিউচাইকৌকে ১৯৯২ সালে ইউনেস্কো বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্যের তালিকা ভুক্ত করেছে। এখানে আরো রয়েছে সোনালী ভাগনের মতো ৮কিলোমিটার দীর্ঘ নদী। এখানকার সব থেকে উঁচু জায়গায় প্রায় সাতশোটি ক্ষুদ্র ক্ষুদ্র ডোবা নিয়ে গঠিত তাজ ভোবা আছে এসব গুলো এখানকার সিন্কো প্রাকৃতিক দৃশ্য। সানসিং গ্রাম চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশে অবস্থিত। রাজধানী ছেংতু থেকে গাড়ী করে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে এবং এখান প্রায় এক ঘন্টা সময় লাগে ছিংছেং পাহাড় যেতে। ছিংছেং পাহাড় হচ্ছে চীনের দেশীয় ধর্ম তাও ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব। এই ধর্ম ১৮০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে জামা যায়। এখন ছিংছেং পাহাড়ে একশ'রও বেশি তাও ধর্মবাদী আছে। এখানে রয়েছে কয়েক ডজন তাও মন্দুর। পরিশেষে বলি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের আয়োজিত আমি সিছুয়ানে যেতে চাই শীর্ষক রচনা প্রতিযোগিতা করার জন্য সিআরআইকে অনেক ধন্যবাদ জানাই। প্রদীপ কুমার বসাক, আপনাকে নিয়মিতকভাবে আমাদের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040