Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-11-30 16:12:34  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমার প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইট পরিবর্তন করতে যাচ্ছি। এর জন্য সময় দরকার। তাই আমি আশা করি, নতুন ওয়েবসাইট তৈরি করার আগ পর্যন্ত, আপনারা এখন সোমবার থেকে রবিবারের প্রতিদিনের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে আপনাদের মনের কথা, মতামত ও সমস্যা তুলে ধরে লিখবেন। আপনাদের চিঠি ও ইমেইলের জন্য অপেক্ষা করছি। আরেকটি বিষয়, প্রতিটি অনুষ্ঠানে আমরা চারটি বাংলা গান শুনাবো, কিন্তু চীনে বাংলা গান সংগ্রহ করা তত সহজ নয়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যদি আপনাদের প্রিয় ভাল বাংলা বা দক্ষিণ এশিয়ার গান সংগ্রহ করতে পারেন, তাহলে তা আমার ঠিকানায় ডাকযোগে অথবা ইমেইলে পাঠিয়ে দেবেন। আমার ইমেইল ঠিকানা হচ্ছে, hawaiicoffee@sina.com.। আমি আবার পড়ছি, hawaiicoffee@sina.com.। আশা করি আপনাদের সাড়া পাবো।

তৃতীয় বিষয়, আমরা আশা করি অদূর ভবিষ্যতে আপনারা এ নতুন ওয়েবসাইট দেখতে পারবেন। তখন আমাদের বাংলা বিভাগের সব সদস্যের নিজের একটি ওয়েবসাইট থাকবে। আশা করি আমার প্রিয় বন্ধুরা ওয়েবসাইটে কথা বলবেন এবং চিঠি লিখা অব্যাহত রাখবেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

: দীর্ঘ দিন ধরে প্রতিটি মুখোমুখি অনুষ্ঠানে, আমরা শুধু কয়েকজন বন্ধুর চিঠি ও ইমেইল পড়ে শুনিয়েছি, তবে অনেক অনেক বন্ধু আমাদের কাছে চিঠি ও ইমেইল পাঠিয়েছেন, কিন্তু চিঠির মানসহ বিভিন্ন কারনে তা প্রচার করা সম্ভব হয়ে ওঠেনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি বন্ধুর নাম লিখেছি, যদিও সময়ের অভাবে আপনাদের চিঠি পড়া সম্ভব হয়ে ওঠে না তারপরও আমরা কিন্ত আপনাদের সবার চিঠি পড়ি এবং তা থেকে ভালো চিঠিগুলো বাছাই করে নেই। তাই আপনারা সবাই আরো সুন্দর ও সাবলীল ভাষায় বিশ্লেষণমূলক চিঠি লিখবেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা যাদের চিঠি পড়ে শোনাবো তারা হলেন:-

বাংলাদেশের পাবনা জেলার পাছ শুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক ডাঃ এস. এম. এ হান্নান, নাচোল উপজেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মোহাঃ আব্দুল মান্নান, পাবনা জেলার বিল ছালন রেডিও ক্লাবের ড. মো. রফিকুল আজিজ, ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হেসেন বিদ্যুত্, নওগাঁ জেলার চকিলাম সীমান্ত শ্রোতা সংঘের সভাপতি আ.ন.ম আফজাল হোসেন, কুষ্টিয়া জেলার বিপ্লব, নাটোর জেলার রিপা মল্লিক, মেহেরপুর জেলার মাহমুদ আবদুল লতিফ, কুষ্টিয়া জেলার বেতার শ্রোতা সংঘের মোঃ এ. এম. মজনু বিশ্বাস এবং বগুড়া জেলার সি আর আই ফ্যান ক্লাবের ডাঃ নুরুজ্জামান মন্ডল। এবারে ভারতের পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের বিধান চন্দ্র স্যান্যাল।

বগুড়া জেলার সড়ক ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের মাহমুদ আবদুর রাজাক লিখেছেন,

সুপ্রিয় বাংলা বিভাগ, আজ সি আর আই বাংলা বিভাগকে সালাম। আজকের মুখোমুখি অনুষ্ঠান আবাম সালাউদ্দিন ও জিনিয়া পরিবেশনা করলেন। আজে যে শিল্পী ফেরদৌস আরার কন্ঠের গান দারুন লাগল। যার জন্য সি আর আইকে ধন্যবাদ জানাই।

আজ আমার একটি ইমেইল পাঠ করা হল। তা খুব ভাল লাগল। আমরা সবাই তা শুনে খুশি হয়েছি। সব শেষে আসিফ এর কন্ঠে বাংলা গান ভাল লাগল।

ভারতের পশ্চিম বঙ্গের রেডিও লিসনার্স ক্লাবের রতন কুমার পাল লিখেছেন,

আমরা সবাই আপনার আজকের আবাম সালাউদ্দিন ও জিনিয়ার মুখোমুখি। খবর, জীবন গানের দক্ষিণ এশিয়া, মুখোমুখি। তবে আমার মনে হয় যে জীবন গানের দক্ষিণ এশিয়া আজকের সব চেয়ে ভাল অনুষ্ঠান। আবাম সালাউদ্দিনের পরিবেশনা খুব ভাল। সুন্দরবনে ডলফিনের অভয়াশ্রম খুব ভাল এবং বাঘের বৃদ্ধাশ্রম খবরটি তথ্য পূর্ণ ও আবেগ ময়।

সব গান খুব ভাল। আপনারা ওয়েবসাইট পরিবর্তন করবেন তা জানতে পেরে আমি খুব খুশি। যদি আপনারা সব অনুষ্ঠান নতুন ওয়েবসাইটে দিন তাহলে তা হবে খুব চমত্কার।

বাংলাদেশের বগুড়া জেলার সি আর আই ফ্যান ক্লাবের

ডা. নুরুজ্জামান মন্ডল। তিনি লিখেছেন, সুপ্রিয় সি আর আই বাংলা বিভাগ, আশা করি সকলে ভাল ও সুস্থ আছেন। আমরা CRI বাংলা বিভাগের একনিষ্ঠ শ্রোতা। বহু বছর ধরে সি আর আই বিভাগের অনুষ্ঠান শুনে আসছি। শুরুতে একটা সদস্য ক্লাব তৈরি করি। যাতে ২৭ জন শ্রোতা নিয়মিত শুনতাম। আমি ব্যাবসা নিয়ে

খুব ব্যাস্ত থাকি তাই চিঠি লেখার সুযোগ কম পেয়ে থাকি। বর্তমানে ইন্টারনেট হাতে পেয়ে লিখার সুযোগ হল। এটি আমার প্রথম চিঠি। আমরা বর্তমানে নিয়মিত আপনাদের ওয়েবসাইট দেখছি। বিশ তারিখের রাতের অনুষ্ঠানে শুনলাম যে আপনারা নতুন আঙ্গিকে ওয়েবসাইট প্রকাশ করবেন। আশা করি সুন্দর ও জ্ঞানে ভরা ওয়েব পাব। মুখোমুখী অনুষ্ঠান আমাদের খুব ভাল লাগে। অনুষ্ঠানে যে গানগুলো শুনানো হয় তাও ভাল লাগে। যেমন আজকের অনুষ্ঠানে একটি ইসলামিক গান বাজানো হল। আশা করি ভবিষতে আরো ইসলামিক গান শুনাবেন। তাছাড়া ডায়াবেটিক সমন্ধে অনেক তথ্য পেলাম। চীনা ভাষার সাংস্কৃতিক টিপস আমাদের খুব ভাল লাগে। আমরা আপনাদের প্রকাশ কৃত পুবের জানালা ম্যাগাজিনটি পেতে খুব আগ্রহী।

ভাই, আমি জিনিয়া, আমি এত খুশী যে আপনার প্রথম চিঠি আমি আমার অনুষ্ঠানে পড়তে পারছি। আমি জানি যে আপনি ব্যবসা করেন তাহলেতো আপনি খুব ব্যস্ত, তবে যদি আপনি আরো বেশি ইমেইল পাঠান, আমি খুব খুশি হবো। আপনাকে ধন্যবাদ।

ভারতে পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের বিধান চন্দ্র স্যান্যালl আমাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন, সাথে তিনি আমাদেরকে তার নিজের লেখা কয়েকটি নাটিকা পাঠিয়েছন। আমি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে প্রচার করবো। ভাই স্যান্যাল এবং পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

এখন শুনুন

ভারতের পশ্চিম বঙ্গের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সচিব রবি শংকর বসু লিখেছেন, Dear CRI-Bengla Service,

I would like to thank you for airing a thought-provoking interview of Mr.Ashis Chakraborty, Editor-in –Chief, The Telegraph, Kolkata, India on Friday, 11th November, 2011. The close interaction of Mr.Ashis Chakraborty with Madam Yu Guang Yue is highly appreciable as this interview helped us to know about the impact of China's joining to the WTO in the year 2001 in the fields of "Krishi-orthonity" of China. I firmly believe that the Central Government of China will not waive its subsidy in the fields of soyabean by the pressure of USA by any means. I am keenly interested in knowing more about China's "Soyabean Economics".

I came to know through this interview that Huaxi of Jiangsu Province is the richest village in China where every person has a car. Please broadcast a special report on this village in your programme "CHOLUN BERIYEE ASI" in near future.

I once again convey my thanks to Madam Yu Guang Yue for her interview with Mr.Ashis Chakraborty.

With best regards,

ভাই, আপনার চিঠিটি ইংরেজীতেই পড়ে শোনালাম। ভবিষ্যতে সুন্দর করে বাংলায় লিখে পাঠাবেন। তা না হলে হয়তো আপনার চিঠির উত্তর দেয়া সম্ভব হবে না। আবারও সব শ্রোতাদের জানাচ্ছি যে, আপনারা সবাই সুন্দর করে সাবলীল ভাষায় চিঠি লিখে পাঠাবেন। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের সুন্দর সুন্দর চিঠিপত্র নিয়ে। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং/আবাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040