Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-09-28 15:42:01  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

শুরুতেই রয়েছে আপনাদের লিখে পাঠানো চিঠির কথা।

ভারতের পশ্চিম বঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের

মুহ: হাফিজুর রহমান আমাদের কাছে লিখেছেন,

মান্যবর, 'আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নিয়মিত ও অনেক পুরানো শ্রোতা। আমি এবং আমাদের শ্রোতা সংঘের প্রত্যেকে আপনাদের অনুষ্ঠান খুবই পছন্দ করে। একদিনও অনুষ্ঠান শোনা থেকে বিরত হই না। সিআরাই'র অনুষ্ঠান খুব সুন্দর এবং সময়পোযোগী, যা শুনে অনেক কিছু পাওয়া যায়, অন্য বেতার থেকে এত তথ্য সংগ্রহ করা যায় না। সিআরআই'র বাংলা অনুষ্ঠানের সাথে আমার পথ চলা শুরু হয়েছে ১৯৮৯ সালের এপ্রিল মাস থেকে। সেই থেকে সিআরআই'র সাথে সম্পৃক্ত হয়ে, একত্ম হয়ে মিশে আছি। অনুষ্ঠান শুনছি, মতামত পাঠাচ্ছি। সিআরআই'র বাংলা বিভাগ থেকে নানা অজানা তথ্য পাই চীন এবং বিশ্ব সমন্ধে, যা আমাদের পথ চলায় সহায়তা করে চলেছে, আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করছে। আপনাদের সংবাদ ও আজকের প্রতিবেদন খুবই তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ। আমার মতে সিআরআই'র প্রতিটি অনুষ্ঠানেই রয়েছে অভিনবত্ব ও নতুনত্ব । আর এই নতুনত্বের জন্যই শ্রোতারা সিআরআইকে সর্বদা ভালোবাসে। এ জন্যই সিআরআই অন্যান্য শ্রোতাদের মত আমার হৃদয়কেও জয় করে নিয়েছে। সর্বোপরি সিআরআই কর্তৃপক্ষের সৌহাদ্যপূর্ণ আচার ব্যবহার ও মধুর কন্ঠস্বর এই অনুষ্ঠানের মান মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি, আপনাদের অনুষ্ঠান আমাদের কাছে এতো ভাল লাগছে যে, ভাষায় প্রকাশ করা যাবে না। চীনের সমাজ সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, প্রকৃতি, ভাষা, ক্রীড়াসহ প্রত্যেকটি বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে থাকি সিআরআই'র আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েব সাইট থেকে। আমাদের জীবন ফুড়িয়ে যাবে এক দিন কিন্তু চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কথাগুলো আমরা ভুলবো না। আমরা আরো ভুলবো না আপনাদের কন্ঠস্বর। আমরা যখন সিআরআই'র বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে বসি, তখন আমাদের মনে হয় আমাদের খুব কাছের লোকজন এই অনুষ্ঠান চালাচ্ছেন। একই পরিবারে সকলে মিলে বসে আছি। আমাদের সকলের অনুরোধ যে আপনারা অনুষ্ঠান আরো সুন্দরভাবে গড়ে তুলুন। যাতে নতুন করে আরো শ্রোতারা আগ্রহ হয় চীন আন্তর্জাতিক বেতার শোনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েব সাইটের জন্য । ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায়।

বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এস,এম,আবদুল্লাহ রানা তাঁর ইমেইলে লিখেছেন,

প্রীতিভাজনেষু, বাংলা বিভাগের সব্বাইকে প্রীতিময় শুভেচ্ছা এবং হৃদয়ের অফুরন্ত ভালবাসা জানিয়ে শুরু করছি আজকের বার্তা।আশা করি ভাল আছেন সকলে। দীর্ঘ ৩৫ বছর যাবত্‍ সিআর আই বাংলা বিভাগের সাথে আছি এবং আজীবন থাকার প্রত্যাশায়। CRI শুনে অনেক কিছু অর্জন করেছি। বাড়িয়েছি জ্ঞান ভান্ডার। যা অন্য কোন মাধ্যমে সম্ভব হতো না। পেয়েছি অনেক মূল্যবান উপহার সামগ্রী।এজন্য আন্তরিক কৃতঙ্গতা প্রকাশ করছি। CRI প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ প্রতিযোগিতায় ইমেইলের মাধ্যমে অংশ নেয়া যাবে কিনা জানালে বাধিত হবো। পুবের জানালা কবে পাঠাবেন? ২০১১ সালের ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতার সেই কাংখিত পুরস্কার আজ ও পেলাম না। এবছর বাংলাদেশে কোন শ্রোতা সম্মেলন করার পরিকল্পনা আপনাদের আছে কি? গত ২৮ আগষ্টের মুখোমুখি অনুষ্ঠানে বিহারের শ্রোতা সমীর কুমার দাসের সাক্ষাত্‍কার খুব ই ভাল লেগেছে । ইদানিং চিঠি পত্রের জবাব কম হচ্ছে। এবিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের উত্তরের অপেক্ষায়।

হ্যাঁ ভাই হাফিজ এবং ভাই রানা, আপনাদের পত্র আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। আপনাদের জন্যইতো আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা। সময়মতো আপনাদের উপহার পাঠানো হবে। ভালো থাকুন।

এবার তাহলে একটু বিনোদনের পালা। আর এতে শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী প্রিন্স মাহমুদের কন্ঠে "জাগো প্রজন্ম" গানটি।

বাংলাদেশের বগুড়া জেলার আটমূল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম, শামসুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন,

সি আর আই বাংলা বিভাগ,

আমাদের ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

অনুষ্ঠান রান্না বান্না অনুষ্ঠানটিতে সুর্বনা আপুর উপস্থাপনায় হাংচু শহরে বেড়ানোর গান শুনে খুবই ভাল লাগলো।

সি আর আইর নিকট আমাদের অনুরোধ রাইল আপনারা চীনের প্রতিটি প্রদেশের অনুষ্ঠান প্রচার করার অনুরোধ রইল। আপনাদের প্রতিটি অনুষ্ঠান খুবই ভাল।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিপ্লব আমাদের কাছে সহকর্মী আকাশের কাছে একটি চিঠি লিখেছেন, তিনি লিখেছেন-

আকাশ ভাই, আমি নিয়মিত চীনা ভাষা শেখার চেষ্টা করছি কিন্তু পারছি না। আপনার কাছে অনুরোধ পূবের জানালায় একটি বা দুইটি করে চীনা ভাষা চীনা-বাংলা উচ্চারণ করা যায় ছাপালে আমাদের জন্য অনেক সহজ হবে।

জি :

হ্যাঁ বন্ধু, আপনার চিঠিটি আমরা আকাশকে দিয়েছি। তিনি খুব খুশি হয়েছেন। তিনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনার প্রস্তাবটি আমরা বিবেচনার জন্য কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি।

বাংলাদেশের অধ্যাপক নজরুল ইসলাম আমেদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, এতে তিনি লিখেছেন,

চীন আন্তর্জাতিক বেতার,

বিশ্বমেলা বিজয় পুরস্কার পাঠানোর জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানটি সত্যিই অসাধারণ। যা হৃদয় ছুঁয়ে যায়। সি আর আই কর্তৃপক্ষ ও সুপ্রিয় বন্ধুদের প্রতি রইল আমদের আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ অনুষ্ঠানের সি ডি এবং বিশ্বমেলার কোন প্রামান্য সি ডি পাঠালে খুশি হবো।

ভাই, আমাদের হাতে তো এখন নেই। ভবিষ্যতে পাওয়া গেলে পাঠানোর চেষ্টা করবো।

বন্ধুরা, এখন আমাদের পি পি এস-এর কয়েক বন্ধুদের কথা,

বাংলাদেশের ঢাকা ইন্ডিয়া সি আর আই লিসেনারস এ্যাসোসিয়েশনের বিধান চন্দ্র স্যান্যাল লিখেছেন,

চীন-বৃটেন চতুর্থ অর্থনীতি ও অর্থ-সংলাপ ফলপ্রসু হওয়ায় এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর হওয়ায় আমরা খুশি। সি আর আই এ সম্পর্কে আলোকপাত করবার জন্য ধন্যবাদ।

হ্যাঁ, ভাই স্যান্যাল, আপনাকেও ধন্যবাদ।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আরেকটি গান শোনাবো। শিল্পী পাপেয়া সারোয়ার গাওয়া সেদিন দু'জনে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040