|
একই ক্লাবের শমিমা আক্তার একটি কবিতা লিখেছেন। কবিতার নাম হল নাম তার সিছুয়ান। তিনি এমন লিখেছেন,
সারা বিশ্বের স্বর্গ হল, নাম তার সিছুয়ান।
নানা রং এর পাহাড় আর, ভ্রমনের স্থান সিছুয়ান।
তাও ধর্মের পবিত্র স্থান, নাম তার সিছুয়ান।
রহস্যপূর্ণ সানসিংতুই, নাম তার সিছুয়ান।
তুচিয়াং বাধ হল, নদীর মোত বহমান।
পান্ডার জন্মস্থান, নাম তার সিছুয়ান।
চীনের স্বার্গ হল, নাম তার সিছুয়ান।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শর্ট ওয়েভ ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বসাক তাঁর রচনায় লিখেছেন, সিছুয়ান হলো চীনের সুন্দর তম জায়গা। কারণ এখানে রয়েছে অতি সুন্দর পাহাড় নদী, জল প্রপাত এছাড়াও প্রাকৃতিক দৃশ্য রয়েছে। এখানে আরো রয়েছে ১শটিরও বেশি রংয়ের পাহাড়ী হ্রদ। হ্রদের পানী এতো পরিস্কার হয় তার তলায় পাহাড়, ভাসমান ঘাস শ্তকনো ভালপালা সব দেখা যায়। এখানে আরো আছে বিশ্বের সবচেয়ে সুন্দর বন্য পান্ডা। বিশেষ করে সিছুয়ানের রাজধানী চেংতু অধিকার পান্ডা প্রজন্ম গবেষণা কেন্দ্রে প্রায় ৮৭টি বন্য পান্ডা আছে এবং সিছুয়ানকে চীনের রাষ্ট্রীয় সম্পদ পান্ডার জন্মস্থান হিসেবেও মনে করা হয়। এখন কেবল সিছুয়ান, শেনসি, কানসু, এই কয়েকটি প্রদেশের ঘন বনে বন্য পান্ডা দেখা যায়। এছাড়া উওলং অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানে আরো আছে তুচিয়াংইয়ান বাঁধ, এখানে রয়েছে ১৭টি জল প্রপাত, চিউচাইকৌতে রয়েছে আরো অনেক সুন্দর নোরিলাং নামে চীনের সবচেয়ে চওড়া জল প্রপাত এই এলাকা অর্থাত্ চিউচাইকৌকে ১৯৯২ সালে ইউনেস্কো বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্যের তালিকা ভুক্ত করেছে। এখানে আরো রয়েছে সোনালী ভাগনের মতো ৮কিলোমিটার দীর্ঘ নদী। এখানকার সব থেকে উঁচু জায়গায় প্রায় সাতশোটি ক্ষুদ্র ক্ষুদ্র ডোবা নিয়ে গঠিত তাজ ভোবা আছে এসব গুলো এখানকার সিন্কো প্রাকৃতিক দৃশ্য। সানসিং গ্রাম চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশে অবস্থিত। রাজধানী ছেংতু থেকে গাড়ী করে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে এবং এখান প্রায় এক ঘন্টা সময় লাগে ছিংছেং পাহাড় যেতে। ছিংছেং পাহাড় হচ্ছে চীনের দেশীয় ধর্ম তাও ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব। এই ধর্ম ১৮০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বলে জামা যায়। এখন ছিংছেং পাহাড়ে একশ'রও বেশি তাও ধর্মবাদী আছে। এখানে রয়েছে কয়েক ডজন তাও মন্দুর। পরিশেষে বলি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের আয়োজিত আমি সিছুয়ানে যেতে চাই শীর্ষক রচনা প্রতিযোগিতা করার জন্য সিআরআইকে অনেক ধন্যবাদ জানাই। প্রদীপ কুমার বসাক, আপনাকে নিয়মিতকভাবে আমাদের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |