Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-08-01 20:16:11  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

শুরুতেই রয়েছে আপনাদের লিখে পাঠানো চিঠির কথা।

প্রথমেই আমাদের বন্ধু, বাংলাদেশের ঢাকার রেজাউল করিম আমাদের পাঠানো একটি ইমেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন,

সুপ্রিয়

চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সবাই,

আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছি। আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমার নিকট খুব ভাল লাগে।

চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০ বত্সর পূর্তি উপলক্ষে আপনারা যে জ্ঞানযাচাই প্রতিযোগিতার আয়োজন করেছেন সেই জন্য যাচাই প্রতিযোগিতার প্রশ্নমালাসহ পুবের জানালা পত্রিকা প্রেরণ করবেন।

হ্যাঁ ভাই, আপনি আমাদের হৃদয়ের কাছের আপন একজন। অবশ্যই আপনার অনুরোধ রাখবো। ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশের ঢাকার আঙ্গুনিয়া পারভিন আমাদের কাছে একটি প্রশ্ন পাঠিয়ে জানতে চেয়েছেন, -সি আর আইর প্রথম বিদেশী শ্রোতা সংঘের নাম কি?

সিআরআই প্রতিষ্ঠার ৭০ বত্সরের বিশেষ অনুষ্ঠানের একটি প্রশ্ন, যদি আপনি আমাদের প্রতিটি অনুষ্ঠান শুনেন, তাহলে আপনি অব্যশই এ প্রশ্নের উত্তর জানতে পারবেন। তাই না? এখন আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতা শেষ হয়নি। তাই এবারে আপনার প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হচ্ছে না। সুপ্রিয় বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আগামী পুবের জানালায় সব উত্তর পেয়ে যাবেন।

বাংলাদেশের রাসেন সিকদার তার মোবাইল ফোনের মাধ্যমে আমাদের একটি ইমেইল পাঠিয়েছেন, তিনি লিখেছেন,

সুপ্রিয় ভাইয়া ও আপু, শুরুতে রইলো শরতে বাংলার বুকে ফোঁটা সমস্ত কাশ ফুলের শুভেচ্ছা। আমার চিঠি ও ইমেইলের উত্তর পাচ্ছি এতে আমি এবং আমার ক্লাবের সবাই খুব আনন্দিত।

হ্যাঁ, আমাদের ভালো বন্ধু রাসেল, আপনার শুভেচ্ছা আমি আর আমার সহকর্মী জিনিয়া তা গ্রহণ করলাম এবং আপনাকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, তিনি আরো লিখেছেন, আমি খুব গভীর মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনি ১৮.৯.২০১১ তারিখে সন্ধ্যার অনুষ্ঠানে মনির খানের প্রিয়ারে মন থেকে আজো তোমার হতে পারিনি। এই গানটি শোনানোর আগে আপনারা শিল্পির নাম ভুল করে মনির চৌধুরী বলেছিলেন। ভুল ধরিয়ে দিলাম বলে কি আমার ইমেলটি পড়বেন না? কেন ভাই এই যে এখন পড়ছি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি আরো লিখেছেন, আপনাদের সাথে আমাদের বন্ধনের সেতু হচ্ছে শ্রোতাদের মুখোমুখি। আমার অনুরোধ রইলো শ্রোতাদের মুখোমুখির সময় বাড়ানো হোক। আমার চীন সম্পর্কে প্রশ্ন আছে।

১ চীনের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

২ CRI এর মহাপরিচালকের নাম কি?

প্রিয় বন্ধু রাসেল, চীনের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে মাও সে তুং। এবং সি আর আইর মহাপরিচালকের নাম হচ্ছে ওয়াং কেং নিয়েন।

বাংলাদেশের পাবনা জেলার বন্ধু এস. এম. আবদুল্লাহ রানা আমাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন, এতে তিনি লিখেছেন,

প্রীতিভাজনেষু, শুভেচ্ছা ও ভালবাসা সকলের জন্য। আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের পাঠানো পুবের জানালা পত্রিকা পেলাম। পত্রিকা বেশ ভাল হয়েছে। তবে এ সংখ্যায় CRI প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার প্রশ্নমালা থাকার কথা বলেছিলেন। কিন্তু কই? যাহোক প্রশ্নমালা দ্রুত পাঠানোর ব্যবস্হা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এমনিতেই শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার এবং ক্লাবের জন্য আপনাদের পাঠানো উপহার সামগ্রী না পেয়ে আমরা বেশ হতাশায় ভূগছি। যদিও এসব অনেক আগেই পাওয়ার কথা ছিল। আপনারা দয়া করে এসব পাঠালে আমরা কিন্তু ভীষণ খুশি হতাম। আমাদের দৃঢ় বিশ্বাস শীঘ্রই আপনারা এবিষয়ে পদক্ষেপ

নেবেন। পরিশেষে সবার সুন্দর জীবন কামনায়।

ভাই রানা, কেন যে আপনার পুরস্কার পান নি তা আমাদের কাছে বোধগম্য নয়। আপনি দয়া করে আপনার এলাকার ডাকঘরের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আগামী সংখ্যা পূবের জানালায় অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। একটু অপেক্ষা করুন ভাই। ভালো আপনারা সবাই

এবার একটু বিশ্রাম নেয়া যাক। আর সেই অবসরে শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী পলাশের কন্ঠে "এক দুই তিন" গানটি।

গানের কথা এমন:

তোমার জন্য হাসি, তোমার জন্য কাঁদি, যন্ত্রণা তবুও আশাতেই বুক বাঁধি

আমাদের বাংলাদেশের বাংলাদেশের ফ্রেন্ডস রেডিও ক্লাব আমাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, সি আর আই এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১ অক্টোবর ক্লাবের পক্ষ থেকে সি আর আই-এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকভাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ক্লাবের সকল সদস্য উপস্হিত ছিলেন। অনেক বাঁধা অতিক্রম করে সি আর আই ৭০ তম বর্ষে পা দিল। সি আর আই এখন ৭০ বছরের পূর্ণ যুবক। যে যুবক গত ৭০ বছর ধরে শ্রোতাদের মাঝে নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ, সাংস্কৃতিক সংবাদ, তথ্য প্রযুক্তির সংবাদ, মহিলা জগতের, সংবাদসহ নানা তথ্য প্রচার করে চলেছে। যা সকল বয়সের শ্রোতাদের মন জয় করে সকল বেতারের শীর্ষে অবস্হান করছে।

সি আর আই ৭০ তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আমরা দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবো।

এর মধ্যে থাকবে: সকাল ১০ টায় রালি। রালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই অংশ নিবেন বলে আশা করছি। রালি নওগাঁ শহরের ৭ কিলোমিটার রাস্তা পরিভ্রমণ করবে। রালিতে ১৮০ টি মোটর সাইকেল, ৫০ টি ঘোড়ার গাড়ি, ১৫০ টি রিক্সা, ৫০ টি ভ্যান গাড়ি ব্যাবহার করা হবে। এসময় পুরো শহরে উত্সব মুখোর পরিবেশের স্স্ষ্টি হবে বলে আশা করছি।

বিকেল ২ টায় বিভিন্ন ধরনে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিজয়ীদের প্রথম পুরস্কার ৭০টি কেচিবু রেডিও, ২য় পুরস্কার বিজয়ীদের ৩৫ টি হাত ঘড়ি, ৩য় পুরস্কার বিজয়ীদের ১৮ টি ক্যালকুলেটর দেওয়া হবে।

বিকেল ৫ টায় সি আর আই এর উপর আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন নওগাঁ শহরের বিশিষ্ঠ শিল্পপতি জনাব শহিদুল ইসলাম। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত থাকবেন। সন্ধা ৬ টায় ডিএক্স প্রদর্শনী। এতে আপনাদের পাঠানো বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হবে।

রাত ৯ টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১ টায় সি আর আই এর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

তাই আমাদের জন্য অবশ্যই কিছু " ব্যাজ, স্টিকার, পোষ্টার, চাবির রিং, রেডীও সেট, টি শার্ট, পত্রিকা, বই, কলম সহ বিভিন্ন সামগ্রী পাঠাইবেন যাতে আমরা তা ডি এক্স প্রদর্শনীতে রাখতে পারি।

আরো থাকছে রচনা প্রতিযোগিতা বিষয়: আপনি কেন সি আর আই শোনেন?

এই বিষয়ের উপর বাংলাদেশ ও ভারতের সব শ্রোতা বন্ধুদের ৫০০ শব্দের মধ্যে রচনা আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে পাঠিয়ে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।

বিজযীদের ১০ জনকে দেওয়া হবে ৮ জিবির ইউএসবি কার্ড। প্রতিযোগিতার পর সব রচনা সি আর আই এর দপ্তরে পাঠানো হবে।

সি আর আই দীর্ঘ জীবি হোক।

আপনাকে অনেক ধন্যবাদ এ ধরনের একটি বৃহত্‌ অনুষ্ঠান আয়োজনের জন্য। আমারা ভাই চেষ্টা করবো আপনাকে সহায়তা করার জন্য।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আরেকটি গান শোনাবো। শিল্পী তপন চৌধুরীর গাওয়া আমার হিয়ার মাঝে নামের একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040