গত ১৮ জুলাই ঝিনাইদহ প্রেস ক্লাবে চীন আন্তর্জাতিক বেতারের ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সিআরআই ফ্যান ক্লাব, ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাব ও ডিএক্স রেডিও ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগে একটি আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্জ্ব শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা তথ্য কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিআরআই ফ্যান ক্লাবের সভাপতি এম. বি. জামান সিদ্দিকী। অনুষ্ঠানে সিআরআই-র তিনজন্ বিশিষ্ট্য শ্রোতাকে সিআরআই-র তরফ থেকে উপহার প্রদান করা হয়। এরা হলেন: সাবেক জেলা তথ্য কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। সিআরআই-র সংক্ষিপ্ত ইতিহাস পাঠ করেন ডিএক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যুত। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় সিআরআই সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং তাৎক্ষনিকভাবে পুরষ্কার প্রদান করা হয়। এই অংশটি পরিচালনা করেন ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন রিজু। পুরষ্কার দেয়া হয় ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাবের সৌজন্যে। সবশেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনের কর্মসূচীর প্রারম্ভে একটি পদশোভাযাত্রা বের করা হয়।
রিপোর্ট:
সাজ্জাদ হোসেন রিজু
সভাপতি
ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাব
৪০/৮ করিম উদ্দিন রোড
মহিলা কলেজ পাড়া
ঝিনাইদহ
বাংলাদেশ।
ফোন: ০১৫৫৮৮৫২৩৩৬