Web bengali.cri.cn   
আমি আপনাদের একজন নতুন শ্রোতা।
  2011-12-07 10:32:07  cri
বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাদিয়া আফরিন রথি লিখেছেন, "আমি আপনাদের একজন নতুন শ্রোতা। বর্তমানে আমি সপ্তম শ্রেণীর ছাত্রী এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় ও সুযোগ পেলেই আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের বাংলা আসরের সকল অনুষ্ঠানই ভালো লাগে। কোন অনুষ্ঠান সর্বাধিক পছন্দের তা বলা মুশকিল। আপনাদের বিশ্বসংবাদ যেভাবে উপস্থাপন করা হয় তা জ্ঞানপিপাসু প্রতিটি মানুষকে আকর্ষণ করে। আমি এই প্রথম আপনাদের কাছে চিঠি লিখছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমি একজন নতুন শ্রোতা হওয়ায় আপনাদের অনুষ্ঠানসূচি আমার কাছে নেই। তাই মাঝে মাঝে আমাকে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সিআরআই'র কাছে নিবেদন, আমাকে সিআরআই'র একজন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন।" ছোট্ট বন্ধু সাদিয়া আফরিন রথি, আমাদের অনুষ্ঠানে মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে আমাদের শ্রোতা পরিবারের সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে নিচ্ছি আমরা এবং এখন থেকে তুমি অনুষ্ঠানসূচী ও অন্যান্য উপহার সামগ্রীও পাবে আমাদের কাছ থেকে। আশা করি, ভবিষ্যতেও নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবে এবং আমাদেরকে চিঠি লিখবে।

বাংলাদেশের বগুড়া জেলার শেখ সাজু আহম্মেদ নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনেন। কিন্তু নানা কারণে তিনি আগে আমাদেরকে কখনো চিঠি লেখেননি। এই প্রথম তার চিঠি পেয়েছি আমরা। তিনি লিখেছেন, "জীবন মানেই যুদ্ধ। জীবন মানেই সংগ্রাম। আর এ জীবন যুদ্ধে যাকে বন্ধুরূপে কাছে পেয়েছি সে হচ্ছে হাজারো শ্রোতার ভালবাসার মুকুট সিআরআই। ব্যস্তার কারণে সিআরআইকে চিঠি লিখতে পারিনি। তবুও আমার প্রিয় সিআরআইকে শুনেছি নিয়মিতভাবে এবং এখনো শুনে যাচ্ছি। কিভাবে সিআরআই শুনতে শুরু করলাম সেই গল্প শোনাবো আপনাদেরকে আজ। ২০০৯ সালের ১১ এপ্রিল। দিনটা ছিল শনিবার। বাড়ির উঠোনে আমি ও আমার চাচাতো ভাই বসে গল্প করছিলাম। চাঁদের আলোয় পুরো উঠোন চমত্কার দেখাচ্ছিল। উত্তর দিক থেকে মৃদু মৃদু বাতাস বইছিল। এমন সময় আমার চাচাতো ভাই বলল, 'আমি তোমাদের ঘর থেকে রেডিও সেটটি নিয়ে আসি। তারপর দু'জন মিলে অনুষ্ঠান শুনব।' যে কথা সেই কাজ। সে রেডিও সেটটি ঘর থেকে নিয়ে এলো। অন করতেই শুনতেই পেলাম চমত্কার বাংলা ভাষায় প্রচারিত অনুষ্ঠান। আমি বুঝতে পারলাম, এটা বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান নয়। এমন সময় সিআরআই'র একজন ঘোষক বললেন, 'এতক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনলেন।' তখন বুঝলাম এটা সিআরআই। সেদিন থেকেই সিআরআই শুনতে শুরু করি। অবশেষে শত ব্যস্ততার অবসান ঘটিয়ে সিআরআইকে লিখলাম। এটি আমার প্রথম চিঠি। আশা করি, আমাকে গ্রহণ করে নেবেন।" শেখ সাজু আহম্মেদ, নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার এবং চিঠি লিখতে শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও নিয়মিতভাবে আমাদেরকে চিঠি লিখবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040