|
শুরুতেই রয়েছে আপনাদের লেখা চিঠি থেকে পাঠ পর্ব।
বাংলাদেশের ঢাকা থেকে দিদারুল ইকবাল আমাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, সেটাকে পুরো চিঠি না বলে কিছুটা খবর, কিছুটা চিঠি বলাই ভালো। তিনি লিখেছেন, "গত ২৩ জুন কোর্স পর্যালোচনা এবং বিশেষ কুইজ বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান 'রবি দূরপাঠ'। ছাব্বিশ মে থেকে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে ৫দিন প্রচারিত মোট ১৯টি পর্বের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং দর্শকদের জন্য নির্ধারিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্বাচন করা হয়। এর মধ্যে প্রথম বিজয়ী হন চীন আন্তর্জাতিক বেতারের পুরনো শ্রোতা - ঢাকার ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাবের তাছলিমা আক্তার লিমা। অন্য দুই বিজয়ী হলেন জাহরা রেজওয়ানা ও ইমরুল।
জুলাই মাসের শেষ দিক থেকে বিজয়ীদের জন্য তিনমাসের চীনা ভাষা শিক্ষার ক্লাস শুরু হবে। উল্লেখ্য, এই কুইজ প্রতিযোগিতায় সাধারণ দর্শক এবং চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা ছয় শতাধিক উত্তরপত্র পাঠান, মোবাইল এসএমএস ও ই-মেইলের মাধ্যমে।
কুইজে অংশগ্রহণকারীদের তালিকায় দেখা যায় দেশ টিভিতে প্রচারিত চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটি সাধারণ দর্শকদের পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি আগ্রহী দর্শকদের চীন ও চীনা ভাষা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে সক্ষম হয়। ফলে অনুষ্ঠানটি ছিলো সাধারণ দর্শক ও সিআরআই'র শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়। দেশ টিভির এই বিশেষ চীনা ভাষা শিক্ষা কোর্স 'রবি দূরপাঠ' অনুষ্ঠানটি চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের মধ্যে যারা দেখেছেন, মোবাইল ফোনের মাধ্যমে তাদের বেশ কয়েকজনের মতামত সংগ্রহ করেছে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব।
রাজবাড়ী জেলার পাংশা থেকে কবিরুল ইসলাম মিঠু তাঁর মতামতে বলেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতিদিন রেডিওর মাধ্যমে চীনা ভাষা শেখার চেষ্টা করি। দেশ টিভিতে প্রচারিত চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটি আমি বেশ উপভোগ করেছি এবং আমি কয়েকটি ছোট ছোট চীনা শব্দ শিখতে পেরেছি। কিভাবে কুশল বিনিময় করতে হয়, ধন্যবাদ জানাতে হয়, দুঃখ প্রকাশ করতে হয় সেগুলো এখন আমি বলতে পারি। তবে এভাবে অনুষ্ঠানটি আরো দীর্ঘ দিন ধরে চালিয়ে নেওয়া উচিত।
ঢাকার উত্তরা থেকে আজিজ চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানটি নিঃসন্দেহে চমত্কার। প্রতিটি পর্বে এক একটি শব্দ নিয়ে বহুবার উচ্চারণ করায় অনেক দ্রুত সেটা মাথায় গেঁথে যায়। ফলে চীনা শব্দগুলোর টোন ও অর্থ সহজেই মনে থাকে।
বাহরাইন থেকে শাওন খান জানিয়েছেন, জনাব মহিউদ্দিন তাহের যেভাবে অভিনয় করে চীনা ভাষা শিখাচ্ছেন সেটা চীনা ভাষার ব্যবহার মনে রাখতে আমার জন্য খুব সহায়ক হচ্ছে। আমি প্রবাসে বসেই দেশ টিভির ওয়েবসাইটের মাধ্যমে 'রবি দূরপাঠ' অনুষ্ঠানটি দেখতে পেরেছি। দেশ টিভিতে যে কয়টি অনুষ্ঠান হয়েছে তার কোন সিডি বা ডিভিডি বাজারে পাওয়া যাবে কি?
চট্টগ্রাম হালিশহর থেকে সাঈমা পলাশ জানিয়েছেন, চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটা আমার অনেক ভালো লেগেছে। চট্টগ্রামে চীনা ভাষা শিক্ষার কোনো ব্যবস্থা বা প্রতিষ্ঠান নেই। এটা থাকলে আরো অনেকে চীনা ভাষা শিখতে পারতো। দেশ টিভিতে যে সময়ে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হতো এবং পুনঃপ্রচার করা হতো সেটা মোটেও সবার জন্য দেখার উপযোগী ছিলনা। আগামীতে যদি এ ধরনের আরো অনুষ্ঠান করা হয় তবে সময়টা বিকেল কিংবা রাতের দিকে হলে ভালো হবে।
ঢাকার মিরপুর মাজার রোড থেকে ফারজানা সুলতানা সামিয়া জানায়, আমার বয়স চার বছর। আমি অনুষ্ঠানটি কয়েকবার দেখেছি। বিদ্যুত্ সমস্যার কারণে সবগুলি দেখতে পারিনি। আমি 'নী হাও' 'শিয়ে শিয়ে' 'তুয়ে পু ছি' 'জাই চিয়েন' বলতে পারি। 'আমার নাম সামিয়া' - এটা চীনা ভাষায় কিভাবে বলতে হবে তাও আমি অনুষ্ঠানে ফোন করে জেনে নিয়েছি। টেলিভিশনে ছোটদের কথোপকথন নিয়ে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান দেখতে চাই।
দূরপাঠ অনুষ্ঠানের বিশেষ কুইজের প্রথম বিজয়ী চীন আন্তর্জাতিক বেতারের পুরনো শ্রোতা এবং ঢাকার মিরপুর ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসেনার্স ক্লাবের সভাপতি তাছলিমা আক্তার লিমা জানান, আমি চায়না রেডিওর মাধ্যমে চীনা ভাষা শিখার চেষ্টা করেছি। সেখান থেকে ছোট ছোট কয়েকটি শব্দ শিখেছি। দেশ টিভিতে প্রচারিত চীনা ভাষা শিক্ষা অনুষ্ঠানের প্রায় সবকটি পর্ব আমি দেখেছি এবং কুইজে অংশ নিয়েছি। প্রতিযোগিতায় আমি প্রথম বিজয়ী হবো এটা কখনো ভাবতে পারিনি। টেলিভিশনে বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করায় আমার পরিবারের সকলে খুব খুশি এবং আনন্দিত হয়েছেন। ব্যাপারটি আমার কাছে খুব ভালো লাগছে যে, আমি এখন আরো সহজে চীনা ভাষা শিখতে পারবো। সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের, দেশ টিভি এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ এবং উপ-পরিচালক জনাব চিয়াং চিং ছেংসহ বাংলা বিভাগের সকল বন্ধুকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
প্রসঙ্গত, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব দেশ টিভির এই বিশেষ অনুষ্ঠান সম্পর্কে মাল্টিমিডিয়া প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে, যেগুলোর মধ্যে ছিলো শ্রোতাদের কাছে মোবাইল এসএমএস পাঠানো, ই-মেইল, ওয়েবসাইট, কমিউনিটি ব্লগ, ফেইসবুক, টুইটার, পত্রিকা/ম্যাগাজিন, লিফলেট এর মাধ্যমে প্রচারণা।"
বন্ধুরা, এখন আমাদের পি পি এস-এর কয়েকজন বন্ধুর কথা: ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিধান চন্দ্র স্যানাল লিখেছেন, "ফ্রেঞ্চ ওপেন টেনিসে চীনা তারকা লি না শিরোপা জয় করেছেন। প্রথম এশীয় হিসেবে তাঁর এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। লি না সম্পর্কে বিশদ আলোচনার অনুরোধ রইল।"
রাজ লিখেছেন, ইয়ুন নান নর্মাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রীর দেয়া সাক্ষাত্কারটা অনেক আগ্রহ নিয়ে শুনতে চাইলাম, কিন্তু সাইটের গোলযোগের কারণে পারলাম না। আমিও চীন আসছি খুব তাড়াতাড়ি পিএইচডি করতে। ভেবেছিলাম সাক্ষাতকারটা শুনে নিজেকে কিছুটা উত্সাহিত করতে পারব। যা হোক, আশা করি ঠিক হয়ে যাবে সাইটটা। নীতা ফারহানার জন্যে রইলো অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ চীন আন্তর্জাতিক বেতারকে।"
শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো, আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |