|
বাংলাদেশের চুয়াদাঙ্গা জেলার ইউনিটেড রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট শরিফ উদ্দিন দিলু জানতে চেয়েছেন, চীনের ধুমপানের হার কত? এবং বিশ্বের ধুমপানের নিম্ন হারের দেশের নাম জানতে চান। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে ৩৫কোটি মানুষ ধুমপান খায়। এটি হল চীনের মোট লোকসংখ্যার শতকরা ২৫ ভাগেরও বেশি। এরমধ্যে শতকরা ৬৬ভাগ হল পুরুষ। বিশ্বের নূন্যতম ধুমপান খাওয়ার হারের দেশ হল মাদাগাস্কার। (Madagascar) তার ধুমপান খাওয়ার হার মোট লোকসংখ্যার শতকরা ০.১ ভাগেরও কম।
বাংলাদেশের যশোর জেলার ছাতিয়ানতলা রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট সরদার রবিউল ইসলাম রবি জানতে চেয়েছেন, চীনের বৈধ নাগরিকত্ব পাবার জন্য কি কি উপায় আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের আইন অনুযায়ী এক, তার বাবা ও মার মধ্যে একজন হল চীনা নাগরিক এবং তা চীনে জন্মগ্রহণ করলে, তা চীনের নাগরিকত্ব পেতে পারে। দুই, তার বাবা ও মার মধ্যে একজন হল চীনা নাগরিক এবং তা বিদেশে জন্মগ্রহণ করলে, তার চীনের নাগরিকত্ব পেতে পারে। তিন, তার বাবা ও মার কোনো দেশের নাগরিকত্ব নেয় বা তাদের নাগরিকত্ব অস্পষ্ট, কিন্তু তারা চীনে বসবাস করে এবং তা চীনে জন্মগ্রহণ করলে, তা চীনের নাগরিকত্ব পেতে পারে। চার, বিদেশী ও কোনো দেশের নাগরিকত্ব না হওয়ার মানুষ চীনের নাগরিকত্ব পাওয়ার তিনটি শর্ত রয়েছে যে, তার চীনের সুপরিবার রয়েছে, তা চীনে স্থায়ীভাবে বসবাস করে ও তার অন্যান্য যথাযথ কারণ রয়েছে। চীনের আইন অনুযায়ী, চীনের নাগরিকত্ব পাওয়ার পর অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করা উচিত। যদি চীনা নাগরিক অন্যান্য দেশের নাগরিকত্ব পেলে, তাহলে তার উচিত চীনের নাগরিকত্ব ত্যাগ করা ।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পী এম ফ্যান ক্লাবের সভাপতি শ্রী সুকদেব কুমার ঘোষ জানতে চেয়েছেন, নয়া চীন প্রতিষ্ঠা ৬০তম জ্ঞান যাচাই প্রতিযোগিতা বিশেষ পুরস্কার বিজয়ী ১০জন কোন কোন দেশের শ্রোতারা হলেন জানাবেন। বাংলা বিভাগ সিআরআই থেকে কোন শ্রোতা বিশেষ পুরস্কার বিজয়ী হয়েছেন কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, নয়া চীন প্রতিষ্ঠা ৬০তম জ্ঞান যাচাই প্রতিযোগিতা বিশেষ পুরস্কার বিজয়ী ১০জন হলেন যুক্তরাষ্ট্র, জাপান, শ্রীলংকা, মায়লেশিয়া, ইরান, আফগানিস্তান, সার্বিয়া, হাংগারি ও ফ্রান্সের শ্রোতা। বাংলা বিভাগের শ্রোতা দশ, বারোজন শ্রোতা বিশেষ পুরস্কার বিজয়ী হয়েছিলেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |