Web bengali.cri.cn   
মফিজুর রহমান ও শিহাবুর রহমান বাংলা বিভাগে আসার পর থেকে আপনাদের অনুষ্ঠান আরো আকর্ষণীয় হয়েছে
  2011-10-05 18:48:03  cri
বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান লিখেছেন, "২২ মে চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানটি শুনলাম। এই অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চীনে ভারতীয় দুতাবাস থেকে বাণীবদ্ধ অনুষ্ঠানটি আমাদের খুব ভাল লেগেছে। অনুষ্ঠানে রবীন্দ্রগবেষক পাই খাই ইউয়ানের সাক্ষাত্কার স্যুয়ে ফেইফেইর কন্ঠে '১৪০০ সাল' কবিতাটির আবৃত্তি সত্যিই অপূর্ব লেগেছে। অনুষ্ঠানটি এত জ্ঞানগর্ভমূলক যা ভাবাই যায় না। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপর শুনলাম খেলাধুলা বিষয়ক বিশেষ অনুষ্ঠান খেলাধুলার বিশ্ব। এ অনুষ্ঠানে আবাম সালাউদ্দিন টি-২০ বিশ্বকাপের যে চুলচেরা হিসেব-নিকেশ তুলে ধরেছিলেন তা আমাদের খুব ভাল লেগেছে। আপনাদের খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানটি সত্যি আমাদের তাক লাগিয়ে দিয়েছে। অনুষ্ঠানটি আরো তথ্যবহুল করার অনুরোধ করছি।" বন্ধু আব্দুল মান্নান, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই আপনাদেরকে আরো তথ্যবহুল অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করবো।

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচএম তারেক তাঁর চিঠিতে লিখেছেন, "আমরা সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনছি প্রায় ষোল বছর যাবত্। এই ষোল বছরে এমন একটি দিন ও খুঁজে পাওয়া যাবেনা যেদিন আমরা বাংলা বিভাগের সান্নিধ্য ছাড়া থেকেছি। বাংলা বিভাগের প্রতি আমাদের ভালবাসা অপার ও অসীম। মফিজুর রহমান ও শিহাবুর রহমান বাংলা বিভাগে আসার পর থেকে আপনাদের অনুষ্ঠান আরো আকর্ষণীয় হয়েছে। তাঁদের দু'জনের কাছ থেকে আরো সমসাময়িক প্রতিবেদন প্রত্যাশা করছি। অর্থনীতির অগ্রযাত্রা অনুষ্ঠানে শিহাবুর রহমানের সংযুক্তি এ অনুষ্ঠানকে আরো বেশি জনপ্রিয় করেছে। উত্স ডিএক্স কর্ণারের সভ্যদের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে আমাদের এলাকার অধিকাংশ লোক আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছে। আমাদের গ্রাম আপনাদের ঘঁটিতে পরিণত হয়েছে এখন। আপনাদের সহায়তা পেলে বাংলা অনুষ্ঠান প্রচারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। খেলাধুলার বিশ্ব অনুষ্ঠানে আবাম সালাউদ্দিনের পরিবেশনায় দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য খেলার বিবরণ জানতে পারছি। সুরের ভূবন আসরে চুংশাওলির পরিবেশনায় নিয়াও জাতির গান উপভোগ করলাম। শাংহাই বিশ্বমেলায় বাংলাদেশ ভবন ও দাইচিউন বিশ্বমেলার কথা শুনলাম। ভিন দেশীর চোখে অনুষ্ঠানে শুয়ে ফেইফেই'র কাছ থেকে পোল্যান্ড উসুর মাধ্যমে চীনের সংস্কৃতি জনপ্রিয় করা বিষয়ে জানলাম। ফোং সিউছিয়ানের কাছ থেকে আর্জেন্টিনার চীনা গবেষকের কথা শুনলাম। চীনা সাংবাদিকের বিশ্বমেলা পরিদর্শনের অভিজ্ঞতার কথাও জানলাম। কথা ও সুর অনুষ্ঠানে চিয়াং চিনছেংয়ের কাছ থেকে বিশ্বমেলায় স্বেচ্ছাসেবকদের গান আর দেরি নেই শুনলাম। প্রতিবেদনে চিয়াং চিনছেংয়ের পরিবেশনায় এশিয়ার তথ্যমাধ্যমের শীর্ষ সম্মেলনের কথা জানলাম। শিহাবুর রহমানের কাছ থেকে 'প্যট্রিয়টিক ক্ষেপণাস্ত্র স্থাপন মার্কিন-রুশ সম্পর্কের উপর প্রভাব ফেলবে' শীর্ষক প্রতিবেদন শুনলাম। প্রতিবেদনে খোং চিয়াচিয়ার পরিবেশনায় দুই দিনব্যাপী চীন-মার্কিন কৌশল ও অর্থনৈতিক সংলাপের উপর পরিবেশনা শুনলাম। সাংস্কৃতিক বাজার পর্বে পাকিস্তানে চীনের হানভাষা শেখার প্রতিযোগিতার কথা জানলাম। সৃজনশীল সাহিত্যকর্ম পর্বে আন্তর্জাতিক শিশু দিবসে উপলক্ষে জানালার পাশে ছোট্ট মেয়ের তীর্থম্নান নিয়ে আলোচনা ভাল লাগল।"

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পার্থ দত্ত লিখেছেন, "সিআরআই বাংলা বিভাগ আয়োজিত আমি ও সিআরআই'র বাংলা অনুষ্ঠান রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেণীর বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছি। আপনাদের পাঠানো পুরস্কার আমি পেয়েছি। প্রতিযোগিতায় আমার চিঠিটি পড়ে শোনানোয় আমি ভীষণ খুশি হয়েছিলাম। প্রথম শ্রেণীর পুরস্কার বিজয়ী হয়ে খুশির মাত্রা কয়েকগুন বেড়ে গেল। আমাকে প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরস্কার বিজয়ী ঘোষণা করার জন্য এবং পুরস্কার পাঠানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পুরস্কার হিসাবে পাঠানো টি-শার্টটি অত্যন্ত সুন্দর। টি-শার্টের সঙ্গে অন্য যে পুরস্কারটি পাঠিয়েছেন সেটি এখনো আমি সঠিকভাবে ব্যবহার করতে সক্ষম হইনি। এটির সঙ্গে ব্যবহারবিধি সংক্রান্ত কোন কাগজপত্র বা পুস্তিকা না থাকায় এটি ব্যবহার করতে পারছিনা। আপনাদের পাঠানো ছোট যন্ত্রটি ব্যবহার করতে না পারায় আমার ভীষণ খারাপ লাগছে। যদি সম্ভব হয় তবে যন্ত্রটির সম্পর্কে জানালে খুশি হবো। সিআরআই'র বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। শাংহাই বিশ্বমেলা সম্পর্কে রিপোর্ট খুব ভালো লাগছে। এই রিপোর্টগুলো থেকে অনেক কিছু জানতে পারছি। কুয়াংচৌ এশিয়ান গেমসের প্রস্তুতি সম্পর্কিত রিপোর্টগুলি খুব ভালো লাগছে। কুয়াংচৌ'র পরিকাঠামোগত উন্নয়নের খবর জানতে পেরে খুব ভাল লাগছে। আমার বিশ্বাস পেইচিং অলিম্পিক গেমসের মতোই কুয়াংচৌ এশিয়ান গেমসও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।" বন্ধু পার্থ দত্ত, পুরস্কার হিসেবে যে ছোট্ট বস্তুটি আপনাকে পাঠানো হয়েছে সেটি আসলে একটি ইউনিভার্সল সিরিয়াল বাস বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এটাকে পেন ড্রাইভও বলা হয়। এর মধ্যে কম্পিউটার থেকে তথ্য সংরক্ষণ করা যায় বা অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। আশা করি, আপনি এখন এটিকে ব্যবহার করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040