|
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'তে সরাসরি সম্প্রচারিত 'বাংলায় চীনা ভাষা শিক্ষা' বিষয়ক বিশেষ কোর্স "রবি দূরপাঠ" ব্যাপক দর্শক জনপ্রিয় হয়ে উঠেছে। কোর্সটির প্রশিক্ষক হিসেবে আছেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানটি পর্যাক্রমে সঞ্চালন করছেন উম্মে ওয়ারা মিশু এবং লিজা।
২৬ মে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে প্রচারিত এই অনুষ্ঠানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে চীনা ভাষা শিক্ষার বিষয়ে ব্যাপক সারা পেলেছে। শুধু তাই নয় বিশেষ এই চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটি দর্শকদের মাঝে চীনা ভাষা শিখার পাশাপাশি চীনের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আরো কাছ থেকে জানার এবং চীন ভ্রমণের প্রতি কৌতুহল সৃষ্টি করেছে। প্রতিদিন ক্লাস শেষে দর্শকদের জন্য নির্ধারিত "কুইজ" এর ব্যবস্থাটি দর্শকদের কাছে আরো বেশি আলোড়ন সৃষ্টি করেছে। কারণ কুইজ এর উত্তর গুলি অনেক সহজ এবং এর মাধ্যমে দর্শকরা খুব সহজে প্রতিদিন অন্তত একটি করে চীনা শব্দ শিখে ফেলতে পারছেন! অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে দর্শকদের সরাসরি অংশগ্রহন চীন সম্পর্কে জানার পথ আরো সহজ করে দিয়েছে। ইতিমধ্যে বহু দর্শক টেলিফোনে অংশ নিয়েছেন এবং ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও মহিউদ্দিন তাহেরকে প্রশ্ন করে চীন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করেছেন। প্রতিদিন অন্তত ৪/৫ জন দর্শক টেলিফোনে অংশ নিয়ে চীনা ভাষা শিক্ষা, চীনে পড়লেখা, ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করেন।
বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম শ্রোতা সংঘ সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব দেশ টিভি-র এই বিশেষ চীনা ভাষা শিক্ষা কোর্স "রবি দূরপাঠ" সম্পর্কে মাল্টিমিডিয়া প্রচারনামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং করছে। এর মধ্যে রয়েছে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের কাছে মোবাইল এসএমএস পাঠানো, ই-মেইল, ওয়েবসাইট, কমিউনিটি ব্লগ, ফেইসবুক, টুইটার, পত্রিকা/ম্যাগাজিন, লিফলেট এর মাধ্যমে প্রচারনা। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর এই প্রচারনাটি সিআরআই শ্রোতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। ফলে ইতিমধ্যে বহু শ্রোতার "রবি দূরপাঠ" অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে এবং কয়েকজন শ্রোতা অনুষ্ঠানে সরাসরি টেলিফোনে যোগ দিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। চীন আন্তর্জাতিক বেতারের যে সকল শ্রোতাবন্ধুরা এখনো অনুষ্ঠানটি দেখেননি কিংবা টেলিফোনে অংশ নিতে পারেননি তারা দ্রুত অনুষ্ঠানটি দেখুন, উপভোগ করুন এবং কুইজে অংশগ্রহণ করে জিতে নিন বিনামূল্যে চীনা ভাষা শিক্ষার সুযোগ।
পয়তাল্লিশ মিনিট ব্যাপি ২০ পর্বের "রবি দূরপাঠ" অনুষ্ঠানটি (শুক্র ও শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল সাড়ে চারটায় দেখুন দেশ টিভিতে। এছাড়া তার পরদিন বেলা বারটা পনের মিনিট থেকে একটা পর্যন্ত পুন:প্রচার করা হচ্ছে। প্রতি পর্ব শেষে দর্শকদের জন্য একটি করে কুইজ থাকছে। কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে তিনমাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
সরাসরি অনুষ্ঠানে টেলিফোনে যোগ দিতে হলে ফোন করুন, ০২-৮৩৩২৫০৯ অথবা ০২-৮৩৩২৭৫৪ নম্বরে। এছাড়া ই-মেইল অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমেও প্রশ্ন করা যাবে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv আর মোবাইল এসএমএস করতে হলে প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে যান এর পর টাইপ করুন ডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এরপর পাঠিয়ে দিন ৭১৭১ নাম্বারে (dp প্রতিদিনের কুইজের উত্তর পাঠানো যাবে তার পরদিন বিকেল ৪টার পূর্ব পর্যন্ত। কুইজের উত্তর পাঠানো যাবে ই-মেইল অথবা মোবাইল এসএমএস করে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv আর মোবাইল এসএমএস-এ উত্তর পাঠাতে হলে প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে যান এর পর টাইপ করুন ডিপি স্পেস আপনার উত্তর এরপর পাঠিয়ে দিন ৭১৭১ নাম্বারে (dp এছাড়া অনুষ্ঠান সংক্রান্ত যে কোন বিষয়ে আপনার মতামত, প্রস্তাব ইত্যাদি লিখে জানাতে পারেন এই ঠিকানায়- প্রযোজক, রবি দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৭০, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা- ১২১৭।
"রবি দূরপাঠ" অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আমজাদ সুজন, ফরিদা লিমাম ও ত্রিদিব বর্মণ। উল্লেখ্য বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে লগইন করুন- http://cri-sarc.blogspot.com/2011/06/special-chinese-course-durpath-on.html অথবা http://southasiaradioclub.webs.com/apps/photos/album?albumid=11702482
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |