|
আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।
শুরুতেই রয়েছে আপনাদের লিখে পাঠানো চিঠির কথা।
ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহঃ হাফিজুর রহমান আমাদের কাছে একটি চিঠি লিখেছেন,
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ
মান্যবর, আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। চীন আন্তর্জাতিক বেতারের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার লেখা একটি কবিতা পাঠালাম। শ্রোতা মুখোমুখি তে প্রচার করলে চির কৃতজ্ঞ থাকব।
যে দিন থেকে বুঝতে শুরু করেছি ভালবাসা কে, সেই দিন দেখেছি শুধু তোমায়।
যে দিন থেকে ভালবাসা কে উপলব্ধি করেছি, সেই দিন দেখেছি শুধু তোমায়। যে দিন থেকে ভালবাসা কে অনুভব করেছি , সেই দিন দেখেছি শুধু তোমায়।
দীর্ঘ্য ৭০ বছর ধরে তুমি আমাদের পাশে, সুখ-দুঃখ হাসি আনন্দের সাথী হয়ে।
বুজেছি তোমায় আমি, বুজেছি তোমার গুরুত্ব - তুমি চলার পথের পাথেয়।
তুমি সুন্দর অনুষ্ঠান আর ওয়েব সাইট দিয়ে আমাদের অন্তরকে ভরিয়ে দাও।
সুখের গুনগুন সুরে গেয়ে ওঠে মন - চীন আন্তর্জাতিক বেতার তুমি আমার ভালবাসা।
দুঃখ রয়েছে যত আমার অন্তরে, সব মুছে যায় তোমার ভালবাসায়।
আজ এই দুটি পিয়াসী চোখে সবসময় শুধু খুজি তোমায়।
তোমার মনোরম অনুষ্ঠান আর ওয়েব সাইটে জানি না কি ভাবে, কিন্তু যত দিন বাঁচব ততদিন তোমার কথা শুনব।
এই পিয়াসী চোখের পিয়াস মিটাব, এই ক্লান্ত মনের অবসাদ দূর করবো।
ভালো থেকো তুমি, তোমার মিষ্টি কন্ঠে ভালো রেখো আমাদের।
তোমায় সঙ্গে নিয়ে আমি আমার সকল দুঃখ ভুলে যাব ………
চিরদিন তোমায় ভালবাসব ……………….. তুমিও দিও আমায় একটু ভালবাসা।
সি আর আই এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ০১ অক্টোবর যে অনুষ্ঠান হত্তয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে আমার অসুস্থতার কারনে।
হঠাত্ করে আমার হার্ট ব্লক হত্তয়ার কারণে তা স্থগীত করা হয়েছে। আশা করি এই চিঠি প্রচার করবেন ।
বাংলাদেশের পাবনা জেলার সি আর আই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এস. এম আবদুল্লাহ রানা তাঁর ইমেইলে লিখেছেন,
প্রীতিভাজনেষু, হৃদয়ের অফুরন্ত ভালবাসা CRI বাংলা বিভাগের প্রাণ প্রিয় বন্ধুদের জন্য। আমাদের আশা আপনারা সবাই ভাল আছেন। চলতি কালের স্মৃতি ঙ্গানযাচাই প্রতিযোগিতার ৩নং প্রশ্নে রেডিওতে প্রচারিত কথিকায় বলা হয়েছে রাশিয়ায় ভ্রমন কত সালে অনুষ্ঠিত হয়? অথচ আপনাদের ওয়েব সাইটে ঐ প্রশ্নে
বলা হয়েছে চীনে ভ্রমন কত সালে হয়? এখন আমরা কোনটাকে সঠিক বলে ধরে নেব? এব্যাপারে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানে জানানোর জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। ইতিমধ্যেই আমরা কিছু উত্তরপত্র পাঠিয়েছি। আপনাদের বন্ধু,এস,এম,আবদুল্লাহ রানা।
বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন উত্তরের অংশ।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সাথী আহম্মেদ মল্লিক আমাদের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাস করেছেন,
চীনের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি?
একই ক্লাবের মোঃ সুমন মল্লিক লিখেছেন,
চীনে আজ পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কত?
তার পর ক্লাবের সদস্য মোঃ রুবেল মল্লিক লিখেছেন,
চীনের আবহাওয়া অধিদপ্তর চীনের কোন শহরে অবস্থিত?
বন্ধু মোঃ হেদায়েত মল্লিক লিখেছেন,
চীনের সর্ববৃহ প্রাসাদের নাম কি?
মিস. লাবনী খানম লিখেছেন,
চলচিত্র জগত থেকে চীনের কোন পরিচালক এ পর্যন্ত কোন অস্কার পুরস্কার পেয়েছে কি?
বন্ধু এম. এম. আনিচুর রামান লিখেছেন,
বর্তমানে চীনের আয়তন কত?
এম. এম. শাফিকুর রহমান লিখেছেন,
চীনের জাতীয় মাছের নাম কি?
ছালাউদ্দিন সাহবে, অনেক বছর ধরে চীনে থাকেন, আপনি কি এগুলো প্রশ্নের উত্তর জানেন?
হ্যাঁ অবশ্যই। চীনের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি?
চীনের পরিবেশ বিষয়ক সংগঠনের নাম হচ্ছে চীনা জনগণ পরিবশ রক্ষা মন্ত্রণালয়।
চীনে আজ পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কত?
চীনে আজ পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হচ্ছে ৪৭.৮ ডিগ্রি সেন্টিগ্রেড এবং মাইনাস ৫২.৩ ডিগ্রি সেন্টিগ্রেড।
এলাদাভাবে চীনের সিন চিয়াং স্বায়ত শাসিত অঞ্চলের ধু রু ফান এবং হেই লং চিয়ান প্রদেশের মো হে।
চীনের আবহাওয়া অধিদপ্তর চীনের কোন শহরে অবস্থিত?
চীনের আবহাওয়া অধিদপ্তর চীনের পেইচিং শহরে অবস্থিত।
চীনের সর্ববৃহ প্রাসাদের নাম কি?
চীনের সর্ববৃহ প্রাসাদের নাম হচ্ছে রাজপ্রাসাদ যাদুঘর।
চলচিত্র জগত থেকে চীনের কোন পরিচালক এ পর্যন্ত কোন অস্কার পুরস্কার পেয়েছে কি?
হুয়াং জং জান, অস্কার সেরা চিত্রগ্রহণ পুস্কার, দুই বার। উ হেন, প্রথম চীনা মানুষ অস্কার সেরা অভিনেতা। তার পর, সু ছুং, ইয়ু লিন মিন, লি অ্যান, ইয়ে জিং থিয়ন, পাও দে সি, থান দুন এবং ইয়া জি ইয়ে।
আচ্ছা, লি অ্যান আমার প্রিয় পরিচালক। তাঁর অনেক চলচিত্র আমি এত পছন্দ করি।
বর্তমানে চীনের আয়তন কত?
বর্তমানে চীনের আয়তন প্রায় ৯৬ লাখ বর্গ কিলোমিটার।
চীনের জাতীয় মাছের নাম কি?
চীনের জাতীয় মাছের নাম হচ্ছে চুং হুয়া সুন।
শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |