|
আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং আমি আবাম ছালাউদ্দিন আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।
শুরুতেই রয়েছে আপনাদের লিখে পাঠানো চিঠির কথা।
আজকেল অনুষ্ঠানে প্রথম চিঠিটি আমাদের বাংলাদেশের ঢাকার একজন বন্ধু, এ, কে, এম নাসিরউদ্দিনের, চিঠিতে তিনি লিখেছেন,
সুপ্রিয় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ, আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছি। আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমার নিকট খুব ভাল লাগে। বিশেষ করে চীনা ভাষা শিখা, জীবন গানের দক্ষিণ এশিয়াসহ অনেক অনুষ্ঠান আমার নিকট খুব ভাল লাগে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল এই যে, ইতিপূর্বে কয়েকটি পত্র দিয়ে তার কোন উত্তর না পেয়ে সত্যিকারভাবে দুঃখিত। তাই আবার লিখলাম, আবার ৭০ বত্সর পূর্তি উপলক্ষে আপনারা যে জ্ঞানযাচাই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছেন সেই জন্য যাচাই প্রতিযোগিতার প্রশ্নমালাসহ পুবের জানালা পত্রিকা প্রেরণ করবেন।
প্রিয় নাসির উদ্দিন ভাই, আমি প্রতিদিন অনেক অনেক চিঠি দেখি, এত বেশি চিঠি দেখি যে, আমি শুধু আশা করি যতবেশি বন্ধুর চিঠি অনুষ্ঠানে বলতে পারি ততবেশি ভাল। আপনার চিঠি পেয়ে জানি যে, আপনি আমাদের জীবন গানের দক্ষিণ এশিয়া অনুষ্ঠানটি পছন্দ করেন আমি তো খুশি, আমরা ভব্যিষতে আরো বেশি প্রশ্ন এবং চিঠির উত্তর দেবো। ৭০ বত্সর জ্ঞানযাচাই প্রতিযোগিতা সম্বদ্ধে, বন্ধুকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি, আমাদের ২০১১ সালের প্রথম পুবের জানালা তৈরি করা শেষ হয়েছে, এখন আমাদের ছাপাখানায় মুদ্রিত হয়েছে। আশা করি আপনারা পছন্দ করবেন। আর এ বছরের দ্বিতীয় পুবের জানালা এখন আমরা তৈরি করছি, ৭০ বত্সর জ্ঞানযাচাই প্রতিযোগিতা প্রশ্নগুলো অবশ্যয়ই নতুনটি পুবের জানালায় থাকবে।
তিনি আরো লিখেছেন, পত্র পেয়ে ছোট একত্রের সাবে 'স্ত্রী ও পুরুষ পান্ডার পছন্দ ভিন্ন আবাম' নামের লেখাটি প্রেরণ করলাম। আশা করি লেখাটি আপনাদের ভাল লাগবে। আশা করি এ ঐ লেখাটিকে আপনারা ইচ্ছে করলে মাসিক শ্রেষ্ঠ লেখা হিসেবে ভাবতে পারেন?
এখন আমাদের বন্ধু, বাংলাদেশের ঝিনাইদহের ডিএক্স রেডিও ফ্যান ক্লাবের শওকত হোসেন বিদ্যুত একটি চিঠিতে তিনি লিখেছেন,
সি আর আই বাংলা বিভাগ, লাব্যন্য ও আকাশের সাথে চীনা ভাষা শেখার চেষ্টা করছি খুব ভাল লাগে। তবে শিখতে পারছি না। আবহাওয়া সম্পর্কিত পাঠটি শুনলাম এবং জানলাম থিয়েন চিয়নি মানে আহবাওয়া। চীনা শব্দগুলো আর একটু ধীরে উচ্চারণ করলে অনেক ভাল হয়।
ভাই বিদ্যুত, যদি আপনি আমাদের প্রতিদিনের চীনা ভাষা শেখার অনুষ্ঠান শুনেন আপনার চীনা ভাষা অব্যশই চমত্কার হবে। আপনি আরো বলেছেন যে অনেক দিন ধরে কোন প্রতিযোগিতা হচ্ছে না। ভাই, "কালের স্মৃতি-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" গত মাসে চলছে। আশা করি আপনি এ জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।
বন্ধুরা, এখন আমরা একটি সুন্দর গান শুনবো। শিল্পী সামিনা চৌধুরীর কন্ঠে এক লহমা গানটি। গানের কথা এমন:
ঐ আকাশের নীল অনেক দূর, ঐ বাঁশীতে বাজে তোমার সুর, সূর্যের টিপ পড়বো সকাল দুপুর।
আমি আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, ফিরে আসছি আপনাদের চিঠিগুলো নিয়ে।
বাংলাদেশের নাটোর জেলার ডাঃ মোঃ সোলায়মান তিনি চিঠিতে লিখেছেন,
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল পাঠক-পাঠিকাদের প্রতি, সেই সাথে রইল নতুন বছরের আগমনে বসন্তের কোকিল ডাকা সুবাসভরা গোলাপের পরশ উদ্দেলিত মনের ভালবাসা ।
২০১১ বর্ষক্রম কোন আশীর্বাদ প্রাপ্ত প্রত্যাশায় আশা করি এ বছর সবার জন্য বয়ে আনবে কল্যাণ ও সকলতা।
বাংলাদেশের নওগা জেলার ফ্রেন্ডস রেডিও ক্লাবের দেওয়ান রফিকুল ইসলাম আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন,
তিনি লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ, আমার শুভেচ্ছা নিবেন। আমি ১৯৮৫ সাল থেকে বাংলা অনুষ্ঠান শুনছি এবং নিয়মিত মতামত পাঠাছি, ইমেইল করছি।
নতুন আঙিকের অনুষ্ঠান ভাল লাগছে। তবে অনুষ্ঠান আরো ঢেলে সাজাতে হবে। আন্তর্জাতিক বিষয়গুলো আরো বেশী যোগ করতে হবে। তথ্যগুলোর মান আরো বাড়াতে হবে। শ্রোতাদের সঙ্গে আরো ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ করতে হবে।
ভাই ইসলাম, আমাদের অনুষ্ঠান শোনা ও সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মতামতে আমরা খুশি এবং তা পালনের চেষ্টা করবো। আমরা অবশ্যই চেষ্টা করে অনুষ্ঠানের মান উন্নয়ন করবো, শ্রোতাদের সম্পর্ক জোরদারে আরো বেশি প্রচেষ্টা চালাবো।
এখন আমাদের পি পি এস-এর বন্ধুর কথা:
ভারতের রেডিও লিসেনার্স ক্লাবের আমানত খান লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে এটা আমার আনন্দের একটি বার্তা। সি আর আই কার্যক্রমের ৭০ বছর অতিক্রমের জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার কামনা ও প্রার্থনা হল আগামী বছরগুলোতে সি আর আই যেন অধিক সাফল্য অর্জন করতে পারে।
মহ: হাফিজুর রহমান লিখেছেন,
১৩ আগষ্টে তরতাজা বিশ্ব সংবাদের পর আজকের প্রতিবেদনে ১২ আগস্ট শুরু হওয়া চীনের সেনজেন শহরের ছাব্বিশতম বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সি আর আইয়ের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন শুনলাম। আগামী দু\'সপ্তাহে বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলের প্রায় ৮ হাজার যুব ক্রীড়াবিদ এই মঞ্চে তাদের নৈপুণ্য দেখাবেন। আমরা এই প্রতিযোগিতার সাফল্য কামনা করি| তারপর রকমারি অনুষ্ঠানের প্রথমে খেলার খবর বেশ ভালো লাগলো| প্রকাশ ও শিয়াবুর ভায়ের তিব্বত দর্শনের অভিজ্ঞতার কাহিনী নিয়ে ধারাবাহিক পরিবেশনাগুলি দারুন উপভোগ্য| আজ তিব্বত দর্শনের বিভিন্ন জায়গার বর্ণনা আমাদের সমৃদ্ধ করলো| আপনাদের মাধ্যমে আমরাও যেন আমাদের স্বপ্ন রাজ্য তিব্বত ঘুরে দেখেছি|
বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আরেকটি গান শোনাবো। শিল্পী প্রিন্স মাহমুদের গাওয়া জান নামের একটি গান।
আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।
শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |