বাংলাদেশের নওগাঁ জেলার মামুদ সরকার তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের সিআরআই'র জ্ঞান, গর্ভ অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে ভাল আছি। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। সিআরআই'র অনুষ্ঠান আমাকে খুব ভাল লাগে। তাই নিয়মিত অনুষ্ঠান শুনে যাচ্ছি। দয়া করে আমার ঠিকানায় অনুষ্ঠানের সময় সূচী পাঠাবেন। মামুদ সরকার, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ার স্বাগত জানাই। আমরা প্রত্যেক নতুন শ্রোতাকে কর্মসূচী পাঠাবেন। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে চিঠি লিখবেন।
বাংলাদেশের হাবিগঞ্জ জেলার আবু সুফিয়ান তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের নতুন শ্রোতা। আমাকে নতুন অনুষ্ঠান সূচী দিবেন।
বাংলাদেশের ঢাকার গুলশান জেলার আলিমুর রেজা তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নতুন শ্রোতা আমি এক জন ছাত্র আমি মষ্ঠ শ্রেণীতে পড়ি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার এত ভাল লাগে। আপনাদের বাংলা অনুষ্ঠান পড়াশোনার ফাঁকে ফাঁকে না শুনলে সেই দিনটি যেন অপূর্ণ লাগে। আপনাদের বাংলা অনুষ্ঠান রেকট করে তা পড়ে আমাদের বন্ধুদের শুনাই আপনাদের বাংলা অনূষ্ঠান শোনে আমাদের বন্ধুরা খুবই অনন্দ পায়। আমাদের ক্লাবের সঙ্গে অনেক দিন থেকে অনুষ্ঠান শুনে আসছি কিন্তু এই প্রথম আমি আপনাদের কাছে চিঠি লিখলাম। আমি যখন আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি তখন আমার মনপ্রাণ সব কিছু থাকে। আলিমুর রেজা, আপনাদেরকে আমাদের শ্রোতার পরিবারে অংশ নেয়ার স্বাগত জানাই। আশা করি, আপনারা ভবিষ্যতে নিয়মিতভাবে আমাদেরকে মতামত দেবেন।